ব্লগবিডি.কম
https://www.vlogbd.com/2022/08/jessore-district.html
যশোর জেলার দর্শনীয় স্থান সমূহ
Jessore District বাংলাদেশের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল।যশোর জেলার নামকরণের বেশ কয়েকটি মতামত লক্ষ করা যায়,প্রচলিত আছে আরবী জসর শব্দ থেকে যশোর নামকরণ করা হয়েছে।জসর অর্থ সাঁকো।যশোরে নদী নালা খাল-বিল বেশি হওয়ায় দরবেশ খান জাহান আলী ইসলামের দাওয়াত দেওয়ার পাশাপাশি এলাকাটিতে ব্যাপক যোগাযোগ ব্যবস্থার উন্নতি করেন, তিনি খাল,নদী গুলোতে বাঁশের সাঁকো নির্মান করে দিয়েছিলেন মানুষের যাতায়াতের জন্য।১৪৫০ খ্রিষ্টাব্দের দিকে এই অঞ্চলে বসতি বসবাস শুরু করলে তিনি সহ ওনার সফর সঙ্গীরা মিলে।১২জন যশোরের মুড়লীতে ইসলাম প্রচারের কেন্দ্র নির্মাণ করেন।যশোর,খুলনা-বনগাঁএবং কুষ্টিয়া ও ফরিদপুরের অংশ বিশেষ,১৭৪৭সালে যশোর নাটোরের রাণী ভবানীর রাজ্যের অন্তর্ভুক্ত হয়।যশোর একটি স্বাধীন অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত ব্রিটিশ রা এ অঞ্চন প্রবেশ করতে পারেনি।
যশোর জেলার অর্থনীতি কৃষি নির্ভর এখানে সব চেয়ে বেশি মাছ চাষ করা হয়।
বেনাপোল স্থল বন্দর শর্শা উপজেলায় অবস্থিত।বাংলাদেশের ফুলের রাজধানী বলা
হয় যশোর জেলা কে এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় ফুল পাঠানো হয়।
যশোর জেলার গদখালিতে ফুল চাষ করা হয়।
যশোর জেলার প্রধান নদ-নদী,ভৈরব নদী, ভৈরব ব্রীজ,কপোতাক্ষ নদ,বেতনা নদী,চিত্র নদী,
হরিহর নদ,মযুদখালী নদী,ঝাঁপা বাওড়,ভবদহ বিল।
যশোর জেলার দর্শনীয় স্থান
চাঁচড়া জমিদার বাড়ি,ফুলের হাট গদখালি,
বেনাপোল স্থল বন্দর,যশোর বিমানবন্দর,
আজিক সিটি,মনিহার সিনেমা হল,
কালেক্টর পার্ক লালদিঘীর পাড়,
যশোর আইটি পার্ক,
তালখড়ি জমিদার বাড়ি।
পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন
আপনার জন্য আরো কিছু পোস্ট
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন