লালমনিরহাট জেলার দর্শনীয় স্থান

লালমনিরহাট বাংলাদেশের অন্যতম একটি প্রশাসনিক অঞ্চল রংপুর বিভাগের একটি জেলা।

লালমনিরহাট বাংলাদেশের অন্যতম একটি প্রশাসনিক অঞ্চল রংপুর বিভাগের একটি জেলা। লালমনিরহাট জেলার ভৌগলিক সীমানা,উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ,পশ্চিমে নীলফামারী জেলা, দক্ষিণে রংপুর জেলা ও কুড়িগ্রাম জেলা, পূর্বে কুড়িগ্রাম জেলা অবস্থিত। লালমনিরহাট জেলার দর্শনীয় স্থান লালমনিরহাট জেলায় বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে। দেশের সীমান্তবর্তী পর্যটন স্পর্ট গুলো দেখতে সারা বছর মানুষের আনাগোনা থাকে। .লালমনিরহাটের প্রত্নতাত্ত্বিক স্থাপনা ছাড়া ও এখানে  রয়েছে বেশ কিছু প্রাকৃতিক চিত্রাকর্ষ। নিদারিয়া মসজিদ, হারানোর মসজিদ,  তিস্তা ব্যারেজ,  তিনবিঘা করিডোর, তিস্তা সেতু,  তুষভাণ্ডার জমিদার বাড়ি  শালবন  জমগ্রাম জামে মসজিদ  ৬৯ হিজরি হারানো মসজিদ  সিন্দুর মতি দিঘি  বোতল গ্রাম কালি মন্দির, তুষ ভান্ডার জমিদার বাড়ি  ভূমি গবেষণা জাদুঘর  হালা বটগাছ  শেখ রাসেল শিশু পার্ক সহ বেশ কিছু দর্শনীয় স্থান লালমনিরহাট জেলায় রয়েছে। এক নজরে লালমনিরহাট জেলা লালমনিরহাটের জেলার শিক্ষার হার? এ জেলায় বেশ কিছু স্কুল,কলেজ,মাদ্রাসা রয়েছে, লালমনিরহাট জেলার শিক্ষার গড়ে ৬৫%লোক শিক্ষিত। লালমনিরহাট জেলার মোট জনসংখ্যা ১২,৫৬,০৯৯জন লোক বসবাস করে। পুরুষ ৬২৮,৭৯৯এবং মহিলা ৬২৭,৩০০জন লোক এ জেলার অধিবাসী। লালমনিরহাট জেলার বেশি ভাগ মানুষ মুসলিম। অন্যান্য ধর্মের লোক ও এখানে বসবাস করে। লালমনিরহাট জেলার অর্থনীতি,লালমিরহাট জেলা মূলত কৃষি নির্ভরশীল একটি জেলা. প্রধান-শস্য ,ধান,গম,পাট,ভূট্রা প্রধান ফসল। লালমনিরহাট জেলার নদ-নদী,.ধরলা,সতী,সানিয়াজান, তিস্তা  সিংগিমারী,ত্রিমোহনী,গিরীধারী,ভেটেশ্বর,মালদহ,স্বর্ণামতি। লালমনিরহাট জেলার উপজেলা কয়টি? ৫টি লালমনিরহাট জেলার উপজেলা সমুহের নাম কী? লালমনিরহাট সদর উপজেলা, কালীগঞ্জ উপজেলা, আতিদমারী উপজেলা, পাটগ্রাম উপজেলা, হাতীবান্ধা উপজেলা।


লালমনিরহাট জেলার ভৌগলিক সীমানা,উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ,পশ্চিমে নীলফামারী জেলা,
দক্ষিণে রংপুর জেলা ও কুড়িগ্রাম জেলা, পূর্বে কুড়িগ্রাম জেলা অবস্থিত।

লালমনিরহাট জেলার দর্শনীয় স্থান লালমনিরহাট জেলায় বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে।
দেশের সীমান্তবর্তী পর্যটন স্পর্ট গুলো দেখতে সারা বছর মানুষের আনাগোনা থাকে।
.লালমনিরহাটের প্রত্নতাত্ত্বিক স্থাপনা ছাড়া ও এখানে 
রয়েছে বেশ কিছু প্রাকৃতিক চিত্রাকর্ষ।
নিদারিয়া মসজিদ,
হারানোর মসজিদ, 
তিস্তা ব্যারেজ, 
তিনবিঘা করিডোর,
তিস্তা সেতু, 
তুষভাণ্ডার জমিদার বাড়ি 
শালবন 
জমগ্রাম জামে মসজিদ 
৬৯ হিজরি হারানো মসজিদ 
সিন্দুর মতি দিঘি 
বোতল গ্রাম
কালি মন্দির, তুষ ভান্ডার জমিদার বাড়ি 
ভূমি গবেষণা জাদুঘর 
হালা বটগাছ 
শেখ রাসেল শিশু পার্ক
সহ বেশ কিছু দর্শনীয় স্থান লালমনিরহাট জেলায় রয়েছে।

এক নজরে লালমনিরহাট জেলা
লালমনিরহাটের জেলার শিক্ষার হার?
এ জেলায় বেশ কিছু স্কুল,কলেজ,মাদ্রাসা রয়েছে,
লালমনিরহাট জেলার শিক্ষার গড়ে ৬৫%লোক শিক্ষিত।
লালমনিরহাট জেলার মোট জনসংখ্যা ১২,৫৬,০৯৯জন লোক বসবাস করে।
পুরুষ ৬২৮,৭৯৯এবং মহিলা ৬২৭,৩০০জন লোক এ জেলার অধিবাসী।
লালমনিরহাট জেলার বেশি ভাগ মানুষ মুসলিম।
অন্যান্য ধর্মের লোক ও এখানে বসবাস করে।

লালমনিরহাট জেলার অর্থনীতি,লালমিরহাট জেলা মূলত কৃষি নির্ভরশীল একটি জেলা.

প্রধান-শস্য ,ধান,গম,পাট,ভূট্রা প্রধান ফসল।

লালমনিরহাট জেলার নদ-নদী,ধরলা,সতী,সানিয়াজান,
তিস্তা  সিংগিমারী,ত্রিমোহনী,গিরীধারী,ভেটেশ্বর,মালদহ,স্বর্ণামতি।
লালমনিরহাট জেলার উপজেলা কয়টি?
৫টি
লালমনিরহাট জেলার উপজেলা সমুহের নাম কী?
লালমনিরহাট সদর উপজেলা, কালীগঞ্জ উপজেলা, আতিদমারী উপজেলা,
পাটগ্রাম উপজেলা, হাতীবান্ধা উপজেলা।






এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪