এক নজরে মাধবপুর উপজেলা

 এক নজরে মাধবপুর উপজেলা সম্পর্কে জানুন

প্রশাসনিক এলাকা - মাধবপুর উপজেলা 

মাধবপুর উপজেলায় মোট ১১ টি ইউনিয়ন এবং একটি পৌরসভা ও ৪ টি পুলিশ ফাঁড়ি এবং একটি বিজিবি ক্যাম্প রয়েছে।

  • মাধবপুর পৌরসভা- ১৯৯৭ সালে মাধবপুর পৌরসভা গঠন করা হয়।

মাধবপুর উপজেলার ইউনিয়ন সমূহ

  • চৌমুহনী ইউনিয়ন 

  • ধর্মঘর ইউনিয়ন 

  • বহরা ইউনিয়ন 

  • শাহজানপুর ইউনিয়ন 

  • আদাঐর ইউনিয়ন 

  • আন্দিউড়া ইউনিয়ন 

  • বুল্লা ইউনিয়ন 

  • জগদীশপুর ইউনিয়ন 

  • নোয়াপাড়া ইউনিয়ন 

  • ছাতিয়ান ইউনিয়ন 

  • বাঘাসুরা ইউনিয়ন 

মাধবপুর উপজেলা আয়তন কত

মাধবপুর উপজেলার মোট আয়তন:২৮৪.২৮ বর্গ কিলোমিটার।

মাধবপুর উপজেলায় মোট জনসংখ্যা কত

  • মোট জনসংখ্যা:৩,১৯,০১৬ জন

  • পুরুষ:১,৫৫,৮৮২ জন

  • মহিলা:১,৬৩,১৩৪ জন

মাধবপুর উপজেলার লোক সংখ্যার ঘনত্ব কত প্রতি বর্গ কিলোমিটারে

মাধবপুর উপজেলায় ১০৮১ জন প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে।

মাধবপুর উপজেলায় জন্মের হার কত

মাধবপুর উপজেলায় জম্নের হার ১.৫৬%

মাধবপুর উপজেলায় কতটি পরিবার বসবাস করে

মোট খানা ৬২,৩০০ জন।

মাধবপুর উপজেলার নির্বাচনী আসন কত

(মাধবপুর- চুনারুঘাট) হবিগঞ্জ-৪

মাধবপুর উপজেলায় গ্রামের সংখ্যা কত

মোট গ্রাম রয়েছে মাধবপুর উপজেলায় ২৮৭টি।

মাধবপুর উপজেলায় হাট-বাজার কয়টি

মাধবপুর উপজেলায় মোট হাট-বাজার ৩৪ টি।

মাধবপুর উপজেলায় পোস্ট অফিস কয়টি

মাধবপুর উপজেলায় পোস্ট অফিস ২১ টি।

মাধবপুর উপজেলা মৌজা কয়টি

মোট মৌজা ১৮১টি।

মাধবপুর উপজেলা কয়টি এতিমখানা 

  • সরকারি ০১টি

  • বেসরকারি ১৭টি

মাধবপুর উপজেলা মোট ভোটার কত

  • মোট ভোটার ১,৮৭,২৫৫ জন

  • পুরুষ ৯২,৬৫৯ জন

  • মহিলা ৯৪,৫৯৬ জন

মাধবপুর উপজেলায় শিক্ষার হার কত 

মাধবপুর উপজেলায় শিক্ষার হার ৪০%

  • পুরুষ ৪২%

  • মহিলা ৩৮%

মাধবপুর উপজেলা কিসের জন্য বিখ্যাত

মাধবপুর উপজেলায় বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে, তবে মাধবপুর উপজেলার চা বাগান গুলো দেখতে বেশ সুন্দর। পাশাপাশি রঘুনন্দন পাহাড় ও তেলিয়াপাড়া ডাকবাংলো এবং স্মৃতিসৌধের জন্য বিখ্যাত। এখানে রয়েছে চিলিকা বালু, এবং হবিগঞ্জ গ্র‍্যাসফিল্ড এবং বেশ কয়েকটি তাপ বিদ্যুৎ কেন্দ্র।

মাধবপুর উপজেলার বিখ্যাত খাবার কি

মাধবপুর উপজেলা কৃষি নির্ভর উপজেলা হলেও এখন মাধবপুর উপজেলা শিল্প প্রতিষ্ঠান রয়েছে। তবে এখানকার মানুষ যেসব খাবার খেতে পছন্দ করে। পুলি পিটা,সন্দেশ, চাপা পিটা, পাটিসাপ্টা, খিচুরী,মোরগপোলাও এবং আখনি।

মাধবপুর উপজেলার খেলা-ধুলা কি কি?

  • হাডুডু,ফুটবল,ব্যাডমিন্টন,সাতার,নৌকা বাইচ ইত্যাদি খেলা খেলে থাকে।

মাধবপুর উপজেলার সংস্কৃতি কি কি?

মাধবপুর আত্ব্যাধিক সাধক শাহ সুলেমান ফতেহ গাজীর মাজাররে ডিসেম্বর মাসের ১৩,১৪,১৫ই ডিসেম্বর ওরস মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে। ওরস কে কেন্দ্র করে এখানে বাউল গানের আসর বসে। মাধবপুর উপজেলার বেশ কিছু যায়গায় শীত মৌসুমে বাউল গান বসে। তবে উপজেলায় প্রচলিত রয়েছে, জারি,শারি গানের। মাধবপুর উপজেলায় মহরম মাসে বেশকিছু ইউনিয়নে ১০ ই মহরম গুরুত্বের সাথে ইমামবারা বানিয়ে পালন করে থাকে।

মাধবপুর উপজেলায় ধর্মীয় প্রতিষ্ঠান কয়টি

  • মসজিদ ৪৭১টি

  • মন্দির ২৭টি

মাধবপুর উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান 

  • সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৪৬টি

  • জুনিয়র স্কুল ০২টি

  • উচ্চ মাধ্যমিক (সহশিক্ষা) ১৮টি

  • উচ্চ মাধ্যমিক বালিকা ০৩ টি

  • উচ্চ মাধ্যমিক বালক ০১

  • দাখিল মাদ্রাসা ০৪ টি

  • আলিম মাদ্রাসা ০১ টি

  • কলেজ ০৪ টি

  • স্কুল এন্ড কলেজ ০৪ টি

মাধবপুর উপজেলায় স্বাস্থ্য সেবা

  • উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০১ টি

  • উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ১৬ টি

  • স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ১১টি

  • পরিবার পরিকল্পনা ক্লিনিক ০১ টি

  • এম.সি.এইচ.ইউনিট ০১ টি

  • সক্ষম দম্পতি ৮৪,৮৩৩ জন

মাধবপুর উপজেলার রপ্তানি পণ্য কি কি 

মাধবপুর উপজেলায় রপ্তানি পণ্য হল।

চিলিকা বালি, পান,ধান,সবজি,মাছ, চা, বীজ,তরমুজ, সিরামিক ইত্যাদি।

মাধবপুর পৌরসভা কবে প্রতিষ্ঠিত হয়

মাধবপুর পৌরসভা একটি 'ক' শ্রেনীভুক্ত পৌরসভা। ১৯৯৭ সালে পৌরসভা গঠিত  হয়।

মাধবপুর উপজেলা নদ- নদী

  • সোনাই নদী

  • খাসটি নদী

  • বোয়ালিয়া নদী

মাধবপুর উপজেলায় কৃষি জমির পরিমাণ কত 

মোট জমির পরিমান ২৩,৮৩৪ হেক্টর 

  • নিট ফসলী জমি ১৬,৫০০ হেক্টর 

  • মোট ফসলি জমি ৩৯,১০৩ হেক্টর 

 

মাধবপুর উপজেলা দর্শনীয় স্থান সমূহ

  • সুরমা চা বাগান

  • তেলিয়াপাড়া চা-বাগান

  • তেলিয়াপাড়া ডাকবাংলো 

  • তেলিয়াপাড়া স্মৃতিসৌধ

  • ইটাখোলা বীজ উন্নয়ন কর্পোরেশন 

  • বহরা রাবার ড্যাম

  • নোয়াপাড়া চা-বাগান

  • ফ্রুটসভ্যালী 

  • শাহজীবাজার রাবার বাগান

  • রঘুনন্দন চা বাগান

  • তাপবিদ্যুৎ কেন্দ্র

  • সোনাই নদী 

  • শাহ সোলেমান ফতেহগাজী (র:)মাজার

  • বরিশাইল্লা টি

  • শাহপুর পাহাড়

  • পাঁচ নম্বর মাজার

  • আদাঐর জমিদারবাড়ি

  • বাঘাসুরা জমিদারবাড়ি

  • সুরমা সাববাড়ি

  • হবিগঞ্জ গ্যাসফিল্ড

  • নোয়াপাড়া রেলস্টেশন 

  • মনতলা রেলস্টেশন 

সহ বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে মাধবপুর উপজেলায়।


মাধবপুর উপজেলার উৎসব

মাধবপুর উপজেলা সংস্কৃতির রাজধানী হিসেবে খ্যাত হবিগঞ্জ জেলার, মাধবপুর উপজেলায় শীত সৌসুমে বেশ কয়েকটি ইউনিয়নে মেলা হয়। মেলাকে ঘিরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে।পাশাপাশি এখানে বাউল সংগীতের আয়োজন হয়ে থাকে। বৈশাখ মাসের আগের দিন অর্থাৎ পুঞ্জিকা অনুযায়ী হিন্দু ধর্মাবলম্বীদের পহেলা বৈশাখের বান্নি( মেলা আয়জন হয়ে থাকে)  মাধবপুর উপজেলার বেশ কয়েকটি অঞ্চলে। উল্লেখযোগ্য বান্নী গুলো হল।

  • বাঘাসুরা বান্নী-বাংলা পুঞ্জিকা অনুযায়ী বান্নী হয়ে থাকে।

  • বেজুড়া বান্নী - বাংলা পুঞ্জিকা অনুযায়ী হয়ে থাকে। আর ও বেশ কিছু যায়গায় উৎসব এর আয়োজন হয়ে থাকে।

মাধবপুর উপজেলার - যোগাযোগ ব্যবস্থা

রেল-পথ মাধবপুর উপজেলা দিয়ে নিয়মিত ঢাকা টু সিলেট, সিলেট টু চট্রগাম রেল যাতায়াত করে। মাধবপুর উপজেলায় ছোট বড় মোট ০৭ টি রেলস্টেশন রয়েছে।তবে বেশ কয়েকটি রেলস্টেশন বর্তমানে পরিত্যক্ত অবস্থা আছে।

  • শাহজিবাজার রেলস্টেশন 

  • ছাতিয়ান রেলস্টেশন 

  • নোয়াপাড়া রেলস্টেশন 

  • তেলিয়াপাড়া রেলস্টেশন 

  • মনতলা রেলস্টেশন 

  • কাসিমনগর রেলস্টেশন

  • ইটাখোলা রেলস্টেশন  

সড়কপথ - মাধবপুর উপজেলা

মাধবপুর উপজেলা দিয়ে ঢাকা-চট্রগাম,

ময়মনসিংহ সিলেট অঞ্চলে খুব সহজে যাতায়াত করা যায়। এশিয়া হাইওয়ে মাধবপুর উপজেলার বুক দিয়ে গিয়েছে। যাতায়াত সুবিধা মাধবপুর উপজেলায় বেশ ভালো।

নৌ - বন্দর - মাধবপুর উপজেলা

মাধবপুর উপজেলায় দুটি নৌ-বন্দর রয়েছে। 



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪