মায়াবী লেক ঝিনাইগাতী শেরপুর

শেরপুরের মায়াবী লেক, ছুটছেন ভ্রমণ পিপাসুরা

ময়মনসিংহ বিভাগের সীমান্তবর্তী শেরপুর জেলায় অবস্থিত। মায়াবীলেক মায়া ছড়াচ্ছে পর্যটকদের।প্রকৃতির অপরুপ সৌন্দর্য উপভোগ করতে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন অসংখ্য পর্যটক প্রকৃতির প্রেমে নিজেকে বিলিয়ে দিতে ছুটে যায়। দেশের এক প্রান্তর থেকে আরেক প্রান্তে।এমনি একটি পর্যটন স্পর্ট গড়ে উঠেছে শেরপুর জেলায় মায়াবী লেক নামে।

শেরপুরের মায়াবী লেক,ছুটছেন ভ্রমণ পিপাসুরা।  ময়মনসিংহ বিভাগের সীমান্তবর্তী শেরপুর জেলায় অবস্থিত। মায়াবীলেক মায়া ছড়াচ্ছে পর্যটকদের।প্রকৃতির অপরুপ সৌন্দর্য উপভোগ করতে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন অসংখ্য পর্যটক প্রকৃতির প্রেমে নিজেকে বিলিয়ে দিতে ছুটে যায়। দেশের এক প্রান্তর থেকে আরেক প্রান্তে।এমনি একটি পর্যটন স্পর্ট গড়ে উঠেছে শেরপুর জেলায় মায়াবী লেক নামে।শেরপুরের মায়াবী লেকে ছুটছেন ভ্রমণপিপাসুরা। এ জেলায় আরও বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে।গজনী অবকাশ,মধুটিলা ইকোপার্ক, রাজার পাহাড়, নয়াবাড়ির টিলা, সুতানালির দিঘি সহ বেশ কয়েকটি পর্যটন স্পর্ট রয়েছে।  নৈসর্গিক সৌন্দর্য্যের লীলাভূমি মায়াবী লেকে পর্যটকদের আনা গোনায় মুখরিত থাকে।এ জেন স্বপ্নের ঠিকানা মায়াবী লেক, সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে পাহাড় কেন্দ্রীক পর্যটন স্পর্ট গড়ে উঠেছে.চারদিক সবুজের সমারোহ,কাঁদা মাঠির রাস্তা পাড়ি দিয়ে যাওয়ার সময়  দু ধারে ফসলি জমির সৌন্দর্য্য উপভোগ করতে পারবেন।উচুঁ-নিচু টিলার পথ পাড়ি দিয়ে যেতে হয়।ঘন জঙ্গল বেষ্টিত সবুজ অরণ্যের পাহাড়ের মাঝে মায়াবী লেকের অবস্থান।চার দিকে পাহাড়,গাছ-পালায়,ভরপুর।আকাশের দিকে থাকালে চোখে পড়বে সাদা,নীল রং পানি খেলা করছে।  মায়াবীলেক দেখার মত কি আছে?টিলার উপর মায়াবী স্বর্গ,বাগানের বুকে লেক।পাহাড়ের মাঝে  চার দিকে ঘন জঙ্গল বেষ্টিত,সবুজ গাছ-গাছালী, প্রকৃতির অপরুপ সাজে সেজেছে শেরপুরের মায়াবী লেক।যেখানে আকাশ নেমেছে জলে,উপরে আকাশ নিচে চারদিকে গাছ-পালায় ভ  ভরপুর লেকের স্বচ্ছ পানিতে রংধুর সাত রং খেলা করছে।লেকের মাঝে পর্যটকের জন্য রয়েছে।গোসল করার সুর্বণ সুযোগ,পাহাড়ি লেকের স্বচ্ছ পানি।আশে পাশে নিরিবিলি সময় কাটানোর জন্য সবুজ অরণ্যে ভরপুর সামাজিক বন।  কিভাবে যাবেন:ঢাকা থেকে বাসে করে সায়েদাবাদ,মহাকালী,ফকিরাপুল হতে শেরপুর জেলায় বাসে করে যেতে হবে। শেরপুর থেকে ঝিনাইগাতী উপজেলায় যেতে হবে সিএনজি যোগে।জিনাইগাতী বাজার হয়ে গুরুচরন,দুধনই হয়ে,সীমান্তবর্তী পথ দিয়ে সোজা তাওয়াকুচা বালিজুড়ি বাজারে যেতে হবে।তাওয়াকুচা প্রাথমিক বিদ্যালয়ের একটু আগে নেমে ৩কিলোমিটার পথ পাড়ি দিয়ে মায়াবী লেক দেখতে পাবেন। কোথায় থাকবেনঃ মাবায়ী লেক দেখার পর বনবিভাগ কর্তৃপক্ষের রেস্ট হাউজে রাত্রিযাপন করতে পারবেন। কোথায় খাবেনঃ স্থানীয় বাজারে ভালো মানের খাবার পাওয়া যায়,সেখানে খেতে পারবেন।


এ জেলায় আরও বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে।গজনী অবকাশ, মধুটিলা ইকোপার্ক, রাজার পাহাড়, নয়াবাড়ির টিলা, সুতানালির দিঘি সহ বেশ কয়েকটি পর্যটন স্পর্ট রয়েছে।


মায়াবী লেক ঝিনাইগাতী শেরপুর নৈসর্গিক সৌন্দর্য্যের লীলাভূমি মায়াবী লেকে পর্যটকদের আনা গোনায় মুখরিত থাকে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে পাহাড় কেন্দ্রীক পর্যটন স্পর্ট গড়ে উঠেছে. চারদিক সবুজের সমারোহ, কাঁদা মাঠির রাস্তা পাড়ি দিয়ে যাওয়ার সময়  দু ধারে ফসলি জমির সৌন্দর্য্য উপভোগ করতে পারবেন। উচুঁ-নিচু টিলার পথ পাড়ি দিয়ে যেতে হয়। ঘন জঙ্গল বেষ্টিত সবুজ অরণ্যের পাহাড়ের মাঝে মায়াবী লেকের অবস্থান।চার দিকে পাহাড়, গাছ-পালায়, ভরপুর।আকাশের দিকে থাকালে চোখে পড়বে সাদা, নীল রং পানি খেলা করছে।


মায়াবীলেক দেখার মত কি আছে, টিলার উপর মায়াবী স্বর্গ, বাগানের বুকে লেক।পাহাড়ের মাঝে  চার দিকে ঘন জঙ্গল বেষ্টিত, সবুজ গাছ-গাছালী, প্রকৃতির অপরুপ সাজে সেজেছে শেরপুরের মায়াবী লেক।যেখানে আকাশ নেমেছে জলে, উপরে আকাশ নিচে চারদিকে গাছ-পালায় ভ  ভরপুর লেকের স্বচ্ছ পানিতে রংধুর সাত রং খেলা করছে। লেকের মাঝে পর্যটকের জন্য রয়েছে।গোসল করার সুর্বণ সুযোগ, পাহাড়ি লেকের স্বচ্ছ পানি।আশে পাশে নিরিবিলি সময় কাটানোর জন্য সবুজ অরণ্যে ভরপুর সামাজিক বন।


কিভাবে যাবেন: ঢাকা থেকে বাসে করে সায়েদাবাদ, মহাকালী,ফকিরাপুল হতে শেরপুর জেলায় বাসে করে যেতে হবে। শেরপুর থেকে ঝিনাইগাতী উপজেলায় যেতে হবে সিএনজি যোগে।জিনাইগাতী বাজার হয়ে গুরুচরন, দুধনই হয়ে, সীমান্তবর্তী পথ দিয়ে সোজা তাওয়াকুচা বালিজুড়ি বাজারে যেতে হবে। তাওয়াকুচা প্রাথমিক বিদ্যালয়ের একটু আগে নেমে ৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মায়াবী লেক দেখতে পাবেন।

কোথায় থাকবেনঃ মাবায়ী লেক দেখার পর বনবিভাগ কর্তৃপক্ষের রেস্ট হাউজে রাত্রিযাপন করতে পারবেন।
কোথায় খাবেনঃ স্থানীয় বাজারে ভালো মানের খাবার পাওয়া যায়, সেখানে খেতে পারবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪