ইসহাক জমিদার বাড়ি,লক্ষীপুর জেলা

লক্ষীপুর জেলার দর্শনীয় স্থান ইসহাক চৌধুরী জমিদারবাড়ি


ইসহাক জমিদারবাড়ি,চট্রগ্রাম বিভাগের লক্ষীপুর জেলার একটি পুরুনো ঐতিহাসিক জমিদারবাড়ি।
লক্ষীপুর সদর উপজেলার উত্তর হামছাদি ইউনিয়নের হাসন্দী গ্রামে অবস্থিত।পাকিস্থান,ভারতে 
ব্রিটিশ শাসন চলমান ছিল তখনকার সময়ে লক্ষীপুরে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়।


জমিদার বাড়িটির প্রধান মালিক মনির উদ্দিন ভূঁইয়া।পরবর্তীতে ব্রিটিশদের কাছ থেকে 
জমিদারি ক্রয় করেন। ইসহাক চৌধুরী মনির উদ্দিন ভূইয়ার নাতী ছিলনে।প্রায় ১৬একর
জায়গার উপর জমিদার বাড়িটি নির্মাণ করা হয়।লক্ষীপুর জেলার দর্শনীয় স্থান গুলোর
মধ্যে ইসহাক চৌধুরী জমিদার বাড়িটি অন্যতম।এটি দেখতে বেশ সুন্দর বর্তমানে বাড়ির
বেশির ভাগ জায়গায় লতাপাতায় বিল্ডিংয়ের সৌন্দর্য্য হারিয়ে গেছে।


নির্মান কাজে ব্যবহার করা,ইসহাক চৌধুরী জমিদারবাড়ি নির্মাণে ব্যবহার করা হয়েছে
 ইট,সুড়কি,রড,রেলবিট,চুন ইত্যাদি।


দেখার মত কী আছে,ইসহাক চৌধুরী জমিদার বাড়িতে,একটি খেলার মাঠ,দিঘী,মসজিদ,

বাড়িটির চারপাশে সুপারি বাগান রয়েছে।


কিভাবে যাবেনঃ বাংলাদেশের যেকোন প্রান্ত হতে খুব সহজে লক্ষীপুর জেলায় বাস দিয়ে 
যাতায়াত করা যায়। ইসহাক চৌধুরী জমিদারবাড়ি, লক্ষীপুর উপজেলার হামছাদি 
ইউনিয়নের পূর্ব পাশ দিয়ে আধা কিলোমিটার গেলেই জমিদার বাড়ির দেখা মিলবে।
কোথায় থাকবেনঃ লক্ষীপুর জেলায় থাকার মত ভালোমানের হোটেল আছে,
সেখানে থাকতে পারবেন।
কোথায় খাবেনঃ লক্ষীপুর জেলায় হোটেল গুলোতে ভাল মানের খাবার পাওয়া যায়
সেখানে ইলিশ মাছ মজা করে খেতে পারবেন।

লক্ষীপুর জেলার দর্শনীয় স্থান ইসহাক চৌধুরী জমিদারবাড়ি  ইসহাক জমিদারবাড়ি,চট্রগ্রাম বিভাগের লক্ষীপুর জেলার একটি পুরুনো ঐতিহাসিক জমিদারবাড়ি। লক্ষীপুর সদর উপজেলার উত্তর হামছাদি ইউনিয়নের হাসন্দী গ্রামে অবস্থিত।পাকিস্থান,ভারতে  ব্রিটিশ শাসন চলমান ছিল তখনকার সময়ে লক্ষীপুরে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়।  জমিদার বাড়িটির প্রধান মালিক মনির উদ্দিন ভূঁইয়া।পরবর্তীতে ব্রিটিশদের কাছ থেকে  জমিদারি ক্রয় করেন। ইসহাক চৌধুরী মনির উদ্দিন ভূইয়ার নাতী ছিলনে।প্রায় ১৬একর জায়গার উপর জমিদার বাড়িটি নির্মাণ করা হয়।লক্ষীপুর জেলার দর্শনীয় স্থান গুলোর মধ্যে ইসহাক চৌধুরী জমিদার বাড়িটি অন্যতম।এটি দেখতে বেশ সুন্দর বর্তমানে বাড়ির বেশির ভাগ জায়গায় লতাপাতায় বিল্ডিংয়ের সৌন্দর্য্য হারিয়ে গেছে।  নির্মান কাজে ব্যবহার করা,ইসহাক চৌধুরী জমিদারবাড়ি নির্মাণে ব্যবহার করা হয়েছে  ইট,সুড়কি,রড,রেলবিট,চুন ইত্যাদি।  দেখার মত কী আছে,ইসহাক চৌধুরী জমিদার বাড়িতে,একটি খেলার মাঠ,দিঘী,মসজিদ, বাড়িটির চারপাশে সুপারি বাগান রয়েছে।  কিভাবে যাবেনঃ বাংলাদেশের যেকোন প্রান্ত হতে খুব সহজে লক্ষীপুর জেলায় বাস দিয়ে  যাতায়াত করা যায়। ইসহাক চৌধুরী জমিদারবাড়ি, লক্ষীপুর উপজেলার হামছাদি  ইউনিয়নের পূর্ব পাশ দিয়ে আধা কিলোমিটার গেলেই জমিদার বাড়ির দেখা মিলবে। কোথায় থাকবেনঃ লক্ষীপুর জেলায় থাকার মত ভালোমানের হোটেল আছে, সেখানে থাকতে পারবেন। কোথায় খাবেনঃ লক্ষীপুর জেলায় হোটেল গুলোতে ভাল মানের খাবার পাওয়া যায় সেখানে ইলিশ মাছ মজা করে খেতে পারবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪