pending in print Queue কি- Passport কবে পাব
pending in print Queue কি- Passport কবে পাব? Print queue meaning
ই-পাসপোর্ট কোন রকম ঝামেলা ছাড়াই ঘরে বসে অনলাইনের মাধ্যমে পাসপোর্টের আবেদন করা যায়।
E passport আবেদনের পর ডেলিভারির আগ মুহুর্তে বেশ কয়েকটি ধাপ পার করে আপনার পাসপোর্টটি
হাতে পাবেন। Pending in print queue পাসপোর্টের অন্যতম একটি অপশন। আমার লেখাটির
মাধ্যমে pending in print queue সম্পর্কে আলোচনাটি মন দিয়ে
পড়ুন সকল সমস্যার সমাধান
লেখাটিতে পাবেন।
Pending print queue মানে কী
ই পাসপোর্ট আবেদন করার পর আপনার পাসপোর্ট কতদিনের মধ্যে হাতে পাবেন।
এটা নিয়ে চিন্তায় থাকেন।ইন্টারনেটের যোগ ইচ্ছে করলেই আপনার পাসপোর্টের
বর্তমান অবস্থা দেখতে পারেন।হঠাৎ যদিpending in print queue লেখাটি
দেখে চিন্তার কোন কারন নাই পাসপোর্টের ধারাবাহিক
একটি নিয়ম পেন্ডিং ইন প্রিন্ট কোয়ার।
Pending in print queue বাংলা অর্থ কী
pending in print queue মানে হল মুদ্রণ সারিতে মুলতবি, সহজ বাংলায় এর অর্থ
হল আপনার পাসপোর্ট ইতিমধ্যে প্রিন্ট হওয়ার জন্য প্রক্রিয়ার রয়েছে।
Passport printing process
E-passport Final Approval আঞ্চলিক পাসপোর্ট পরিচালকের অনুমতির পর সরাসরি pending print
অপশনে চলে যায়।পাসপোর্ট প্রিন্টের কাজ শেষ হয়ে গেলে passport quality control অপশনে চলে আসে,
ধারাবাহিক ভাবে,পাসপোর্টটি আঞ্চলিক পাসপোর্ট অফিসে পোস্ট অফিসে চলে আসার অপেক্ষায় থাকে।
pending in print queue,৭ দিনের মধ্যে পাসপোর্ট নিতে পারবেন আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে।
যেহেতু আপনার পাসপোর্ট মুদ্রণের জন্য অপেক্ষামান দ্রত পাসপোর্ট প্রিন্ট হয়ে
আঞ্চলিক পাসপোর্ট অফিসে চলে যাবে।
যেহেতু আপনার পাসপোর্ট মুদ্রণের জন্য অপেক্ষামান দ্রত পাসপোর্ট প্রিন্ট হয়ে
আঞ্চলিক পাসপোর্ট অফিসে চলে যাবে।
ভিডিওটি দেখুন