বিরিশিরি স্বচ্ছ জলের লেক ,দূর্গাপুর

চীনামাটির পাহাড় দেখতে ঘুরে আসুন বিরিশিরি থেকে


বিরিশিরি (Birishiri) নেত্রকোনা জেলার দূর্গাপুর গ্রামে বিরিশিরি অবস্থিত।স্বচ্ছ হ্রদের নীল পানি ও  চিনা মাটির সৌন্দর্য্য উপভোগ করতে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন অসংখ্য পর্যটক ছুটে আসে  নেত্রকোনা জেলার ঐতিহ্যবাহি গ্রাম দুর্গাপুরে বিরিশিরি দেখতে।


বিরিশিরতে যা দেখতে পাবেন, এখানে একটি হ্রদ রয়েছে হ্রদের পানি স্বচ্ছ ও নীল, দু পাশের লেকের পাড় সাদা ও বাদামি কালারের মাঠির দিকে থাকালে চোখ জুড়িয়ে যায়।আকাশের রংয়ের সাথে বিরিশিরি স্বচ্ছ জলের কালার পরিবর্তন হয়।চিনামাটির পাহাড় সমতল ভূমি থেকে ১৬ ফুট উচ্চতা ও ১৬০ ফুট দৈর্ঘ্য হ্রদ।বিরিশিরি যখন চারদিকে পর্যটক শূন্য থাকে চারদিকে এক ধরনের নিস্তব্ধতায় তৈরি হয়।

 


নেত্রকোনায় আরও যা দেখতে পাবেন
চিনামাটির পাহাড়, বিরিশিরি সচ্ছ হ্রদের জল, সোমেশ্বর নদী ও কাশফুল বন, রাণীখং গির্জা, কমলা রাণীর দিঘী, গারো কালচ্যারাল একাডেমি, গারো, হাজং, নৃ গোষ্ঠী,যোশেফের গীর্জা সহ বেশ কিছু দর্শনীয় স্থান নেত্রকোনা জেলায় রয়েছে এই গুলো ঘুরে আসতে পারেন সময় পেলে।


কিভাবে যাবেনঃ ঢাকার সায়েদাবাদ মহাখালী

বাসস্ট্যান্ড থেকে দূর্গাপুরের উদ্দেশ্যে নিয়মিত বাস যাতায়াত করে।দূর্গাপুর থেকে একটি ছোট নদী পারি দিলেই বিরিশিরি যাওয়া যায়।


কোথায় থাকবেনঃ দূর্গাপুর যেহেতু পর্যটন স্পর্ট এখানে পর্যটকদের থাকার সু-ব্যবস্থা রয়েছে। 
কোথায় খাবেনঃএখানে ভালমানের খাবার পাওয়া যায় দুপুরে খাবার এখানেই খাওয়া যাবে।



 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪