শিমুল বাগান - সুনামগঞ্জ

যাদুকাটা নদীর পাড়ে বিশাল শিমুল বাগান


শিমুল বাগান (Shimul Bagan) সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পাড়ে মানিগাঁও গ্রামের  এলাকায় প্রায় একশত একর জমির মধ্যে বিশাল শিমুল বাগান লাগানো হয়েছিল ১৪ বছর পূর্বে। স্থানীয়  ব্যবসায়ী জয়নাল আবেদিন বাগানটি শখের বসে লাগান। যাদুকাটা নদীর পাড়ে বিশাল শিমুল বাগান দেখতে প্রতিদিন অসংখ্য পর্যটক ছুটে আসে।


ফালগুন মাসে শিমুল গাছের ফুল ফুটে তখন সারি সারি গাছ এবং ফুলের সৌন্দর্য্য উপভোগ করতে বেশ ভাল লাগে। পর্যটকদেরা শিমুল বাগানে প্রবেশ করতে হলে টিকেট কেটে প্রবেশ করতে হয়। পরিচালনা টিম জনপ্রতি টিকেট মূল্য ৩০ টাকা নির্ধারণ করেছে। শিমুল বাগানে দর্শনার্থীদের জন্য বেশ কিছু ইভেন্ট রয়েছে। সেগুলো টাকার মাধমে উপভোগ করতে হয়। এর মধ্যে অন্যতম হচ্ছে শিমুল ফুল দিয়ে ছবি তুলা, ঘোড়া দৌড়ানো ইত্যাদি। শিমুল বাগান দেখার পাশাপাশি সেখানে আরও বেশ কিছু পর্যটন স্পর্ট রয়েছে, শিমুল বাগানের কাছে বারেক টিলা  পায়ে হেঁটে যাওয়া যায়। বারেক টিলার পাশেই রয়েছে যাদুকাটা নদী, শারফিনের মাজার, বারেক টিলা থেকে মোটর সাইকেল যোগে  নীলাদ্রি লেক যাওয়া যায়। সেখানে আরও বেশ কিছু পর্যটন স্পর্ট রয়েছে।


যেভাবে যাবেন: রাজধানী ঢাকার সায়েদাবাদ, মহাখালী ব্যাস ষ্টান্ড থেকে নিয়মিত সুনামগঞ্জ জেলা শহরে ছেড়ে যায় বাস। ঢাকা টু সুনামগঞ্জ গাড়ি ভাড়া জনপ্রতি  ৪৫০ - ৫৫০ টাকা। সুনামগঞ্জ জেলা শহর বাস ষ্টান্ড থেকে একটু দূরে ব্রীজ থেকে নিয়মিত শিমুল বাগানের উদ্যেশে সি এন জি মোটর সাইকেল যাতায়াত করে। মোটর সাইকেল বা সি এন জি দিয়ে প্রথমে লাউয়েরগড় বাজারে যাবেন। ভাড়া জনপ্রতি সি এন জি ১২০ টাকা মোটর সাইকেল জনপ্রতি ভাড়া ১৫০ টাকা।  লাউয়ের গড় বাজার থেকে পায়ে হেটে যাদুকাটা নদীর কেয়া ঘাটে যাবেন। কেয়া পার হলেই শিমুল বাগান এরিয়া দেখতে পাবেন। কেয়া ভাড়া জনপ্রতি ১০ টাকা।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪