পাহাড় বিলাস, সুনামগঞ্জ

pahar bilas sunamganj tourist place 

সুনামগঞ্জে নতুন একটি পর্যটন এলাকার আত্বপ্রকাশ ঘটল পাহাড় বিলাস নামে।প্রকৃতির অপরুপ সৌন্দর্য্যে জায়গাটিকে পর্যটকদের কাছে আকর্ষণী করতে উদ্যোগ গ্রহন করছে বিশ্বম্পুর উপজেলা ইউনো। প্রকৃতিকে উপভোগ করতে আধুনিকতার ছোঁয়া দিয়েছেন।পাহাড় বিলাস' চেংবিল বা হেচেংডু যে নামেই বলেন সেটা বিষয় নয় শুধু প্রকৃতিকে দেখার মতো চোখ নিয়ে যান। বিকেলের দিকে গেলে পরিবেশটা ভালো লাগবে।


যেভাবে যাবেন: পাহাড় বিলাস সুনামগঞ্জ বিশ্বম্ভপুর উপজেলার মথুরকান্দি বাজারের পাশেই সীমান্ত এলাকায়। সুনামগঞ্জ সুরমা সেতু থেকে বিশ্বম্ভপুর সড়ক দিয়ে যাবেন চালবন্দ পয়েন্ট, যাওয়ার আগে ডানদিকে বাগবেড় সড়ক আছে, সে দিকে প্রবেশ করবেন। যে কাউকে জিজ্ঞেস করলে মথুরকান্দি বাজারে যাওয়ার কথা বললে দেখিয়ে দিবে। মথুরকান্দি বাজারের পাশেই চেংবিল(পাহাড় বিলাস) অবস্থিত।

বাইকে অথবা সিএনজি/ কারও নিতে পারেন।সড়কের বেশ কিছু জায়গায় ভাঙ্গা আছে তবে সেটা সহনীয়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪