পদ্মছড়া লেক কমলগঞ্জ
পদ্মছড়া লেক, চা বাগানের মাঝে অবস্থিত। ভ্রমণ প্রিপাসুরা পাহাড়ি আকাঁ-বাকাঁ পথ ধরে যাওয়ার সময় তিন কুড়ি পাতার সবুজের সমারোহ দেখতে পায়।পাহাড়ের বুকে বিস্ময়কর পদ্মছড়া লেক, পর্যটনে, নতুন আকর্ষণ মৌলভীবাজার জেলার উঁচু নিচু টিলার চা - বাগানের সৌন্দর্য্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্তর হতে প্রতিদিন অসংখ্য পর্যটক ছুটে আসে। সিলেট বিভাগের অন্যতম টুরিস্ট স্পট হিসেবে বেশ পরিচিত। মৌলভীবাজার জেলায় রয়েছে শতাদিক পর্যটন স্পট। এ জেলায় পর্যটকদের আনাগোনার প্রধান কারন এখানে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান।
পদ্মছড়া লেক গত কয়েক বছর যাবত পর্যটকদের হাতছানি দিয়ে ডাকছে পদ্মছড়া লেকের সৌন্দর্য্য উপভোগ করতে। প্রতিদিন দর্শনার্থীদের আনাগোনায় মুখরিত থাকে। পদ্মছড়া লেকটি দেখতে সাজেকের পাহাড়ের মত লাগে।দূর পাহাড়ে মেঘের খেলা দেখা মিলে।তবে পদ্মছড়াই পদ্ম নেই। এই প্রশ্নটি আপনার মাথায় আসতেই পারে,লেকটির নাম পদ্মছড়া তাই এখানে কোন পদ্মফুল ফুটে না।
পদ্মছড়া লেক পর্যটকেরা যা দেখতে পায়, পাহাড়ে আকাঁ - বাকাঁ পথ পাড়ি দিয়ে যাওয়ার সময় চা বাগানের সৌন্দর্য্য চোখে পড়ে।হারিয়ে যেতে মন চায় প্রকৃতির স্বর্গে।পদ্মছড়া লেকটির চা বাগানের মধ্যে অবস্থিত হওয়ায় এখানে পর্যটকদের আগে ততটা আনাগোনা ছিল না।২০২১ সালের পর থেকে পদ্ম ছড়া লেকের সৌন্দর্য্য উপভোগ করতে এখন প্রতিদিন অসংখ্য পর্যটক ছুটে আসে প্রকৃতির প্রেমের টানে।লেক থেকে চা বাগান গুলোর উচ্চতা প্রায় ৫০ ফুটের উপরে দুপাশে চা বাগান মধ্য দিয়ে প্রবাহিত স্বচ্ছ পানির লীলাখেলা দেখতে বেশ ভাল লাগে কিছু সময় বিশুদ্ধ বাতাসে নিঃশ্বাসে ব্যস্ত জীবনের ক্লান্তি দূর হয়ে যায়।পদ্মছড়া লেক দেখার পাশাপাশি আশে পাশে আরও বেশ কয়েকটি পর্যটন স্পট রয়েছে লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, চা গবেষনা ইন্সটিটিউট, আনারস বাগান, লেবু বাগান, পাহাড়ি আদিবাসীদের জীবনযাত্রা দেখতে পাবেন।
কিভাবে যাবেন, মৌলভীবাজার জেলার কলমগঞ্জ উপজেলায় পদ্মছড়া লেকের অবস্থান।কলমগঞ্জ উপজেলা থেকে টমটম, সি এন জি দিয়ে খুব সহজে যাতায়াত করা যায়। বাংলাদেশের যে কোন যায়গা থেকে বাস, ট্রেইন যোগে পদ্মছড়া লেকে যাওয়া যায়।
ট্রেইন দিয়ে যাতায়াত, সুবিধা বেশি তাই রাজধানী ঢাকা থেকে সরাসরি ট্রেইন দিয়ে শ্রীমঙ্গল রেল স্টেশনে আসতে হবে। শ্রীমঙ্গল থেকে সি এন জি বা লোকাল বাস দিয়ে কলমগঞ্জ উপজেলায় যাওয়া যায়।
বাস দিয়ে যাতায়াত,রাজধানী ঢাকা থেকে মৌলভীবাজার গ্রামী বাদ দিয়ে আসতে পারবেন।
ভাড়াঃ৫০টাকা অথবা কুলাউড়া থেকে ও যাতায়াত সুবিধা রয়েছে।