ড্রিম ওয়ার্ল্ড পার্ক নোয়াখালী


 


Dream World park Noakhali শহরে পাশে গড়ে তুলা হয়েছে দৃষ্টি নন্দন নান্দনিক পার্ক।ড্রিম ওয়াল্ড পার্ক বিদেশের আদলে তৈরি।নোয়াখালী আশে পাশের,জেলা থেকে এখানে ছুটে আসে সৌন্দর্যউপভোগ করতে।সকল বয়সের পর্যটকদের জন্য গড়ে তুলা হয়েছে পার্কটি।ভ্রমণ পিপাসুরা উপভোগ করার জন্য প্রতিটি ইভেন্টে রয়েছে আকর্ষণীয় বিনোদনে ভরপুর।বন্ধু-বান্ধব,পরিবার নিয়ে নিরাপদে অবসর সময় কাটানোর সুবর্ণ সুযোগ।ড্রাম ওয়াল্ড পার্কের(Dream World park) নান্দনিক সৌন্দর্যে হারিয়ে যেতে মন কাড়ে বিনোদনের রাজ্যে।কৃত্রিমভাবে সাজানো পার্কটি একবার গেলে আবারও যেতে ইচ্ছে করবে।


ড্রাম ওয়াল্ড পার্কে কি কি আছে?
ডিজে গানের তালে তালে সুইমিংপুলের পানিতে দূল খেলে ভ্রমনপিপাসুরা।রোলারকোস্টার,পার্টি হল রুম,সুইং চেয়ার, হেলিকপ্টার,শিশু ট্রেইন,ফ্যামিলি ট্রেইন,মেরিগো রাইড,সোয়ান বোট,ফ্যারিস হুইল,নাগরদৌলা, পাহাড়, লেক,কারপার্কিং,পিকনিক স্পট সহ বেশ কিছু দারুন ইভেন্ট রয়েছে নোয়াখালীর ড্রিম ওয়াল্ড পার্কে।ডিম ওয়াল্ড পার্ক প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৭টা পর্যন্ত খোলা থাকে।পার্কের প্রবেশ মূল্য ১৫০ টাকা।ডিম ওয়াল্ড পার্কের অবস্থান নোয়াখালী জেলার ধর্মপুরে Noakhaliবিশ্ববিদ্যালয়ের পাশে ২৫ একর
 জায়গা জুড়ে গড়ে তুলা হয়েছে বিশাল পার্ক।


কিভাবে যাবেন:বাংলাদেশের যে কোন যায়গা থেকে বাস,ট্রেইন অথবা নৌপথ দিয়ে নোয়াখালী জেলায় যেতে পারবেন।
ভাড়া ৪৫০/৫০০টাকা নোয়াখালীর মাইজি থেকে রিক্সা যোগে ধর্মপুরে ২০টাকায় যেতে পারবেন।


থাকার ব্যবস্থা নোয়াখালী বেশ কিছু ভাল মানের হোটেল আছে সেখানে থাকতে পারবেন।

কোথায় খাবেন:নোয়াখালী শহরে ভাল মানের হোটেল আছে সেখানে খেতে পারবেন।






এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪