মাইজদী পৌর পার্ক

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মাইজদী পৌর পার্ক বড় দিঘী


কোর্ট বিল্ডিং দীঘি,নোয়াখালী জেলার মাইজদী শহরের প্রাণ কেন্দ্রে ১৬ একর জায়গাজুড়ে দিঘীর অবস্থান।মাইজদী শহর কে রক্ষার জনয়১৯৫০সালে রাক্ষুসী মেঘনা নদীর ভাঙ্গন থেকে রক্ষার জন্য দিঘী খনন করা হয়।


মাইজদী পৌর পার্ক


পর্যটকদের জন্য গড়ে তুলা হয়েছে”দৃষ্টিনন্দন পৌর পার্ক ও বড় দীঘি।

স্থানীয় বাসীন্দারা অবসর সময় কাটানোর জন্য সকল বয়সের হাজার
মানুষ ছুটে আসে।


দীঘিতে ভাসমান লাল শাপলা নান্দনিক

সৌন্দর্যে ভিন্ন মাত্রা যোগ করেছে।সকাল সন্ধ্যা মুখরিত থাকে পাখির

কলকাতনিতে দিঘী কে ঘিরে চারপাশে গড়ে তুলা

হয়েছে নান্দনিক সৌন্দর্যে ভরপুর,সরকারী স্থাপনার


পাশাপাশি এখানে গড়ে তুলা হয়েছে পৌরপার্ক।

দিঘীর পাশে প্রতি বছর কচি-কাঁচার মেলা অনুষ্ঠিত হয়।

আধুনিক পৌরপার্কে কফি হাউজ,মিনি চাইনিজ,সুস্বাদু খাবারের দোকান রয়েছে।


 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪