বজরা শাহী মসজিদ নোয়াখালী

বজরা শাহী মসজিদ,মুগল সম্রাট মুহাম্মদ শাহের রাজত্বকালে ১৭৪১-১৭৪২খ্রিস্টাব্দে আমান উল্লাহ কর্তৃক নির্মিত।বজরা জমিদার খান বাহাদুর ১৯১১ থেকে ১৯২৮ সালের মাঝামাঝি,খান বাহাদুর মুজির উদ্দিন ব্যাপকভাবে মসজিদটি মেরামত করেন।



বশরা শাহী মসজিদ নোয়াখালী,বজরা শাহী মসজিদ,বজরা শাহী মসজিদ, সোনাইমুড়ী, নোয়াখালী,


মসজিদ নির্মাণে,ইট,রট,সুড়কি,সিরামিক্সস ব্যবহার করা হয়েছে।নান্দনিক কারুকার্যময়
মসজিদের দিকে তাকালে অসাধারণ লাগে।বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর মসজিদের
দেখাশোনার পাশাপাশি সংস্কার করে থাকে।


          

বজরা শাহী মসজিদের স্থাপত্যশৈলী

উত্তর-দক্ষিনে লম্বা,চার কোনায় অষ্টভুজাকৃতির বুরুজ রয়েছে।মসজিদের পূর্বে ৩টি,উত্তর ও দক্ষিণে ১টি করে মোট ৫টি দরজা রয়েছে।দরজার বাইরের দিক কারুকার্যে ভরপুর।দরজার বাইরে সরু ৩টি  মিনার রয়েছে।

দুটি মেহরাব রয়েছে একটি মেহরাব অপেক্ষাকৃত বড়।দুটি কক্ষ আড়ায়াড়ি।ছাদ,খিলান,ছাদের উপর

তিনটি ক্ষুদ্রাকৃতির গম্ভুজ,পদ্ম ও কলস,দ্বারা সজ্জিত। 


অবস্থান সোনাইমুড়ী উপজেলার,বজরা ইউনিয়নে নান্দনিক সৌন্দর্যের অধিকারী মসজিদের অবস্থান।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪