জাদিপাই ঝর্ণা বান্দরবান

বাংলাদেশের বান্দরবান জেলা দুর্গম পাহাড়ি অঞ্চলে পর্যটকদের কাছে আকর্ষণীয় স্পট রয়েছ।বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন অসংখ্য পর্যটক ছুটে চলে আসে,বান্দরবান জেলার সৌন্দর্য উপভোগ করতে।

জাদিপাই ভ্রমন বাকলাই ঝর্ণাjadipai waterfall bandarban চিংড়ি ঝর্ণা বান্দরবান ঝর্ণা বাংলাদেশের ঝর্ণা  জাদিপাই ঝর্ণা

এখানে রয়েছে উচুঁ উচুঁ পাহাড় ঝর্ণা নদীর সম্মলিত বান্দরবানের সৌন্দর্য্য ফুটে উঠেছে।যদিপাই ঝর্ণা বান্দরবান জেলার রুমা উপজেলায় অবস্থিত।বান্দরবানের দূর্গম পাহাড়ের মধ্যে প্রশস্ত ঝর্ণা এটি। উপরের পাহাড় থেকে ঝর্ণার উৎপত্তি সারা বছর ঝর্ণা দিয়ে পানি প্রবাহিত হয়,তবে বর্ষায় ঝর্ণার যৌবন ফিরে আসে।সাঙ্গু নদীতে যাদিপাই ঝর্ণার পানি মিশে সাগরে চলে যায়। দুর্গম পাহাড় অঞ্চলে আরও অনেক ঝর্ণা রয়েছে।


কিভাবে যাবেন:ঢাকার সায়েদাবাদ,মহাখালী,ফকিরাপুল থেকে বান্দরবান আসতে হবে।বান্দরবান থেকে রুমা উপজেলা হয়ে বগালেক দিয়ে কেওক্রাডাং পাহাড় হয়ে জাদিপাই ঝর্ণায় যেতে হবে।
কোথায় খাবেন:জাদিপাই ঝর্ণা দেখতে গেলে কেওক্রাডাং পাহাড়ের আদিবাসী পাড়ায় কটেজ আছে,সেখানে রাত্রি যাপন করতে পারবেন।কটেজ ভাড়া ১০০-৩০০টাকার মধ্যে হবে।
কোথায় থাকবেন:কেওক্রাডাং পাহাড়ি আদিবাসি কটেজে থাকলে আদিবাসীদের কাছ থেকে খাবার কিনে খেতে পারবেন।




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪