ডিম পাহাড় বান্দরবান

বাংলাদেশের সম্ভাবনাময় পর্যটনশিল্প ক্রমান্বয়ে বড় হচ্ছে। বান্দরবান জেলায় অসংখ্য ছোট-বড়

পর্যটন স্পট রয়েছে,এখানে বছরের যে কোন সময় মানুষের আনাগোনা থাকে পাহাড়ের সৌন্দর্য্য

উপভোগ করতে।বাংলাদেশের সেরা তিনটি সর্বোচ্চ পর্বত রয়েছে বান্দরবানে,দূর্গম এই জেলাটি 

বাংলাদেশের সীমান্তবর্তী হওয়ায় এখানে পাহাড়ের গহীনে যেতে বাংলাদেশ সেনাবাহিনীর অনুমিত।





কি দেখতে পাবেন।

ডিম পাহাড় বৃত্তের মত গোলাকার দেখতে অনেক টা ডিমের মত দেখা যায়,তাই স্থানীয়রা এটি কে

ডিম পাহাড় নামে ডাকে।ডিম পাহাড়ের সৌন্দর্য্য  মেঘে ঢাকা সাদা আকাশ,পাহাড়ি পথ পাড়ি দিয়ে

পাহাড়ের বুকে সবুজের লীলা খেলা দেখতে পাবেন।ডিম পাহাড়ে যতটুকু সময় থাকবেন ততটুকু সময়

বিশুদ্ধ বাতাস উপভোগ করতে পারবেন।


ডিম পাহাড় সমতল ভূমি থেকে আড়াই হাজার ফুট উঁচুতে হওয়ায় পর্যটকদের কাছে পাহাড় টি ট্রেকিং

করতে তাদের কাছে  প্রিয় স্থান।এক সময় ডিম পাহাড়ে যাতায়াত করতে কস্ট হত, বাংলাদেশ সেনাবাহিনী 

রাস্তা নির্মান করার ফলে ডিম পাহাড়ে যাতায়ত করতে সহজ. বর্তমানে ভ্রমনপ্রিয়রা পাহাড়ে যেতে পারে।


ডিম পাহাড় পর্যটন শিল্পে পরিণত করতে বাংলাদেশ সেনাবাহিনীর বিশাল অবদান রয়েছে অক্লান্ত পরিশ্রম করে সড়ক নির্মাণ করেছে. প্রায় ৩৫কিলোমিটার দীর্ঘ রাস্তা ১২০ কোটি টাকা ব্যয় হয়েছে।ডিম পাহাড়ের উপর দিয়ে আলীকদম-থানচি আঞ্চলিক সড়ক বাংলাদেশের সব থেকে উঁচু রাস্তা আলীকদম থেকে রাস্তার উপরের দিকে উঠতে ডিম পাহাড় উচ্চতা ২৫০০ফুট।


কিভাবে যাবেন

রোড১: ঢাকা থেকে বান্দবান সড়ক পথে চলে আসতে পারেন। সেখান থেকে লোকাল বাসে করে থানচি বাজার যেতে হবে।থানচি থেকে ডিম পাহাড়ে চান্দের গাড়ী বা মোটর বাইকে করে যাওয়া যায় সহজে।


রোড২:ঢাকা থেকে চট্রগামে -কক্সবাজার সড়কের চকরিয়া বাস টার্মিনালে নামতে হবে।

ভাড়া ৭৫০টাকা।

চট্রগাম থেকে চকরিয়া জনপ্রতি ভাড়া ১৭০টাকা।

চকরিয়া থেকে আলী কদমে জিপে বা চান্দের গাড়িতে করে যেতে পারবেন।

ভাড়া ৬৫টাকা। 


কোথায় থাকবেন

বান্দরবানে ভাল মানের হোটেল আছে সেখানে থাকতে পারবেন, অথবা চট্রগামে আসলে সেখানে  থাকার জন্য ভাল মানের হোটেল আছে।

কোথায় খাবেন

বানরবানে ইচ্ছা করলে খেতে পারবেন।


 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪