শবে কদর রাতের ইতিহাস


শবে কদর শব্দটি ফার্সি যার অর্থ পবিত্র রজনী।শবে কদর রজনী অন্যান্য  রাতের মত কোন  সাধারন  রাত না। রাতটি হযরত মুহাম্মদ(সাঃ) এর উম্মতের জন্য রয়েছে উত্তম প্রতিদান। শবে কদর রজনীতে বান্দা  ইবাদত বন্ধিগী করলে আল্লাহ পাক বান্দার জন্য আগামী শবে কদর রাত আসার আগ পর্যন্ত সকল পাপ মুছে দেয়,যদি আল্লাহপাকের কাছে সঠিকভাবে তাওবা করে।

শবে কদরের ইতিহাস?
৬১০ সালে শবে কদর রাতে মক্কার নুর পর্বতের হেরা গুহায় নবী করিম (সাঃ)ধ্যানমগ্ন ছিলেন,
এ রাতে আল্লাহর পক্ষ থেকে সর্ব প্রথম কুরআন নাজিল করেন,এবং কুরআনের প্রথম সুরা আলাকের পাচঁটি আয়াত নাজিল হয়।শবে কদর রাতের উপর কুরআনে একটি সুরা রয়েছে লাইলাতুলকদর নামে। পরবর্তীতে নবী করিম (সাঃ)নবুয়াতের দীর্ঘ ২৩ইশ বছরে বিভিন্ন প্রক্ষাপটে কুরআনের ৩০পারা নাযিল হয়।

শবে কদরে কি ইবাদত করতে হয়?
শবে কদর রজনী বছরের অন্যান্য রাতের চেয়ে বেশি মর্যাদাসম্মপূর্ণ হওয়ায় এ রাতে বেশি বেশি  নফল নামাজ আদায় ও কুরআন তেলয়াতের মাধ্যমে মুসলমানরা পালন করে।ইশার নামাজের পরে,১২/১৬/২০ রাকাত নফল নামাজ আদায় করে অনেক মুসলমান। শবে কদর রজনীর ১৫দিন পর পবিত্র রমযান মাস শুরু হয়।
















এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪