বাইক্কা বিল

বাইক্কা বিল জলাভূমি অভয়ারণ্য

মৌলভীবাজার জেলায় প্রায় ১০০ হেক্টর জায়গাজুড়ে বিস্তৃত বাইক্কা বিল। ২০০৩ সালে মসৎঅধিদপ্তর হাওরটিকে মসৎ উৎপাদনের অভয়আশ্রম হিসেবে ঘোষনা করেন।এখানে বিভিন্ন প্রজাতি মাছের বংশ বৃদ্ধি করে আড়ই,কনি,পাবদা,ফেনি,রুইমাছ,কাতলা,চিতল,বোয়াল,ফলি  বাইক্কা বিলের প্রধান মাছ।মাছ গুলো বংশবিস্তার করার পর মাছের পোনা পুরু হাওরে ছড়িয়ে যায়।

বাইক্কার বিল পাখিদের অভয়আশ্রম হিসেবে পরিচিত।এখানে অনেক প্রজাতির পাখির দেখা মিলে.
বক, পাতি হাঁস, শালিক,ময়না,দোয়েল,টিয়া পাখি সহ বিভিন্ন প্রজাতির পাখির মিলনমেলা
এখানে দেখা যায়।


শীতের সময় অথিতী পাখির অয়আশ্রম বাইক্কার বিল,৩ মাসের জন্য বসতী স্হাপন করে, তখন হাওরের চিত্র বদলে যায়।পাখির কলকাকলীতে পুরু হাওরে পাখির বাসা থাকে হাওরের এক প্রান্ত থেকে অন্য-প্রান্তে ছুটে চলে পাখিরা।


বাইক্কা বিলে কি দেখার আছে? বাইক্কা বিলের মধ্যে অসংখ্য পদ্মপাতার ফুল ফুটে,বাইক্কা বিল কে পদ্মপাতার বিল  বলে থাকে স্থানীয়রা। বিলের মাঝে পাখির কলকাতনী চোখে পড়ে, শুকনা মৌসুমে বিলের পানি শুকিয়ে যায়,যার ফলে মাছগুলো এক পাশ থেকে অন্যপাশে ছুটা ছুটি করি।


কিভাবে যাবেন: মৌলভীবাজার শহর থেকে সি এন জি দিয়ে জগতশী গেলেই বাইক্কা বিল দেখা যাবে।

মৌলভীবাজার শহর থেকে শাহ বন্দর সি এনজি দিয়ে যেতে হয়,শাহ বন্দরের পাশেই বাইক্কাবিল।




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪