মাদারীপুর জেলা
মাদারীপুর জেলা,
বাংলাদের অন্যতম ঢাকা বিভাগের প্রশাসনিক জেলা।
মাদারীপুর জেলার মানচিত্র?উত্তরে ফরিদপুর ও মুন্সিগঞ্জ জেলা,পূর্বে শরিয়তপুর জেলা,
দক্ষিণে গোপালগঞ্জ ও বরিশাল জেলা,পশ্চিমে ফরিদপুর ও শরিয়ত পুর জেলা অবস্থিত।
বাংলাদের অন্যতম ঢাকা বিভাগের প্রশাসনিক জেলা।
মাদারীপুর জেলার মানচিত্র?উত্তরে ফরিদপুর ও মুন্সিগঞ্জ জেলা,পূর্বে শরিয়তপুর জেলা,
দক্ষিণে গোপালগঞ্জ ও বরিশাল জেলা,পশ্চিমে ফরিদপুর ও শরিয়ত পুর জেলা অবস্থিত।
পঞ্চদশ শতাব্দীর সুফি সাধক কুতুব-ই-জাহান হযরত বদিউদ্দীন আহমেদের নাম অনুসারে মাদারীপুর
জেলার নামকরণ করা হয়েছে।
শাহ মাদার, ইসলাম প্রচার করতে সিরিয়া থেকে বাংলাদেশের মাদারীপুরে আসেন.
বদিউদ্দীন আহমেদের মাদানীপুর থেকে মাদারীপুর নামকরণ করা হয়।
প্রাচীনকালে মাদারীপুর জেলা পূর্বাংশ ইদিলপুর ও পশ্চিম অংশ কোটালীপাড়ার অধিনে ছিল।
চতুর্থ শতকে ইদিলপুর ও কোটালীপাড়া ব্যবসা-বানিজ্যের জন্য বিখ্যাত ছিল।
১৯৮৪ সালে মাদারীপুর মহকুমা ভেঙ্গে জেলায় উন্নতি করা হয়।
মাদারীপুর জেলার মোট জনসংখ্যা কত?
১,২১,২১৯৮ জন।
মাদারীপুর জেলায় পুরুষের সংখ্যা কত?
৫,৯৭,৩৭২জন.
মাদারীপুর জেলায় মহিলার সংখ্যা কত?
৬,১৪,৮২৬জন।
মাদারীপুর জেলায় জনসংখ্যাবৃদ্ধির হার কত?
০.১৭%।
পুরুষঃ৪৯.২৯%।
মহিলাঃ৫০.৭১%।
মাদারীপুর জেলায় শিক্ষার হার কত?
৪৮%
মাদারীপুর জেলার সংসদীয় আসন কয় টি?
মাদারীপুর জেলার সংসদীয় আসন৩টি।
মাদারীপুর জেলার উপজেলা সমূহ?
মাদারীপুর জেলা,৫টি উপজেলা নিয়ে গঠিত।
মাদারীপুর উপজেলা সমূহের নাম?
মাদারীপুর সদর উপজেলা.
শিবচর উপজেলা।
কালকিনি উপজেলা।
রাজৈর উপজেলা।
ডাসার উপজেলা।
বদরপাশা থানা,আমগ্রামথানা,বাজিতপুর থানা,হরিদাসদী -মহেন্দ্রদী থানা,হোসেনপুর থানা,ইশিবপুর থানা,
কবিরাজপুর থানা, কদমবাড়ী থানা,খালিয়াথানা,পাইকপাড়া থানা,রাজৈর থানা।
মাদারীপুর জেলায় কয়টি পৌরসভা আছে??
মাদারীপুরে ৪টি পৌরসভা রয়েছে।
মাদারীপুরের পৌরসভার নাম সমূহ কী?
মাদারীপুর পৌরসভা।
শিবচর পৌরসভা।
কালকিনি পৌরসভা।
মাদারীপুর জেলার প্রধান নদ-নদী?
পদ্ম,আড়িয়াল খাঁ,কুমার আপার নদী,কুমার লোয়ার নদী,বিশারকন্দা-বাগান নদী,টর্কি নদী,পালরদী নদী,পালং নদী,মাদারীপুর নদী,মায়াকাটা নদী।
মাদারীপুর জেলার লোক সংস্কৃতি?
গাজীরগান,কীর্তিন,পাচাঁলী,ধুয়া গান,বাউল গান,ধুয়াগান,প্রবাদ প্রবচন,ছড়া,ছিলকা,হেয়ালি,ধাধা,জারিগান।
মাদারীপুরে মতুয়া সম্প্রদায়ের লোক বসবাস করে তাই দুর্গাপূজার সময় মতুয়া সঙ্গীত গেয়ে থাকে মতুয়া সম্প্রদায়ের লোকেরা।
মাদারীপুর জেলা বিখ্যাত কেন?
মাদারীপুর জেলা মূলত খেজুর,গুড়,রসগোল্লার জন্য বিখ্যাত, মাদারীপুরে এই খাবার গুলো কম বেশি সবার কাছে পরিচিত।
মাদারীপুর জেলার প্রধান শস্য কী?
ধান,পাট,শরিষা,আখ।
মাদারীপুর জেলার বিখ্যাত খাবার?
খেজুর,গুড়,রসগোল্লা।
মাদারীপুর জেলার রপ্তানী পন্য কি?
পাট ও পাটজাতদ্রব্য।খেজুরের গুড়।
মাদারীপুরে বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে এ জেলায় কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে।
মাদারীপুর জেলার দর্শনীয় স্থান?
এ জেলার দর্শনীয় স্থান গুলো হল
আউলিয়াপুর নীল কুঠির,শীলাচর।
কুলপদ্দি জমিদার বাড়ি।
খালিয়া জমিদারবাড়ি।
ঝাউদিগিরি।
পর্বতের বাগান,মস্তুফাপুর।
প্রণবানন্দের মন্দির,মস্তফাপুর।
শুকুনী দিঘী,মাদারীপুর।
সেনাপতি দিঘী।
মিঠাপুর জমিদারবাড়ি।
মাদারীপুরের প্রধান খেলাধুলা কি কি?
হা-ডু-ডু,গোল্লাছুট,লুকোচুরি,হ্যান্ডবল,কাবাডি সহ বেশ কিছু খেলা মাদারীপুরের আঞ্চলিক খেলা হিসেবে ধরা হয়।
মাদারীপুরের অর্থনীতি কী?
মাদারীপুরে কৃষিখাত থেকে ৬১.৩৩%এবং অকৃষিখাত থেকে আসে ১৫.৪৫%।পরিবহন ও যোগাযোগ থেকে ২.২৭%আসে।নির্মাণ ১.৭১% ধর্মীয় সেবা থেকে ০.২%,চাকুরি থেকে ৭.২৭%,
রেমিটেন্স থেকে ০.৮৭%,এবং অন্যান্য আসে ৭.৪৮%
যোগাযোগব্যবস্থা ঢাকা থেকে ৮৯ কিলোমিটার দূরে অবস্থিত।এ জেলায় সড়ক ও নৌপথে যাতায়াত করা যায়।
You are 100% safe and secure while visiting ordinaryit.com website. Your connection (for example: Password, Credit card numbers and other sensitive information) is private and encrypted when it is sent to this site's server.
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন