জাফলং,সিলেট



বাংলাদেশের পুরাতন ও অন্যতম পাথর কোয়ারি,  এখান থেকে বাংলাদেশের অনেক যায়গায় পাথর সরবরাহ করা, জাফলং পাথরের উৎস ভারতের পাহাড় থেকে বর্ষার সময় অনেক পাথর আসে এই গুলো সংগ্রহ করে স্থানীয় পাথর ব্যবসায়ীরা। 

যা দেখতে পারবেনঃ ভারতের মেঘালয় সীমান্ত, ঝুলন্ত ব্রীজ,  বিশাল পাথরের কোয়ারি, ঝর্না, ইত্যাদি।স্বচ্ছ পানিতে প্রান ভরে সারাদিন সময় কাটাতে পারবেন। ভারতের উঁচু পাহাড়,  তবে ভারতের সীমানা যাওয়ার চেস্টা ও করবেন না। কারন সেখানে বাংলাদেশ ভারতের সীমানা দেওয়া আছে প্রর্যটকরা কতটুকু সীমানায় গিয়ে আনন্দ উপভোগ করতে পারবে। 

কখন যাবেনঃ জাফলং বছরের যে কোন সময়ে যাওয়া যায়। 
কিভাবে যাবেনঃ ঢাকা থেকে সিলেট, বাস,ট্রেন,প্লেইন দিয়ে যাতায়াত করা যায়।
বাসস্টান্ডঃ ঢাকার সায়েদাবাদ, মহাখালী থেকে সিলেটের যে কোন বাসে করে যাওয়া যায়.
বাস ভাড়াঃ ৩০০-১২০০ টাকার মধ্যে হবে।
রেললাইনে যাতায়াতঃ ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে সিলেট গামী যে কোন ট্রেনে করে যাওয়া যাবে. ভাড়া ২৫০-৪০০ টাকা হবে।
প্লেইনঃ ঢাকা সিলেট যাতায়াত করে নিয়মিত বিজনেস ক্লাস বিমান ভাড়া অনলাইনে দেখে নিবেন। সিলেট আম্বখানা পয়েন্ট থেকে সিএনজি করে যাওয়া যাবে. জাফলং রোডে নিয়মিত বাস বা সিএন জি যাতায়াত করে  আম্বরখানা থেকে হভাড়া ৫০-৮০ টাকা নিবে জন প্রতি।
থাকার যায়গাঃ সিলেট শহরে অনেক ভাল মানের হোটেল আছে, আপনাদের ইচ্ছামত যে কোন মানের হোটেলে থাকতে পারবেন।
খাবারঃ সিলেট শহরে অনেক ভাল ভাল নামিদামি হোটেল আছে সেখানে খেতে পারবেন।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪