কমলা রাণীর দিঘী

ঐতিহাসিক সাগর দিঘী বানিয়াচং হবিগঞ্জ


হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বড় বাজারের পাশেই অবস্থিত ঐতিহাসিক কমলা রাণীর দিঘী বা সাগর দিঘী।  বিশাল লম্বা দিঘী দেখতে পর্যটকদের আনাগোনায় মুখরিত থাকে যায়গাটি।



হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কমলারাণীর দিঘী (সাগরদিঘী) নামে পরিচিত।৬৬.০০ একর জমির উপর প্রতিষ্টিত দিঘীটি। আয়তনে বাংলাদেশের দ্বিতীয় বৃহত দিঘীটি। 

দ্বাদশ শতাব্দীর সময় রাজা পদ্মনাভ প্রজাদের জলকষ্ট দূর করার জন্য, বানিয়াচং গ্রামের মধ্য ভাগে দিঘী খনন করেন। দিঘী খনন করার পর দিঘীতে পানি না উঠায় রাজা পদ্মনাভ তার প্রিয়তমা স্ত্রী কে বির্সজন দিয়ে দেয়, লোক মুখে শুনা যায়,  তবে এই সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায় নি।রাজার স্ত্রীর নামে এই দিঘীটির নামকরণ করা হয়।  কমলা রাণীর দিঘী।বর্তমানে দিঘীর চারপাশে সাধারন মানুষের বসবাস রয়েছে। 



যেভাবে  আসবেন:  ঢাকার সায়েদাবাদ, মহাখালী থেকে নিয়মিত  হবিগঞ্জ জেলায় বাস যাতায়াত করে। হবিগঞ্জ শহর থেকে বানিয়াচং রোডে গিয়ে,  লোকাল বাস, অথবা সি এন জি যোগে বানিয়াচং বড় বাজারে যেতে হবে। বাজার থেকে কয়েক মিনিট হাঁটার পর সাগর দিঘীতে যাওয়া যায়।

খাবার ব্যবস্থা স্থানীয় বাজারে খাবারের হোটেল রয়েছে ইচ্ছা হলে সেখানে পছন্দমতো খেতে পারবেন। 
হবিগঞ্জ থেকে খুব সহজে যাতায়ত করা যায়, বানিয়াচং থাকার ধরকার নাই দিনে দিনে দিঘী দেখে চলে আসা যায়। 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪