জাতীয় রাজস্ব বোর্ড ই-টিআইএন ,কিভাবে রেজিষ্ট্রেশন করতে হয়.

 E Tin  জাতীয় রাজস্ব বোর্ড ই-টিআইএন কিভাবে রেজিষ্ট্রেশন করতে হয়




করদাতা হিসেবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া দ্রুত সহজতর করতে জাতীয় রাজস্ব বোর্ড -টিআইএন (e-TIN) রেজিষ্ট্রেশন পদ্ধতি প্রবর্তন করেছে। প্রদ্ধতিতে কয়েকটি সহজ ধাপে পেরোনোর মাধ্যমে আপনি পেতে পারেন ১২ ডিজিটের একটি নতুন টিআইএন।

বর্তমানে যাদের টিআইএন আছে, তাদেরকেও নতুন পদ্ধতির টিআইএন এর জন্য রি-রেজিস্টেশন করতে হবে।

এক্ষেত্রে জাতীয় পরিচয় পত্র মোবাইল ফোন নম্বর কোম্পানির RJSC এর নিবন্ধন নম্বর প্রয়োজন হয়। 

কিভাবে রেজিষ্ট্রেশন করতে হয় 

হোম পেজের register বাটনে ক্লিক করলে রেজিষ্ট্রেশন ফরম ওপেন হবে। ফরমের নির্ধারিত শূন্যস্থানগুলো পূরণ শেষে Register বাটনে ক্লিক করুন। 

ফরমে প্রদানকৃত আপনার মোবাইল ফোনে একটি কোড আসবে কোড নাম্বার টি ফাঁকা স্থানে প্রবেশে করানোর পরে ok বাটনে ক্লিক করুন।

ক্লিক করার পর দেখতে পারনবেন আপনার রেজিষ্ট্রেশন হয়ে গেছে। এবার আপনি যে কাজ টি করতে হবে. আপনার তথ্য প্রদান করতে হবে, যেখানে basic information ফরম টি আছে আপনি আপনার ভোটার কার্ড অনুযায়ী ফরম টি পূরণ করুন. 

তারপর go to বাটনে ক্লিক করুন. যখন ফরম পুরুন করা হয়ে যাবে, ফরম টি আবার পুনরায় ভাল করে দেখুন কোন তথ্য দিতে ভুল আছে কিনা। যদি সব ঠিক থাকে তাহলে সাবমিট করুন. ফরম টি সাবমিট করার পর ১২ ডিজিটের একটি পিন নাম্বার দেখতে পাবেন।

আর জানতে visit https://nbr.gov.bd

 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪