লালঘাট ঝর্না, সুনামগঞ্জ

 সুনামগঞ্জের লালঘাট ঝর্ণা


আদিবাসী পল্লীঘেষা মেঘালয় পাহাড় থেকে প্রবাহিত সুনাগঞ্জ সীমান্তের লালঘাট ঝর্না (

Lalghat Waterfalls)প্রকৃতি প্রেমিদের মুগ্ধকরে ঝর্নাটি। তাহিরপুর উপজেলার শ্রী উত্তর ইউনিয়নের বালিঘাট - চারাগাও সীমান্তের মধ্যবর্তী লালঘাট আদিবাসী পল্লীঘেষা মেঘালয় পাহাড় থেকে প্রবাহিতলালঘাট ঝর্না

সুনামগঞ্জ জেলা শহর থেকে ৩৫ কিলোমিটার দুরে  উত্তর-পশ্চিম তাহিরপুর উপজেলা থেকে ১৫ কিলোমিটার দুরে অবস্থিত লালঘাট ঝর্নানৌ পথ রয়েছে উপজেলার সোজা উত্তরমুখী শ্রীপুর উত্তর ইউনিয়নে সীমান্ত ঘেষা লাগোয়া আদিবাসী পল্লী, সীমান্তের ১১৯৬ মেইন পিলার থেকে ভারত - বাংলাদেশের জিরো পয়েন্ট দিয়ে, ভারতের মেঘালয় পাহাড় হতে ঝর্নার সৃষ্টি। পাহাড়ি ঝর্নার পানি অবিরাম গতিতে পাহাড়ের বুক চিরে নিচে নেমে আসে। গ্রামের পশ্চিমে ছড়া হয়ে মিশে যাচ্ছে হাওরের মিঠা পানির সাথে

এখানে বসবাস করে প্রায় ৩০ - ৩৬ টি হাজংআদিবাসী সম্পদ্রায়ের লোক। গ্রাম টিকে বলা হয় চির সবুজের গ্রাম এখানে দুই সম্প্রদায়ের লোক এক সাথে মিলে মিশে  বসবাস করে। গ্রামের এপাড়ে দাঁড়িয়ে দেখা যায় ভারতের চুনা পাথরের পাহাড়, ভারতের জোয়ানদের ক্যাম্প। সর্তকতার: ভুলে ভারতের সীমান্তে প্রবেশ করবেন না।

যাতায়ত: লালঘাট ঝর্নায় যাওয়ার জন্যটেকেরঘাট হতে মোটর সাইকেল যোগে খুব সহজে যাওয়া যায়। থাকার জায়গাঃ তাহিরপুর উপজেলা ডাক বাংলা হোটেলে, স্থানীয় বাজারে অনেক থাকার হোটেল আছে খাবারের ব্যবস্থাতাহিরপুর উপজেলা বাজারে খাবারে হোটেল আছে ইচ্ছেমত খেতে পারবেন

 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪