চন্দ্রযান-৩: ল্যান্ডারের নাম কেন বিক্রম

ভারতের প্রথম মহাকাশ বিজ্ঞানীর নাম, বিক্রম সারাভাই

চন্দ্রযান-৩ ল্যান্ডারের নাম বিক্রম কেন 
অনেকের কোতুহল রয়েছে ল্যান্ডারের নাম বিক্রম রাখায়,আর্টিকেলের মাধ্যমে পুরু বিষয় টি তুলে ধরব বিস্তারিত পড়ার জন্য অনুরুদ রইল।


  • ল্যান্ডার বিক্রমের ওজন কত

  • বিক্রম কেন চন্দ্রযানের নাম

  • ভারতে প্রথম মহাকাশ বিজ্ঞানী 

  • কয়টি দেশ চন্দ্রযান পাটিয়েছে


ল্যান্ডার বিক্রমের ওজন কত
৩ হাজার ৯০০ কেজি ওজনের চন্দ্রযান-৩ মহাকাশযান তৈরি হয়েছে অরবিটার,ল্যান্ডার ও রোভার-এই তিনটি অংশ নিয়ে।ল্যান্ডার বিক্রমের ওজন দেড় হাজার কেজি এবং অপর দিকে পাচঁ ধরনের যন্ত্র বহন করেছে চন্দ্রযান রোভার,চন্দ্রপৃষ্টের গাঠনিক বৈশিষ্ট্য,পৃষ্টের কাছাকাছি বায়ুমন্ডল এবং ভূগর্ভে নিচে কী ঘটেছে, রোভারের মাধ্যমে তা জানার চেস্টা করবে বিজ্ঞানিরা। ভারত চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম সফলভাবে নামাবার চতুর্থ দেশ, এর আগে কেবল যুক্তরাষ্ট্র,রাশিয়া চীন ছিল।


বিক্রম কেন চন্দ্রযানের নাম
ইসরোর প্রতিষ্ঠাতার নাম বিক্রম সারাভাই (১৯১৯-১৯৭১)এর নামানুসারে ল্যান্ডারের নামকরণ করা হয়েছে। 
ভারতে প্রথম মহাকাশ বিজ্ঞানী 
ভারতীয় এই জ্যোতির্বিদ দেশটির মহাকাশ গবেষণার উদ্যোগের পাশাপাশি পারমাণবিক শক্তি উন্নয়নের অবদান রাখেন। তাকে ভারতের মহাকাশ কর্মসূচির জনক বলা হয়ে থাকে।"বিক্রম সারা ভাই" ১৯৬৬ সালে তিনি পদ্মভূষণ ও ১৯৭২ সালে মরণোত্তর পদ্মভূষণ খেতাব লাভ করেন।


কয়টি দেশ চন্দ্রযান পাটিয়েছে এ পর্যন্ত 
ভারত ছাড়াও এর আগে আর এ তিন টি দেশ সফল ভাবে চন্দ্রযান পাটিয়েছিল, দেশগুলো হল,যুক্তরাষ্ট্র,রাশিয়া,চীন, চতুর্থ দেশ ভারত। সফল ভাবে চন্দ্রযান- পাঠিয়ে ইতিহাসের সাক্ষী হল ইসরোর মহাকাশ গবেষনা প্রতিষ্ঠান।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪