ডুলাহাজারা সাফারি পার্ক,কক্সবাজার জেলা
হরিণ প্রজন্ম পার্ক ডুলাহাজরা লক্ষাধিক পর্যটকের আনাগোনায় মুখরিত থাকে।
ডুলাহাজারা সাফারি পার্ক,কক্সবাজার জেলা সদর থেকে ৪৮ কিলোমিটার উত্তরে এবং চকড়িয়া থানা থেকে ১০ কিলোমিটার দক্ষিণে কক্সবাজার জেলার দক্ষিণ বন বিভাগের ফ্যাসিয়াখালী রেঞ্জের ব্লকে অবস্থিত।
ডুলাহাজরা সাফারি পার্ক(ডুলাহাজরা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান সাফারি পার্ক নামে পরিচিত)
কক্সবাজার জেলার চকরিয়ায় পার্কটি।যেখানে পশুপাখী অবাধে বিচরণ করে।এটিই
বাংলাদেশের প্রথম সাফারিপার্ক
ডুলাহাজরা সাফারি পার্ক মূলত একটি হরিণ প্রজন্ন কেন্দ্র হিসবে পরিচিত।১৯৯৯সালে প্রায় ৬০০হেক্টর জায়গা নিয়ে উদ্যান টি প্রতিষ্টা করা হয়,ডুলাহাজরা সাফারি পার্কটি প্রাকৃতিক বনের পাশাপাশি কৃত্রি কাঠামোতে গড়ে তুলা হয়েছে।বাংলাদেশ বনবিভাগের তথ্য অনু্যায়ী পার্কটিতে প্রতি বছর,প্রায়১,০০,০০০(লক্ষ)পর্যটকেরা পরিদর্শন করতে আসে।
প্রবেশ ফ্রীঃ ৫০টাকা।
প্রাণীবৈচিত্র্য,ডুলাহাজরা পার্কটি মূলত হরিণ প্রজনন কেন্দ্র হিসেবে প্রতিষ্টিত হলে ও এখানে
রয়েছে বাঘ,সিংহ,হাতি,ভাল্লুক,গয়াল,কুমির,জলহস্তি,মায়া হরিণ,সম্ভর হরিণ,চিত্রা হরিণ,
প্যারা হরিণ,সহ বেশ কিছু প্রাণীর দেখা মিলে এ উদ্যানে।এছাড়া ও এখানে রয়েছে
লোনা পানির কুমির ও স্বাদু পানির কুমির।
২০১৭সালে পার্কটি তৈরি করা হয়েছে কৃত্রিমভাবে আফ্রিকান সাফারি পার্কের
প্রাণী রয়েছে জেব্রা এ ওয়াইল্ড বিস্ট।
কিভাবে যাবেন:ঢাকা থেকে কক্সবাজার যাতায়াত খুবই সহজ,বাস,ট্রেইন,প্লেইন দিয়ে
যেতে পারবেন।কক্সবাজার শহর থেকে দুরুত্ব ৪৮ কিলোমিটার দুরে অবস্থিত।
ভাড়া:৪০-৫০ টাকা।
কক্সবাজার শহর থেকে সি এন জি দিয়ে যেতে হবে উপজেলা সদর থেকে চকড়িয়া ইকোপার্কের,
দুরুত্ব মাত্র কয়েক কিলোমিটার।
ভাড়া:৪৫০-৫০০টাকা নিবে সি এন জি রিজার্ভ নিলে।
কোথায় থাকবেন:কক্সবাজার শহরের কাছে হওয়ায় শহরে থাকতে পারবেন।
এখানে ভাল মানের হোটেল আছে।
খাবার কোথায় খাবেন:কক্সবাজার মেজবানি খাবার খেতে চাইলে শহরের নামিদামি ভাল
মানের হোটেল আছে সেখানে খেতে পারবেন, খাবার মূল্য বাংলাদেশের
অন্য জেলা শহর থেকে অনেক কম।
দুরুত্ব মাত্র কয়েক কিলোমিটার।
ভাড়া:৪৫০-৫০০টাকা নিবে সি এন জি রিজার্ভ নিলে।
কোথায় থাকবেন:কক্সবাজার শহরের কাছে হওয়ায় শহরে থাকতে পারবেন।
এখানে ভাল মানের হোটেল আছে।
খাবার কোথায় খাবেন:কক্সবাজার মেজবানি খাবার খেতে চাইলে শহরের নামিদামি ভাল
মানের হোটেল আছে সেখানে খেতে পারবেন, খাবার মূল্য বাংলাদেশের
অন্য জেলা শহর থেকে অনেক কম।
![]() |
ডুলাহাজরা সাফারি পার্ক কক্সবাজার |