ব্লগবিডি.কম
https://www.vlogbd.com/2022/08/rangpur-district.html
রংপুর জেলার দর্শনীয় স্থানসমূহ
Rangpur District বাংলাদেশের ৮টি বিভাগের একটি। বৃহত্তর রংপুর জেলা হিসেবে সু-পরিচিত।রংপুর ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ একটি প্রাচীন জনপদ। এখানে বেশ কিছু শাসনের যুগ লক্ষ্য করা যায়। বাংলাদেশের অন্যতম এ জেলাটি পর্যটকেরা ছুটে আসে রংপুরের ইতিহাস সমৃদ্ধ স্থাপনা,চিত্রাকর্ষক গুলো দেখতে।
রংপুর জেলার দর্শনীয় স্থান
রংপুর টাউন হল,তাজহাট জমিদার বাড়ি,কারমাইকেল কলেজ,মন্থনা জমিদার বাড়ি,
ভিন্ন জগৎ,রংপুর চিড়িয়াখানা পায়রা বন্দর,মহিপুর ঘাট,মিঠাপুকুর, শালবন,
চিকলির পার্ক।সহ বেশ কিছু দর্শনীয় স্থান এ জেলায় রয়েছে।
পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন
আপনার জন্য আরো কিছু পোস্ট
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন