নীলফামারী জেলার দর্শনীয় স্থান

নীফামারী জেলা, রংপুর বিভাগের অন্যতম একটি জেলা,পুরুনো এ জনপদটি অনেক ইতিহাস ঐতিহ্যের সাক্ষী।




নীলফামারীর জেলার দর্শনীয় স্থান,তিস্তা ব্যারেজ ও সেচ প্রকল্প,ধর্মপালের গড়,চীনা মসজিদ,
সৈয়দপুর রেলওয়ে কারখানা, ময়নামতির দূর্গ, ভীমেরমায়ের চুলা,ডিমলা রাজবাড়ী।
নীলফামারী কৃষি নির্ভরশীলএকটি জেলা এখানে ধান,গম,ভুট্রা,মরিচ বেশি উৎপাদন হয়ে থাকে।

নীলফামারী জেলার নামকরণের ইতিহাস,প্রায় দুইশত বছর পূর্বে নীল চাষের খামার স্থাপন করা হয়,
এখানে নীলকুঠি ও নীল খামার গড়ে উঠে।নীলফামারীর নাম কৃষকদের মুখে মুখে রটে যায়,পরবর্তীতে 
এই স্থানের নাম নীলফামারীর হয়ে যায়।

নীলফামারী জেলার মানচিত্র?উত্তরে ভারতের জলপাইগুড়ি জেলা,দক্ষিণে রংপুর জেলা ও দিনাজপুর জেলা,
পশ্চিমে দিনাজপুর জেলার খানসামা উপজেলা ও পঞ্চগড় জেলা,পূর্বে রংপুরওলালমনিরহাট অবস্থিত।
বাংলা,বিহার উড়িষার শাসকের নবাব সিরাজদুল্লার পতন হলে,ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে
শাসন জারি করে, ব্রিটিশ শাসন চলাকালে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নীল চাষের প্রতি বেশি
আগ্রহ প্রকাশ করে ব্রিটিশ শাসকেরা, নীলফামারী নীল চাষের জনহ একটি উত্তম
স্থান হিসেবে জায়গা করে নেয়,এখানে বেয়াহি পরিমানে নীল উৎপাদন হত।
নীলফামারী কে নীলের দেশহিসেবে অবিহিত করা হয়েছিল ব্রিটিশ শাসন চলাকালে।

নীলফামারী জেলাটির  বৈশিষ্ট,ভু-সংস্থান হিসবে জেলাটি উত্তর দিকে উচুঁ 
ও খরা পিরিত অঞ্চল,পূর্ব দিক তিস্তার পলিমাটির দ্বারা ভরে গেছে,তিস্তার 
বালিলাময় উর্বরতা ভরপুর, নীলফামারী অনেক অথিত ইতিহাসের সাক্ষী,
নীলফামারীর জেলার সংস্কৃতি,সত্যপীরের,গান,হাঁস খেলা,মাছ খেলাসহ 
উৎসব ও মেলার আয়োজন হয়।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪