দিনাজপুর জেলার দর্শনীয় স্থান

Dinajpur District রংপুর বিভাগের অন্যতম জেলা।উত্তরবঙ্গের ১৬টি জেলার মধ্যে বৃহত্তর দিনাজপুর,

ভূতাত্ত্বিকভাবে ভারতীয় প্লেটের অংশ,আদি জুরাসিক যুগে সৃষ্টি হওয়া গন্ডোয়ানাল্যান্ডের অংশ ছিল।

দিনাজপুর এক সময় পুন্ডবর্ধননের অংশ ছিলো ব্রিটিশ আমলে এই অঞ্চলে নীল চাষের উর্বর

মাঠি হওয়ায় ব্রিটিশরা এ অঞ্চলে ব্যাপক নীল চাষ করেন।১৭৬৫ সালে দেওয়ানী লাভের

পর ইস্টইন্ড্রিয়ার নিয়ন্ত্রণভুক্ত হয়ে যায়।দিনাজপুর জেলা।প্রাচীন এ জনপদে রয়েছে

পর্যটকদের জন্য আকর্ষনী প্রাকৃতিকও প্রত্নতাত্ত্বিক স্থাপনা।


Dinajpur District রংপুর বিভাগের অন্যতম জেলা।উত্তরবঙ্গের ১৬টি জেলার মধ্যে বৃহত্তর দিনাজপুর,ভূতাত্ত্বিকভাবে ভারতীয় প্লেটের অংশ,আদি জুরাসিক যুগে সৃষ্টি হওয়া গন্ডোয়ানাল্যান্ডের অংশ ছিল।দিনাজপুর এক সময় পুন্ডবর্ধননের অংশ ছিলো ব্রিটিশ আমলে এই অঞ্চলে নীল চাষের উর্বর মাঠি হওয়ায় ব্রিটিশরা এ অঞ্চলে ব্যাপক নীল চাষ করেন।১৭৬৫ সালে দেওয়ানী লাভের পর ইস্টইন্ড্রিয়ার নিয়ন্ত্রণভুক্ত হয়ে যায়।দিনাজপুর জেলা।প্রাচীন এ জনপদে রয়েছে পর্যটকদের জন্য আকর্ষনী প্রাকৃতিকও প্রত্নতাত্ত্বিক স্থাপনা। দিনাজপুর জেলার দর্শনীয় স্থান  দিনাজপুর রেলওয়ে ব্রীজ সেতু হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ববিদ্যালয় চিরির বন্দর কাকড়া নদী দিনাজপুর জাদুঘর অরুন ধাপ বার পাইকের গড় ঘোড়াঘাট দুর্গ প্রাচীন বিষু মন্দির কাহারোল কালিয়া জীউ মন্দির রাম সাগর কান্তজীর মন্দির রামসাগর, আওকরা মসজিদ আননফ সাগর কোরাই বিল গৌর গৌবিন্দ নবাবগঞ্জ জাতীয় উদ্যান বড়পুকুরিয়া কয়লাখনি রাম সাগর জাতীয় উদ্যান সীতাকোট বিহার স্বপ্নপুরী হিলি স্থলবন্দর বেশ কিছু উল্ল্যেখযোগ্য দর্শনীয় স্থান।  দিনাজপুরের সংস্কৃতি? লোক সংস্কৃতি,ভাওয়াইয়া,কীর্তন,পাঁচালি,মেয়েলি গীত,গোরক্ষনাথের গান,চিড়কের গান,বাউল গান,প্রবাদ-প্রবচন,ছড়া,ছিলকা,হেয়ালি,জারিগান. দিনাজপুরের অর্থনীতি  দিনাজপুর কৃষি নির্ভরশীল একটি জেলা জনগোষ্ঠীর আয়ের ৬৩.৯০% কৃষি।  বাকী আয় আসে অন্যান্য সেক্টরথেকে। দিনাজপুর বিখ্যাত কিসের জন্য  এ জেলায় সব চেয়ে বেশি লিচু ফলে পাশাপাশি ধান,কাটারিভোগ,কালিজিরা,সারা দেশে সমাদৃত।গম,আলু,বেগুন,টমেটো,কলা,কাঠাল, জাম সেতাবগঞ্জ চিনি কল লিমিটেড। যোগাযোগ ব্যবস্থা ঢাকা থেকে ৪১৪ কিলোমিটার দূরে অবস্থিত,বাংলাদেশের অন্য সকল  জেলার সাথে সড়ক ও রেল পথ রয়েছে।


দিনাজপুর জেলার দর্শনীয় স্থান 


দিনাজপুর রেলওয়ে ব্রীজ সেতু
হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ববিদ্যালয়
চিরির বন্দর
কাকড়া নদী
দিনাজপুর জাদুঘর
অরুন ধাপ
বার পাইকের গড়
ঘোড়াঘাট দুর্গ
প্রাচীন বিষু মন্দির
কাহারোল
কালিয়া জীউ মন্দির
রাম সাগর
কান্তজীর মন্দির
রামসাগর,
আওকরা মসজিদ
আননফ সাগর
কোরাই বিল
গৌর গৌবিন্দ
নবাবগঞ্জ জাতীয় উদ্যান
বড়পুকুরিয়া কয়লাখনি
রাম সাগর জাতীয় উদ্যান
সীতাকোট বিহার
স্বপ্নপুরী
হিলি স্থলবন্দর বেশ কিছু উল্ল্যেখযোগ্য দর্শনীয় স্থান।

দিনাজপুরের সংস্কৃতি?লোক সংস্কৃতি,ভাওয়াইয়া,কীর্তন,পাঁচালি,মেয়েলি গীত,গোরক্ষনাথের গান,চিড়কের গান,বাউল গান,প্রবাদ-প্রবচন,ছড়া,ছিলকা,হেয়ালি,জারিগান.

দিনাজপুরের অর্থনীতি দিনাজপুর কৃষি নির্ভরশীল একটি জেলা জনগোষ্ঠীর আয়ের ৬৩.৯০% কৃষি। বাকী আয় আসে অন্যান্য সেক্টরথেকে।

দিনাজপুর বিখ্যাত কিসের জন্য 
এ জেলায় সব চেয়ে বেশি লিচু ফলে পাশাপাশি ধান,কাটারিভোগ,কালিজিরা,সারা দেশে সমাদৃত।গম,আলু,বেগুন,টমেটো,কলা,কাঠাল,
জাম সেতাবগঞ্জ চিনি কল লিমিটেড।
যোগাযোগ ব্যবস্থা
ঢাকা থেকে ৪১৪ কিলোমিটার দূরে অবস্থিত,বাংলাদেশের অন্য সকল 
জেলার সাথে সড়ক ও রেল পথ রয়েছে।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪