ব্লগবিডি.কম
https://www.vlogbd.com/2022/08/natore-district.html
নাটোর জেলার দর্শনীয় স্থান
Natore District,রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল।নাটোর জেলা আয়তনে বাংলাদেশের ৩৫তম জেলা।নাটোর জেলার তাপমাত্রা স্বাভাবিক থাকলে ও লালপুড়ের তাপমাত্রা তুলনামূলক বেশি থাকে।
নাটোর জেলার দর্শনীয় স্থান,পর্যটকদের জন্য রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান।
পুরুনো এ জনপদে ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ।বাংলাদেশের দ্বিতীয় বাসভবন
(উত্তরা-গনভবন)নাটোর জেলায় অবস্থিত।নাটোর রাজবাড়ি,গ্রীন ভ্যালি পার্ক,
শহিদ সাগর,ভেল্লাবাড়ি মসজিদ,গোসাই আশ্রম,চৌগ্রাম জমিদার বাড়ি,চলনবিল,
দয়ারামপুর জমিদার বাড়ি,হালতির বিল,ধরাইল জমিদার বাড়ি,আত্রাই নদী,
চলনবিল জাদুঘর,নাটোর রেলওয়ে স্টেশন,মিনি কক্সবাজার নাটোর,কলমগ্রাম,
সহ বেশ কয়েক টি দর্শনীয় স্থান এ জেলায় অবস্থিত।
নাটোর জেলার বিখ্যাত খাবার,নাটোর জেলার কাচাঁগোল্লার জন্য বেশ সমাদিত,
কাচাঁগোল্লা চিনি,ময়দা,দিয়ে বানানো হয়।
নাটোর জেলার নদ-নদী,পদ্ম নদী,আত্রাই নদী,বড়াল নারদ
নদী,তুলসীগঙ্গা,নাগর নদ,চলনবিল সহ প্রায় ৩২টি নদী এ জেলার
উপর দিয়ে প্রবাহিত হয়েছে।
ব্যান্ডিং জেলা নাটোর,রাজসিক নাটোর vs the land of Queen.
এক নজরে নাটোর জেলা
নাটোর জেলার অর্থনীতি,নাটোর জেলার কৃষি নির্ভরশীল অর্থনীতি,
প্রধান ফসল ধান,গম,রসুন,ইক্ষু,ভুট্রা,আখ,পান,আম,লিচু,বাদাম,
মুগ ডাল,সুগন্ধি চাল,ফল,আপেল কুল,বাউকুল,থাইকুল।
নাটোর জেলার জনসংখ্যা কত?
২০১১ সালের আদমশুমারী অনুযায়ী মোট জনসংখ্যা ১৭০৬৬৭৩ জন।
নাটোর জেলার আয়তন কত?
নাটোর জেলার শিক্ষার হার কত?
৭০%
নাটোর জেলার সংস্কৃতি,মাদারগান(মাদার গানের মুল উপজীবি শাহ মাদার নামে
গুনগান পীরের গান)ভাসান যাত্রা,বিয়ের গান,বারোসা গান,মুর্শিদী গান।
গুনগান পীরের গান)ভাসান যাত্রা,বিয়ের গান,বারোসা গান,মুর্শিদী গান।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন