ঝিনাইদহ জেলার দর্শনীয় স্থান

Jhenaidah District যশোর জেলার মহকুমার অংশ ছিল।১৮৬২সালে মহকুমা হিসেবে প্রতিষ্ঠিত হয়।১৯৮৪সালে ঝিনাইদহ জেলায় উন্নতি করেন।মহান মুক্তিযুদ্ধের সময় ৬ই ডিসেম্বর ১৯৭১ সালে পাকিস্তান পাকবাহিনী থেকে ঝিনাইদহ স্বাধীনতা লাভ করে।ঝিনাইদহ জেলার নামকরণ সম্পর্কে ততটা সঠিক ইতিহাস জানা যায়নি।তবে ধারণা করা হয়,ক্যালসিয়াম উৎপাদনের জন্য নবগঙ্গা নদী এবং দহা নদী থেকে ঝিনুক সংগ্রহের জন্য শ্রমিকেরা কাজ করত।ঝিনুক এবং দাহ শব্দ থেকে ঝিনাইদহর নামকরণ করা হয়, ইতিহাসবিদদের ধারণা।ঝিনাইদহ বারো আউলিয়ার আশীর্বাদপুষ্ট গাজী-কালু-চম্পাবতীর উপাখ্যানধন্য।বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান,বাঘাযতীনের শৌর্যময়।খেজুর গুড়,কলা,পানের প্রাচুর্য রয়েছে এজেলায়।পাগলাকানাই,লালন শাহের জন্মস্থান,বেশ কয়েকটি নদী রয়েছে,কপোতাক্ষ,বেগবতী,চিত্রা,নবগঙ্গা।

Jhenaidah District যশোর জেলার মহকুমার অংশ ছিল।১৮৬২সালে মহকুমা হিসেবে প্রতিষ্ঠিত হয়।১৯৮৪সালে ঝিনাইদহ জেলায় উন্নতি করেন।মহান মুক্তিযুদ্ধের সময় ৬ই ডিসেম্বর ১৯৭১ সালে পাকিস্তান পাকবাহিনী থেকে ঝিনাইদহ স্বাধীনতা লাভ করে।ঝিনাইদহ জেলার নামকরণ সম্পর্কে ততটা সঠিক ইতিহাস জানা যায়নি।তবে ধারণা করা হয়,ক্যালসিয়াম উৎপাদনের জন্য নবগঙ্গা নদী এবং দহা নদী থেকে ঝিনুক সংগ্রহের জন্য শ্রমিকেরা কাজ করত।ঝিনুক এবং দাহ শব্দ থেকে ঝিনাইদহর নামকরণ করা হয়, ইতিহাসবিদদের ধারণা।ঝিনাইদহ বারো আউলিয়ার আশীর্বাদপুষ্ট গাজী-কালু-চম্পাবতীর উপাখ্যানধন্য।বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান,বাঘাযতীনের শৌর্যময়।খেজুর গুড়,কলা,পানের প্রাচুর্য রয়েছে এজেলায়।পাগলাকানাই,লালন শাহের জন্মস্থান,বেশ কয়েকটি নদী রয়েছে,কপোতাক্ষ,বেগবতী,চিত্রা,নবগঙ্গা। ঝিনাইদহ জেলার নদ-নদী,কপোতাক্ষ,নবগঙ্গা,গড়াই,কুমার,ডাকুয়া,বেতনা,ভৈরব,বেগবতী নদী। ঝিনাইদহ জেলার প্রধান ফসল,ধান,পাট,গম,আখ,সরিষা,মরিচ,রসুন,পেঁয়াজ,বিভিন্ন ধরনের ডাল শাক সবজি প্রধান ফসল, ঝিনাইদহ জেলার ফল,আম,কাটাল,কলা,লেচু,নারিকেল,খেজুর,তাল,ড্রাগন। ঝিনাইদহ জেলার রপ্তানি পন্য পাট,ধান,রসুন,পেয়াজ,পটল,খেজুর,গুড়,পানপাতা। ঝিনাইদহ জেলার দর্শনীয়স্থান  নলডাঙ্গা জমিদার বাড়ি নলডাঙ্গা মন্দির সাতগাছিয়া মসজিদ শৈলকূপা জমিদার বাড়ি মল্লিকপুর বটগাছ দত্তনগর কৃষি খামার ঢোল সমুদ্র দীঘি সিরাজ সাইর মাজার লালন শাহের ভিটা ফকির মাহমুদ বিশ্বাসের মাজার পাঞ্জু শাহের মাজার মিয়ার দালান কামান্না ২৭ শহীদের মাজার


ঝিনাইদহ জেলার নদ-নদী,কপোতাক্ষ,নবগঙ্গা,গড়াই,কুমার,ডাকুয়া,বেতনা,ভৈরব,বেগবতী নদী।
ঝিনাইদহ জেলার প্রধান ফসল,ধান,পাট,গম,আখ,সরিষা,মরিচ,রসুন,পেঁয়াজ,বিভিন্ন ধরনের ডাল শাক সবজি প্রধান ফসল,
ঝিনাইদহ জেলার ফল,আম,কাটাল,কলা,লেচু,নারিকেল,খেজুর,তাল,ড্রাগন।
ঝিনাইদহ জেলার রপ্তানি পন্য
পাট,ধান,রসুন,পেয়াজ,পটল,খেজুর,গুড়,পানপাতা।

ঝিনাইদহ জেলার দর্শনীয় স্থান 
নলডাঙ্গা জমিদার বাড়ি
নলডাঙ্গা মন্দির
সাতগাছিয়া মসজিদ
শৈলকূপা জমিদার বাড়ি
মল্লিকপুর বটগাছ
দত্তনগর কৃষি খামার
ঢোল সমুদ্র দীঘি
সিরাজ সাইর মাজার
লালন শাহের ভিটা
ফকির মাহমুদ বিশ্বাসের মাজার
পাঞ্জু শাহের মাজার
মিয়ার দালান
কামান্না ২৭ শহীদের মাজার


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪