সাতক্ষীরা জেলার দর্শনীয় স্থান

সাতক্ষীরা জেলা,খুলনা বিভাগের অন্যতম একটি জেলা।জেলাটির দক্ষিণে বঙ্গোপসাগর পূর্বে খুলনা জেলা,পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত।সাতক্ষীরা জেলা উচ্চতার দিক দিয়ে বিবেচনা করলে সমুদ্রপৃষ্ঠ থেকে ১৬ফুট উচুঁতে অবস্থিত।সাতক্ষীরা জেলার উত্তর-দক্ষিণে বিস্তৃত তবে কোন জনবসতি নাই।সুন্দরবন সাতক্ষীরা জেলার প্রায় এক তৃতীয়ংশ জুড়ে বিস্তৃত,বঙ্গোপসাগরের উপকূলীয় এবং ভারতীয় সীমান্তে অবস্থিত।মানব বসতি গড়ে উঠার আগ পর্যন্ত বিস্তৃণ জলাভূমিতে ভরপুর ছিল।১৮৮২ সালে খুলনা জেলা প্রতিষ্ঠিত হলে সাতক্ষীরা খুলনা জেলার অন্তর্ভুক্ত হয়। সাতক্ষীরা ১৯৮৪ সালে জেলায় রুপান্তরিত হয়।

সাতক্ষীরা জেলা,খুলনা বিভাগের অন্যতম একটি জেলা।জেলাটির দক্ষিণে বঙ্গোপসাগর পূর্বে খুলনা জেলা,পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত।সাতক্ষীরা জেলা উচ্চতার দিক দিয়ে বিবেচনা করলে সমুদ্রপৃষ্ঠ থেকে ১৬ফুট উচুঁতে অবস্থিত।সাতক্ষীরা জেলার উত্তর-দক্ষিণে বিস্তৃত তবে কোন জনবসতি নাই।সুন্দরবন সাতক্ষীরা জেলার প্রায় এক তৃতীয়ংশ জুড়ে বিস্তৃত,বঙ্গোপসাগরের উপকূলীয় এবং ভারতীয় সীমান্তে অবস্থিত।মানব বসতি গড়ে উঠার আগ পর্যন্ত বিস্তৃণ জলাভূমিতে ভরপুর ছিল।১৮৮২ সালে খুলনা জেলা প্রতিষ্ঠিত হলে সাতক্ষীরা খুলনা জেলার অন্তর্ভুক্ত হয়। সাতক্ষীরা ১৯৮৪ সালে জেলায় রুপান্তরিত হয়। সাতক্ষীরা জেলার নামকরণ,আদি নাম সাতঘরিয়া,ইংরেজরা এখানে কার্যালয়  স্থাপন করেন।সাতঘরিয়াই রাজকর্মচারীদের নামে সাতক্ষীরা নামকরণ করা হয়।দ্বিতীয়  মত টি হল একদা সাত মনীষী সাগরে ভ্রমনে এসে একান্ত শখের বসে ক্ষীর রান্না করে খেয়েছিলেন, ক্ষীরা আ প্রত্যয়ে সাতক্ষীরা হয়ে যায়। সাতক্ষীরা জেলার দর্শনীয় স্থান ঝুঁড়িঝাড়া ঢিবি দরবার স্তম্ভ কোঠাবাড়ির থানা সুন্দরবন নলতা রওজা শরিফ নীলকুঠি মাইচম্পার দরগা মোজাফফর গার্ডেন শ্যামনগর জমিদারবাড়ি দেবহাটা জমিদার বাড়ি কেওড়া পার্ক আশাশুনি সারক্ষীরা তেতুলিয়া জামে মসজিদ


সাতক্ষীরা জেলার নামকরণ,আদি নাম সাতঘরিয়া,ইংরেজরা এখানে কার্যালয় 
স্থাপন করেন।সাতঘরিয়াই রাজকর্মচারীদের
নামে সাতক্ষীরা নামকরণ করা হয়।দ্বিতীয় 
মত টি হল একদা সাত মনীষী সাগরে ভ্রমনে
এসে একান্ত শখের বসে ক্ষীর রান্না করে
খেয়েছিলেন, ক্ষীরা আ প্রত্যয়ে সাতক্ষীরা হয়ে যায়।

সাতক্ষীরা জেলার দর্শনীয় স্থান
ঝুঁড়িঝাড়া ঢিবি
দরবার স্তম্ভ
কোঠাবাড়ির থানা
সুন্দরবন
নলতা রওজা শরিফ
নীলকুঠি
মাইচম্পার দরগা
মোজাফফর গার্ডেন
শ্যামনগর জমিদারবাড়ি
দেবহাটা জমিদার বাড়ি
কেওড়া পার্ক
আশাশুনি
সারক্ষীরা
তেতুলিয়া জামে মসজিদ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪