ফেনী জেলার ইতিহাস ও ঐতিহ্য

Feni Districtবাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত,চট্রগাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল।
ফেনী জেলার নামকরণের ইতিহাস?
কোন জেলার নামকরণের বেশ কয়েকটি উল্ল্যেখযোগ্য কারন থাকে।স্থান,কাল,শাসকদের নাম অনুসারে জেলা বা স্থানের নামকরণ হয়ে তাকে।ফেনী জেলার নামকরণ করা হয়েছে,ফেনী নদীর নামুনুসারে।মধ্যযুগীয় কবি-সাহিত্যকদের লেখার মাধ্যমে একটি বিশেষ নদীর স্রোতধারা ও ফেরি পারাপারের ঘাট হিসেবে ফনী শব্দের ব্যবহার পাওয়া যায়।
লেখকদের লেখনীতে।ষোড়শ শতাব্দীর সময়ে কবি কবীন্দ্র পরমেশ্বর পরাগলপুরের বর্ণনায় উল্লেখ্য করেন,ফনী নদীতে বেষ্টিত চারিধার,পূর্বে মহাগিরি পার নাই তার।ফেনী অঞ্চলটি এক সময় সাগরের অংশ ছিল,তবে উত্তর পূর্ব দিকে ছিল পাহাড়িয়া অঞ্চলের পাদদেশ।
ফেনী জেলার যোগাযোগ ফেনী জেলায় কতটি  ইউনিয়ন আছে?  ৪৩টি ইউনিয়ন আছে।  ফেনী জেলায় কয়টি গ্রাম আছে?  ৫৬৪টি গ্রাম আছে।  ফেনী জেলায় কয়টি মৌজা রয়েছে?  ৫৪০টি মৌজা রয়েছে।  ফেনী জেলার জনসংখ্যা কত?  ১.৪৩৭ মিলিয়ন ২০১৫ সালের হিসাব অনুযায়ী।  ফেনী জেলার আয়তন কত?  ৯২৭.৩৪বর্গ কিলোমিটার।  ফেনী জেলার শিক্ষার হার কত?  ৫৯.৬০%।  ফেনী জেলায় কী কী শিক্ষা প্রতিষ্ঠান আছে?  ১টি বিশ্ববিদ্যালয়।  ১১টি ডিগ্রী কলেজ।  ১০টি উচ্চ মাধ্যমিক কলেজ।  ১টি বয়েস ক্যাডেট কলেজ।  ১টি বালিকা ক্যাডেট কলেজ।   ৭টি কারিগরি শিক্ষা প্রতিষ্টান রয়েছে।  ১টি কম্পিউটার ইন্সটিটিউট রয়েছে।  ৯৭টি মাদ্রাসা।  ১১৫টি মাধ্যমিক বিদ্যালয়।  ১টি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র।  ১৯টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।  ১টি পিটিআই।  ৫২৮টি প্রাথমিক বিদ্যালয়।  ফেনী জেলার অর্থনীতি?  শিল্প ৩৫%  কৃষি ও কৃষি সম্পর্কীত ২৩.৫৭%  বিদেশী রেমিট্যান্স?  ১১.৪৩%  ব্যবসা বাণিজ্য  ১৫.৪৩%  অন্যান্য   ১৪.০২%  ফেনী জেলার স্বাস্থ্য সেবা?  ২৫০ শয্যার স্বাস্থ্য সেবা সহ বেশ কিছু ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক এ জেলায় রয়েছে।  ফেনী জেলার প্রধান নদ-নদী?  ফেনী নদী,মুহুরী নদী,ছোট ফেনী নদী,কহুয়া নদী,সিলোনিয়া নদী,কালিদাস পাহালিয়া নদী।

ফেনী জেলা কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
১৯৮৪সালে প্রশাসনিক পুনর্গঠনের মাধ্যমে সকল মহকুমা কে জেলায় রুপান্তর করা হয়েছিল।১৯৮৪সালের পূর্বে নোয়াখালী জেলার মহকুমার অংশ ছিল ফেনী অঞ্চল।
ফেনী জেলার ভৌগোলিক সীমানা?
পশ্চিমে নোয়াখালী জেলা,উত্তরে কুমিল্লা জেলা ও ভারতের ত্রিপুরা প্রদেশ,পূর্বে ভারতের ত্রিপুরা,দক্ষিণ-পূর্বে চট্রগ্রাম জেলা,বঙ্গোপসাগর অবস্থিত।


ফেনী জেলার দর্শনীয় স্থান?
ফেনী নদী
মুহুরী প্রজেক্ট
শমসের গাজী কেল্লা
রাজাঝির দিঘী
মোহাম্মদআলী চৌধুরী মসজিদ
বাশঁপাড়া জমিদার বাড়ী
শিলুয়া মন্দির
ভারত-বাংলাদেশ প্রীতি রাধানগর-কৃষ্ণনগর সীমান্ত হাট
কৈয়ারা দিঘী
সহ বেশ কিছু দর্শনীয় স্থান এ জেলায় অবস্থিত।


ফেনী জেলা কয়টি উপজেলা নিয়ে গঠিত?
৬টি উপজেলা নিয়ে ফেনী জেলা গঠিত।
ফেনী জেলার উপজেলা সমূহের নাম?
ফেনী সদর উপজেলা,দাগনভুইয়া উপজেলা,
ছাগলনাইয়া উপজেলা,সোনাগাজী উপজেলা,
পরশুরাম উপজেলা,ফুলগাজী উপজেলা।
ফেনী জেলায় কয়টি থানা আছে?
৬টি থানা।
ফেনী জেলার থানা সমুহের নাম কী?
ফেনী মডেল থানা,সোনাগাজী থানা,দাগনভূইয়া থানা,পরশুরাম মডেল থানা,ছাগলনাইয়া থানা,ফুলগাজী থানা।
ফেনী জেলায় কয়টি পৌরসভা আছে?
ফেনী জেলায় ৫টি পৌরসভা আছে।
ফেনী জেলার পৌরসভা সমুহের নাম কি কি?
ফেনী পৌরসভা,দাগনভূইয়া পৌরসভা,পরশুরাম পৌরসভা,সোনাগাজী পৌরসভা,ছাগলনাইনা পৌরসভা।
ফেনী জেলায় কয়টি সংসদীয় আসন আছে?
ফেনী জেলায় ৩ টি সংসদীয় আসন আছে।

ফেনী জেলার সংসদীয় আসন গুলোর নাম কি?

সংসদীয় আসন গুলোর নাম

জাতীয় নির্বাচনী এলাকা 

২৬৫ ফেনী-১

পরশুরাম উপজেলা,ফুলগাজী উপজেলা ও ছাগলনাইয়া উপজেলা

২৬৬ ফেনী-২

ফেনী সদর উপজেলা

২৬৭ ফেনী-৩

সোনাগাজী উপজেলা ও দাগনভূঞা  উপজেলা 

ফেনী জেলায় কতটি  ইউনিয়ন আছে?

৪৩টি ইউনিয়ন আছে।

ফেনী জেলায় কয়টি গ্রাম আছে?

৫৬৪টি গ্রাম আছে।

ফেনী জেলায় কয়টি মৌজা রয়েছে?

৫৪০টি মৌজা রয়েছে।

ফেনী জেলার জনসংখ্যা কত?

১.৪৩৭ মিলিয়ন ২০১৫ সালের হিসাব অনুযায়ী।

ফেনী জেলার আয়তন কত?

৯২৭.৩৪বর্গ কিলোমিটার।

ফেনী জেলার শিক্ষার হার কত?

৫৯.৬০%।

ফেনী জেলায় কী কী শিক্ষা প্রতিষ্ঠান আছে?

১টি বিশ্ববিদ্যালয়।

১১টি ডিগ্রী কলেজ।

১০টি উচ্চ মাধ্যমিক কলেজ।

১টি বয়েস ক্যাডেট কলেজ।

১টি বালিকা ক্যাডেট কলেজ। 

৭টি কারিগরি শিক্ষা প্রতিষ্টান রয়েছে।

১টি কম্পিউটার ইন্সটিটিউট রয়েছে।

৯৭টি মাদ্রাসা।

১১৫টি মাধ্যমিক বিদ্যালয়।

১টি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র।

১৯টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।

১টি পিটিআই।

৫২৮টি প্রাথমিক বিদ্যালয়।

ফেনী জেলার অর্থনীতি?

শিল্প ৩৫%

কৃষি ও কৃষি সম্পর্কীত ২৩.৫৭%

বিদেশী রেমিট্যান্স?

১১.৪৩%

ব্যবসা বাণিজ্য

১৫.৪৩%

অন্যান্য 

১৪.০২%

ফেনী জেলার স্বাস্থ্য সেবা?

২৫০ শয্যার স্বাস্থ্য সেবা সহ বেশ কিছু ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক এ জেলায় রয়েছে।

ফেনী জেলার প্রধান নদ-নদী?

ফেনী নদী,মুহুরী নদী,ছোট ফেনী নদী,কহুয়া নদী,সিলোনিয়া নদী,কালিদাস পাহালিয়া নদী।


ফেনী জেলার যোগাযোগ ব্যবস্থা?

ফেনী জেলায় বাংলাদেশের যে কোন জেলা থেকে খুব সহজে যাতায়াত করা যায়।

এ জেলায় সড়ক পথের পাশাপাশি ট্রেইন নৌপথের যাতায়াত করা যায়।




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪