ঐতিহাসিক পুরুনো স্থাপত্য রূপবান মুড়া

রূপবান মুড়া বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নির্দশন,


লালমাই পাহাড়ের পাদদেশে বিজিবি ক্যাম্পের পাশে রূপবান মুড়া।রূপবান মুড়া এটি একটি প্রাচীন সভ্যতার স্থাপত্য হিসেবে এখন ও কুমিল্লার লালমাই পাহাড়ের পাদদেশে প্রায়  এর ধ্বংসেরর কিছু অংশ ঠিকে আছে।ধারনা করা হয় ৭ম শতকের শুরু নির্মাণ করা হয়েছিল, ১৩শ শতাব্দীর শেষ সময়ে বৌদ্ধ মন্দির টি অস্থিত্ব বিত্তমান ছিল, বৌদ্ধরা থাকার  জন্য আলাদা আলাদা কক্ষ ছিল, প্রতিটি কক্ষে একজন করে ভিক্ষু বসবাস করত।
প্রার্থনার জন্য ছিল একটি বড় মন্দির, মন্দিরের চার পাশ দেওয়াল দিয়ে প্রাচীর নির্মান করা হয়েছিল, অনুমতি ছাড়া বৌদ্ধ মন্দিরে প্রবেশ করতে পারা যেত না। 


তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা ছিল পুরো বিহারের চারপাশে,প্রাচীর দ্বারা নির্মিত ছিল।আক্রমণ করলে যেন প্রতিরোধ করা যায় সহজে। বৌদ্ধ মন্দিরে আঘাত  করতে না পারে। 


রূপবান মুড়ায় কি আছে?ঐতিহাসিক স্থাপত্যশিল্পটির মাঝে বড় একটি মন্দির আছে, ভিক্ষুরা প্রার্থনা করত।পাশেই অবস্থিত ভিক্ষুদের বসবাসের জন্য কয়েকটি রুম। 


ঢাকা থেকে কুমিল্লা বিশ্বোড মূড়ে আসতে হবে।ভাড়াঃ৩৫০/৫৫০টাকাকুমিল্লা বিশ্বরোড মোড় থেকে জি এন জি যোগে কোটবাড়ি এলাকার বিজিপি ক্যাম্পের পাশেই রূপবান মোড়া।
ভাড়াঃ৩০/৪০টাকা 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪