লাইলাতুল মেরাজের ইতিহাস


 লাইলাতুল মেরাজের ইতিহাস 

নবী করিম (সাঃ) আল্লাহর হুকুমে আরশে আজিমে গমন করেন।৬২০ খ্রিস্টাব্দে,২৬ তারিখ দিবাগত রাতে, প্রথমে কাবা শরিফ থেকে জেরুজালেমের বায়তুল মোকাদ্দাস বা মসজিদুল আকসায় গমন করেন। মসজিদুল আকসায় সমস্ত নবীদের নামাজের ইমামতি করেন। ইসলামের পাঁচটি স্বম্ভের মধ্যে

২য় স্তম্ভ নামাজ মুসলমানদের উপর ফরজ হয়। অতঃপর তিনি বোরাক নামক বিশেষ বাহন দিয়ে ঊর্ধবআকাশে সিদরাতুলমুনতাহায় গমন করেন,আল্লাহর সাক্ষাত লাভ করেন।এই সফরে জিবরাইল নবী করিম (সাঃ)এর সফর সঙ্গী ছিলেন।মেরাজ সম্পর্কে পবিত্র কুরআনের সুরা বনী ইসরাইলের প্রথম আয়াতে বর্নিত আছে। 

নবী করিম (সাঃ)মেরাজ গমন হয়েছিল নবুয়াত পাপ্তির দশ বছর পর।আজকের এই দিনে মুসলমান,ইবাদত বন্দেগীর মাধ্যমে পালন করেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪