চা কন্যা ভাস্কর্য শ্রীমঙ্গল

চা-কন্যা-ভাস্কর্য-sreemangal-moulvibazar


বাংলাদেশে চা বাগান বেশি মৌলভীবাজার,দ্বিতীয় স্থানে হবিগঞ্জ জেলা।

মৌলভীবাজার জেলায় প্রায়৯০টির মত চা বাগান রয়েছে,চা কন্যা ভাষ্কর্য মৌলভীবাজার জেলার সাতগাঁও মোছাই বাজারের পাশেঅবস্থিত।
২৪ ফুট উঁচু ভাষ্কর্যটি নারী চা শ্রমিকের প্রতিকী এটি,চা শ্রমিক নারীদের কর্মের কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, যুগের পর যুগ চা শ্রমিক মহিলারা চা বাগান থেকে পাতা সংগ্রহ করে কিভাবে. সে বিষয় টি ফুটিয়ে তুলা হয়েছে ভাষ্কর্যের মাধ্যমে।
উপার্জিত টাকা দিয়ে সংসার চালায়. তাদের শ্রমে  ঘামে বাংলাদেশের চা বাগান গুলো ঠিকে আছে,
একজন শ্রমিক কতটা হাড়ভাঙ্গা প্ররিশ্রম করে ভাষ্কর্যে এরিই প্রতিচ্ছবি যেখানে রয়েছে আবেগ অনুভুতি নিজের কর্মের প্রতি ভালবাসা প্রতীক।
চা পাতা তুলার সময় চা শ্রমিকরা মাথায় লাল কাপড় বাঁধে-পিছনে একটি ডুলা ঝুলিয়ে রাখে,
চা পাতা তুলে রাখার পাত্রে রাখে ডুলায়। কতটা নিপুন হাতে চা পাতা তুলে তারই একটি বহিঃপ্রকাশ ভাষ্কর্যটিতে ফুটে উঠেছে।
২০১০সালে চট্রগ্রামের ভাষ্কর্য নির্মাতা প্রকোশলি সঞ্জিত রায়ের অক্লান্ত পরিশ্রমে ৩ মাসের প্রচেস্টায় চা কন্যা ভাষ্কর্য নির্মিত হয়।
রাস্তার বাম পাশে মোছাই বড় বাজারের পাশে ভাষ্কর্যটির অবস্থান.
শত শত দর্শনার্থী চা কন্যা দেখার জন্য দেশের বিভিন্ন জেলা থেকে ছুটে আসে।
ভাষ্কর্য দেখার জন্য ভিড় জমায় দর্শনার্থীরা। রাস্তার দু পাশে চা বাগান খালি একটি টিলার মোড়ের পাশে ভাষ্কর্য নির্মান করা হয়েছে. পর্যটকরা চা বাগানে ঘুরার পর বিকাল বেলা অবসর সময় কাটায় চা-কন্যার সাথে ছবি তুলে।

ঢাকা থেকে কিভাবে আসবেন:
সায়েদাবাদ,মহাখালী,ফকিরাপুল হতে বাসে করে শ্রীমঙ্গল শহরে আসতে হবে.
ভাড়া.৩০০/ ৪০০ টাকা নিবে.
ট্রেনযুগে:
ঢাকার কমলাপুর হতে ট্রেন যোগে শ্রীমঙ্গল স্টেশনে নামতে হবে.
ভাড়া.২৫০/ ৩৫০ টাকা নিবে.
কিভাবে যাবেন:শ্রীমঙ্গল শহর থেকে ৮ কিলোমিটার দুরে সাতগাঁও মোছাই বাজারে যেতে হবে।
যাতায়ত: লোকাল বাস টম টম /রিক্সা.
ভাড়া: জনপ্রতি. ২০ টাকা
কোথায় থাকবেন: শ্রীমঙ্গল টাউনে অনেক ভালো মানের হোটেল আছে সেখানে থাকতে পারবেন.
কোথায় খাবেন: শহরে ভালো মানের খাবার হোটেল আছে সেখানে খেতে পারবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪