বিসনাকান্দি,সিলেট

 

ঢাকা থেকে বিছনাকান্দি সৌন্দর্যের লীলাভূমি বিছনাকান্দি জাফলং বিছনাকান্দি হাদারপার বিছনাকান্দি বিছনাকান্দি ইন্ডিয়ার বাজার বিছনাকান্দির সৌন্দর্য বিছনাকান্দি পিক বিছনাকান্দি পর্যটন

বিসনাকান্দি জাফলং ও ভোলাগঞ্জের মতই একটি দর্শনীয় স্থান.ভারতের খাসিয়া 
পুঞ্জি থেকে এই নালার জন্ম। 

সিলেট জেলার রুস্তম্পুর ইউনিয়নের ভারত সীমানার পাশে অবস্থিত এই স্থান টি,  এখানে স্বচ্ছ পানির দেখা মিলে, ভারতের পাহাড় থেকে অবিরত পানি আসার ফলে ট্রাভেলার রা পাথরের মধ্যে দাঁড়িয়ে পানি আসা উপভোগ করে,  অনেকে স্বচ্ছ পানি দেখে গোসল করে।

যা দেখতে পাবেনঃ খাসিয়া পুঞ্জি থেকে নেমে আসা স্বচ্ছ পানি,  ভারতে খাসিয়া পুঞ্জি বাজার,  সস্তায় ভারতীয় পন্য কিনা যায়,বাজার সাধারনত দিনে সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলে এর পর বাজার থেকে বেড় হয়ে আসতে হবে। 

কিভাবে যাবেনঃ ঢাকা থেকে সিলেট, বাস,ট্রেন,প্লেইন দিয়ে যাতায়াত করা যায়।

বাসস্টান্ডঃ ঢাকার সায়েদাবাদ, মহাখালী থেকে সিলেটের যে কোন বাসে করে যাওয়া যায়.

বাস ভাড়াঃ ৩০০-১২০০ টাকার মধ্যে হবে।

রেললাইনে যাতায়াতঃ ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে সিলেট গামী যে কোন ট্রেনে করে যাওয়া যাবে. ভাড়া ২৫০-৪০০ টাকা হবে।

প্লেইনঃ ঢাকা সিলেট যাতায়াত করে নিয়মিত বিজনেস ক্লাস বিমান ভাড়া অনলাইনে দেখে নিবেন। 

সিলেট আম্বখানা পয়েন্ট থেকে সিএনজি করে যাওয়া যাবে. হাদারপাড়া আম্বরখানা থেকে হাদারপাড়া বাজারের ভাড়া ৮০-১০০ টাকা নিবে জন প্রতি।

থাকার যায়গাঃ সিলেট শহরে অনেক ভাল মানের হোটেল আছে, আপনাদের ইচ্ছামত যে কোন মানের হোটেলে থাকতে পারবেন।

খাবারঃ সিলেট শহরে অনেক ভাল ভাল নামিদামি হোটেল আছে সেখানে খেতে পারবেন।







 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪