শায়েস্তাগঞ্জ উপজেলা

শায়েস্তাগঞ্জ উপজেলা সম্পর্কে জেনেনিন


Sayestaganj Upazila হবিগঞ্জ জেলার সর্বশেষ গঠিত বাংলাদেশের ৪৯২ তম উপজেলা হিসেবে ২০ নভেম্বর ২০১৭ সালে ঘোষনা করা হয়। শায়েস্তাগঞ্জ উপজেলায় তিন টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত পূর্নাঙ্গ উপজেলা।বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম একটি উপজেলা হিসেবে পরিচিত।

শায়েস্তাগঞ্জের নামকরণের ইতিহাস 

সিপাহসালাহ সৈয়দ নাছিরউদ্দিনের অধস্তন নবম বংশধর লস্করপুর হাবিলির সৈয়দ হামিদ রাজার পুত্র সৈয়দ শায়েস্তা মিয়া খোয়াই নদীর পাড়ে একটি বাজার প্রতিষ্টা করেন।প্রায় তিনশত বছর পূর্বে খোয়াই নদীর পশ্চিম তীরে হাটটি বসত।

প্রথম হাটটিকে শায়েস্তা মিয়ার হাট নামে নামকরণ করা হয়। শায়েস্তা+ গঞ্জ মিলে শায়েস্তাগঞ্জ নামে রুপ নিয়েছে।পরবর্তীতে ব্রিটিশরা যখন রেলস্টেশন এখানে নির্মাণ করেন তারপর থেকে শায়েস্তাগঞ্জ নামকরণ করা হয়।কাগজে কলমে।


শায়েস্তাগঞ্জ উপজেলার অবস্থান

দক্ষিণে- হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা, পূর্বে- চুনারুঘাট উপজেলা, উত্তরে- হবিগঞ্জ সদর উপজেলা এবং পশ্চিমে- হবিগঞ্জ সদর উপজেলা অবস্থিত।


এক নজরে শায়েস্তাগঞ্জ উপজেলা 

শায়েস্তাগঞ্জ উপজেলার আয়তন কত?

শায়েস্তাগঞ্জ উপজেলার আয়তন ৩৯.৫৫ বর্গকিলোমিটার।

শায়েস্তাগঞ্জ উপজেলা বাংলাদেশের কততম উপজেলা?

শায়েস্তাগঞ্জ উপজেলা ৪৯২ তম উপজেলা।

শায়েস্তাগঞ্জ উপজেলা কত সালে ঘোষনা করা হয়

শায়েস্তাগঞ্জ উপজেলা ২০ নভেম্বর ২০১৭ সালে ঘোষনা করা হয়।

সবচেয়ে ছোট উপজেলা কোনটি

শায়েস্তাগঞ্জ উপজেলা 

শায়েস্তাগঞ্জ পৌরসভা কবে গঠিত হয়

শায়েস্তাগঞ্জ পৌরসভা ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল, ২০১৩ সালে প্রথম শ্রেণীর একটি পৌরসভায় উন্নতি করা হয়।

শায়েস্তাগঞ্জ উপজেলার ইউনিয়ন কয়টি

শায়েস্তাগঞ্জ উপজেলায় ৩ টি ইউনিয়ন।

শায়েস্তাগঞ্জ উপজেলার ইউনিয়ন সমূহের নাম।

  • নুরপুর ইউনিয়ন 

  • ব্রাহ্মণডুরা ইউনিয়ন 

  • শায়েস্তাগঞ্জ ইউনিয়ন 

শায়েস্তাগঞ্জ পৌরসভা কত সালে প্রতিষ্ঠিত হয়

শায়েস্তাগঞ্জ পৌরসভা ১৯৯৮ সালে গঠিত হয়। এবং ২০১৩ সাল থেকে প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে ধরা হয়।

শায়েস্তাগঞ্জ উপজেলার নদ-নদী

  • খোয়াই নদী 

  • সুতাং নদী

শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন কত সালে প্রতিষ্ঠা করা হয়

শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন ১৯০৩ সালে প্রতিষ্টা করা হয়।

শায়েস্তাগঞ্জ উপজেলায় কতটি রেলস্টেশন রয়েছে

মোট ২ টি রেল স্টেশন রয়েছে

  • সুতাং রেলস্টেশন

  • শায়েস্তাগঞ্জ রেলস্টেশন 

শায়েস্তাগঞ্জ উপজেলার হাট-বাজার কয়টি

শায়েস্তাগঞ্জ উপজেলার হাটবাজার ৪টি।

  • কেশবপুর গরুর বাজার

  • পুরাইকলা বাজার

  • সুতাং বাজার

  • বাছিরগঞ্জ বাজার

শায়েস্তাগঞ্জ পৌর হাট- বাজার কয়টি

শায়েস্তাগঞ্জ পৌরসভায় ৩ টি হাট বাজার রয়েছে নিম্নে হাটবাজারে নাম গুলো দেওয়া হল.

  • শায়েস্তাগঞ্জ পুরান বাজার

  • দাউদনগর বাজার 

  • শায়েস্তাগঞ্জ পৌর পশুর- হাট

শায়েস্তাগঞ্জ উপজেলায় জলমহাল কয়টি

শায়েস্তাগঞ্জ উপজেলায় ১টি জলমহাল রয়েছে।

শায়েস্তাগঞ্জ উপজেলায় বালু মহাল কয়টি

শায়েস্তাগঞ্জ উপজেলায় একটি বালু মহাল রয়েছে। খোয়াই নদী থেকে নিয়মিত মোটা বালু উত্তলন করে থাকে।

শায়েস্তাগঞ্জ উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠান কয়টি

  • কলেজ ০২ টি

  • শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজ 

  • জহুরচাঁন বিবি মহিলা কলেজ

  • উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ০৬ টি

  • কামিল মাদ্রাসা ০১ টি 

  • সরকারি প্রাথমিক বিদ্যালয় ২৮ টি

শায়েস্তাগঞ্জ উপজেলার স্বাস্থ্য সেবা

  • উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ০২ টি

  • ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ০২ টি

শায়েস্তাগঞ্জ উপজেলায় হাইওয়ে থানা কয়টি 

শায়েস্তাগঞ্জ উপজেলায় হাইওয়ে থানা ০১ টি।

শায়েস্তাগঞ্জ উপজেলার রপ্তানি পণ্য কি কি

  • মাছ, রেনু পোনা,বালু ইত্যাদি 

শায়েস্তাগঞ্জ উপজেলা কিসের জন্য বিখ্যাত 

শায়েস্তাগঞ্জ উপজেলা বেশ কিছু কারনে বিখ্যাত। এখানে গজার মাছের মাজার রয়েছে, শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন, শায়েস্তাগঞ্জ হাওইয়ে থানা, নতুন ব্রীজ গোল চত্বর। পাশাপাশি শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজ এবং শায়েস্তাগঞ্জ কামিল মাদ্রাসা  উপজেলায় আখের রস এর জন্য বিখ্যাত।

শায়েস্তাগঞ্জ উপজেলার অর্থনীতি 

শায়েস্তাগঞ্জ উপজেলার বেশিরভাগ মানুষ কৃষিকাজের সাথে জড়িত,পাশাপাশি মৎস চাষ করে এবং শায়েস্তাগঞ্জ উপজেলায় বেশ কয়েকটি ইউনিয়নে বাঁশ চাষকরা হয়। সেগুলো বাজারে পাইকারি বিক্রি করে। বর্তমানে শায়েস্তাগঞ্জ উপজেলায় ইট বিক্স বেশ কয়েকটি বড় শিল্প প্রতিষ্ঠান রয়েছে, এখানে শত শত শ্রমিক চাকুরি করে।

শায়েস্তাগঞ্জ উপজেলার বিখ্যাত খাবার কি

হবিগঞ্জ জেলার অন্যান্য উপজেলার মতই শায়েস্তাগঞ্জ উপজেলা,তবে শায়েস্তাগঞ্জ উপজেলায়, বাপাপিটা, পাটিপাসটা ও নারিকেল পিঠা জনপ্রিয়। এবং শীত মৌসুমে আখের রস দিয়ে নানান রকমের পিঠা খাওয়ার প্রচলন রয়েছে এখানে।

শায়েস্তাগঞ্জ উপজেলার ধর্মীয় প্রতিষ্ঠান 

  • মসজিদ

  • মন্দির

শায়েস্তাগঞ্জ উপজেলায় অফিস সমূহ

  • পল্লী বিদ্যুৎ সমিতি ০১

  • বি এ ডি সি গুদাম ০১ 

  • রেলওয়ে জনশন ০১ টি

  • টেলিফোন একচেঞ্জ ০১ টি

  • ফায়ার সার্ভিস ও ডিফেন্স ০১ টি

  • পোস্ট অফিস ০১ টি

  • প্রানী হাসপাতাল ০১ টি

  • হাইওয়ে থানা ০১ টি

  • শিল্পকারখানা ০৭ টি

শায়েস্তাগঞ্জ উপজেলার দর্শনীয় স্থান 

  • গায়েবী গজার মাছের পুকুর

  • শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন 

  • সুতাং নদী

  • খোয়াই রেলওয়ে সেতু

  • সুরাবই বাশঁ বাগান

  • শায়েস্তাগঞ্জ গোলচক্কর 

  • ঐতিহ্যবাহী সুতাং বাজার

  • কেশবপুর গরুর হাট

  • সুতাং রেলওয়ে সেতু

বাংলাদেশের অন্যতম একটি উপজেলা শায়েস্তাগঞ্জ উপজেলা বর্তমানে শিল্পকারখানা এ উপজেলায় গড়ে উঠেছে।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪