জ্বীনের মসজিদ,লক্ষীপুর

মসজিদে ই আব্দুল্লাহ জ্বীনের মসজিদ রায়পুর লক্ষীপুর


জ্বীনের মসজিদ হিসেবে খ্যাত লক্ষীপুর জেলার রায়পুরে দেনায়েতপুর নামক স্থানে 
আনুমানিক ১৮শতকের শেষার্ধে নির্মিত হয়েছে মসজিদটি।


জ্বীনের মসজিদের অবকাঠামো,দিল্লীর শাহী মসজিদের নকশায় নির্মিত দৈর্ঘ্য ১১০ফুট,
প্রস্থ৭০ফুট এবং মাঠি থেকে ১০ফুট উচুঁতে অবস্থিত মসজিদটি।মসজিদের ভিটার উচ্চতা 
১৫ফুট, ১৩ধাপ সিঁড়িযুক্ত।দেওয়ালের প্রস্থ ৮ফুট।মসজিদের সামনের দিকে ২৫ফুট 
উচ্চতার তিন গম্ভুজ বিশিষ্ট একটি মিনার রয়েছে।


মসজিদের দক্ষিণাংশে একটি প্রকোষ্ট রয়েছে যেটি সব সময় কালো পানি ধারা পূর্ণ থাকে।
মসজিদের তলদেশে ২০ফুঁট নিচে রয়েছে ৩টি রুম প্রতিটি রুম ইবাদতের জন্য নির্মিত হয়েছিল।


এখানে বসে ধ্যানে মগ্ন থাকতেন মসজিদের প্রতিষ্ঠাতা মাওলানা আবদুল্লাহ।জ্বীনের 

মসজিদের সামনে একটি দিঘী রয়েছে,এখানে মসজিদে আগত মুসুল্লিরা ওযু করে থাকে।

জ্বীনের মসজিদে যাতায়াতের ব্যবস্থা লক্ষীপুর জেলার রায়পুর পৌর শহর 
থেকে ৮/৯শ গজ পূর্বে পীর ফয়েজ উল্লাহ সড়কের দক্ষিণ দিকে অবস্থিত।



মসজিদে ই আব্দুল্লাহ জ্বীনের মসজিদ রায়পুর লক্ষীপুর  জ্বীনের মসজিদ হিসেবে খ্যাত লক্ষীপুর জেলার রায়পুরে দেনায়েতপুর নামক স্থানে  আনুমানিক ১৮শতকের শেষার্ধে নির্মিত হয়েছে মসজিদটি।  জ্বীনের মসজিদের অবকাঠামো,দিল্লীর শাহী মসজিদের নকশায় নির্মিত দৈর্ঘ্য ১১০ফুট, প্রস্থ৭০ফুট এবং মাঠি থেকে ১০ফুট উচুঁতে অবস্থিত মসজিদটি।মসজিদের ভিটার উচ্চতা  ১৫ফুট, ১৩ধাপ সিঁড়িযুক্ত।দেওয়ালের প্রস্থ ৮ফুট।মসজিদের সামনের দিকে ২৫ফুট  উচ্চতার তিন গম্ভুজ বিশিষ্ট একটি মিনার রয়েছে।  মসজিদের দক্ষিণাংশে একটি প্রকোষ্ট রয়েছে যেটি সব সময় কালো পানি ধারা পূর্ণ থাকে। মসজিদের তলদেশে ২০ফুঁট নিচে রয়েছে ৩টি রুম প্রতিটি রুম ইবাদতের জন্য নির্মিত হয়েছিল।  এখানে বসে ধ্যানে মগ্ন থাকতেন মসজিদের প্রতিষ্ঠাতা মাওলানা আবদুল্লাহ।জ্বীনের  মসজিদের সামনে একটি দিঘী রয়েছে,এখানে মসজিদে আগত মুসুল্লিরা ওযু করে থাকে।  জ্বীনের মসজিদে যাতায়াতের ব্যবস্থা লক্ষীপুর জেলার রায়পুর পৌর শহর  থেকে ৮/৯শ গজ পূর্বে পীর ফয়েজ উল্লাহ সড়কের দক্ষিণ দিকে অবস্থিত।




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪