বাংলা ২য় পত্র শ্রেনী অষ্টম বহুনির্বাচনী প্রশ্ন

 গোড়ান আদর্শ উচ্চ বিদ্যালয় 


অর্ধ বার্ষিক পরীক্ষা -২০১৭ইং


শ্রেনী ঃ অষ্টম


বিষয় ঃ বাংলা ২য় পত্র


বিষয় কোডঃ ১০২


সময় ঃ ২০ মিনিট                   পূর্নমান -২০ 


বহুনির্বাচনী প্রশ্ন (২০টি)


[বিশেষ দ্রষ্টব্যঃ সরবরাহকৃত বহুনির্বাচনী অভীক্ষার উত্তর পত্রের ক্রমিক নম্বরের বিপরীতে সঠিক উত্তরের বর্ণে কালো কালির বল পয়েন্ট কলম দ্বারা টিক (√) চিহ্ন দাও। প্রতিটি প্রশ্নের মান-১]




১. লিঙ্গ শব্দের অর্থ কী? 


    ক) বিভক্তি যোগ     খ) প্রত্যয় যোগ 


    গ) চিহ্ন বা লক্ষন     গ) মিলন 


২. প্রত্যয়যোগে গঠিত স্ত্রী বাচক শব্দ কোনটি? 


    ক) কান     খ) রানী 


    গ) নদী     ঘ) পতœী 


৩. কোনটি “আনী” প্রত্যয়যোগে গঠিত স্ত্রী লিঙ্গ? 


    ক) গুনবতী    খ) কপোতী 


    গ) ঠাকুরানী     ঘ) জেলেনী 


৪.    বচন অর্থ কী? 


    ক) সংখ্যার ধারনা     খ) গননার ধারনা 


    গ) ক্রমের ধারনা     ঘ) পরিমানের ধারনা 


৫.    কোনটি বিশেষ্যের একবচন নিদেশ করে? 


    ক) টি     খ) গুলি 


    গ) বা     ঘ) পাল 


৬. “বৃন্দ” এর সঠিক প্রয়োগ হবে কোনটিতে/ 


    ক) পক্ষী     খ) টাকা 


    গ) ছাত্র     ঘ) পর্বত 


৭. কোনটি সঠিক বহুবচন?


    ক) সুধীদল     খ) সুধীগত 


    গ) সুধী মন্ডলী     ঘ) সুধী সব 


৮. ‘বহর’ কোন শ্রেনির বিশেষ্য 


    ক) নাম বাচক     খ) সমষ্টি বাচক 


    গ) জাতি বাচক     ঘ) ভাববাচক 


৯. ‘সততা’ কোন পদের উদাহরন 


    ক) অব্যয়     খ) ক্রিয়া 


    গ) ভাব বাচক বিশেষ্য     ঘ) গুনবাচক বিশেষ্য 


১০. সর্বনামের প্রতিনিধি স্থানীয় কোনটি? 


    ক) বিশেষ্য     খ) বিশেষন 


    গ) অভ্যয়     ঘ) ক্রিয়া 


১১. বাংলা ব্যাকরনে পুরুষ কত প্রকার? 


    ক) তিন     খ) চার 


    গ) পাঁচ     ঘ) ছয় 


১২. ‘তিনি’ কোন পুরুষের কোন রূপ? 


    ক) মধ্য পুরুষের সাধারন রুপ 


    খ) নাম পুরুষের সাধারন রুপ 


    গ) মধ্যম পুরুষের সম্ভ্রমাতœক রুপ 


    ঘ) নাম পুরুষের সমভ্রাতœক রুপ 



১৩. ‘যতœ করলে রতœ মিলে’ - ‘করলে’ কোন ক্রিয়ার উদাহরন 


    ক) অকর্মক     খ) সমাপিকা 


    গ) দ্বিকর্মক     ঘ) অসমাপিকা 


১৪. ধাতুর পরে কী যুক্ত হলে তা ক্রিয়াপদ হয়? 


    ক) উপসর্গ     খ) অনুসর্গ 


    গ) প্রত্যয়     ঘ) বিভক্তি 


১৫. প্রপাকৃতের মাধ্যমে কোন ধাতু আমাদের ভাষায় এসে গেছে? 


    ক) সংস্কৃত ধাতু     খ) মৌলিক ধাতু 


    গ) সাধিত ধাতু     ঘ) খাঁটি বাংলা ধাতু 


১৬. কোন বাক্যটির ক্রিয়া সকর্মক 


    ক) সন্ধ্যা আলো     


    খ) আকাশে চাঁদ দেখা যায় 


    গ) আকাশে চাঁদ যে মাটিতে নেমেছে 


    ঘ) শিমুটি কাঁদে 


১৭. কাল কাকে বলে? 


    ক) ক্রিয়া সংগঠনের সময়কে 


    খ) যে কোন সময়কে 


    গ) কর্ত যা করে তাকে 


    ঘ) ক্রিয়ার কালকে 


১৮. অপু ভাত খেয়েছে - কোন কাল 


    ক) সাধারন অতীত     খ) ঘটমান অতীত 


    গ) পুরাঘটিত বর্তমান     ঘ) পুরাঘটিত অতীত 


১৯. কোন কালে অনুজ্ঞার ব্যবহার নেই? 


    ক) বর্তমান কালে     খ) অতীত কালে 


    গ) ভবিষ্যৎ কালে     ঘ) ঘটমান অতীত কালে 


২০. দয়া করে কাল এসো- বাব্যস্থিত ক্রিয়াটি কোন কাল নির্দেশ করে।     ক) সাধারন ভবিষ্যৎ     খ) ঘটমান ভবিষ্যৎ 


    গ) পুরাঘটিত ভবিষ্যৎ     ঘ) ভবিষ্যৎ অনুজ্ঞা 












 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪