ব্লগবিডি.কম
https://www.vlogbd.com/2022/08/bagerhat-district.html
বাগেরহাট জেলার দর্শনীয় স্থান
Bagerhat District,বাংলাদেশের উল্লেখযোগ্য জেলা হিসেবে পরিচিত,জেলাটি খুলনা বিভাগের প্রশাসনিক অঞ্চল।
বাগেরহাট জেলা নামকরণের ইতিহাস,বেশ কয়েকটি মতামত পাওয়া যায়,এর মধ্যে উল্লেখযোগ্য মতামত হল, সুন্দরবনের পাশাপাশি হওয়ায় এখানে বাঘের উপদ্রব বেশি ছিল. বিধায় লোকমুখে এই স্থান টি কে বাগেরহাট বলে ডাকা শুরু করে।তবে প্রসিদ্ধ মতামত টি প্রচলিত ভৈরব নদীর উত্তর দিকে হাড়িয়াখালী থেকে বর্তমান বাজার পর্যন্ত লম্বা একটি বাকঁ ছিল,বাকের পুরাতন এলাকায় একটি বাজার বসত।হাটের নামে স্থানটি বাঁকেরহাট বলে ডাকা হত।বাঁকের থেকে বাগেরহাট নামকরণ করা হয়।বাগেরহাটের অবস্থান বঙ্গোপাসাগরের কুল ঘেষে বাগেরহাট জেলা অবস্থিত।বাগেরহাট খুব পুরনো না হলেও ভুখন্ডটি ইতিহাস সমৃদ্ধ,বহু প্রাচীন জনপদের সমকালীন,হযরত খানজাহান আলী এর আগমনের বহুপূর্ব হতেই বাগেরহাটের বিস্তৃত জনপদ ছিল।বাগেহাট জেলায় বাংলাদেশের সবচেয়ে বড় সুন্দরবন অবস্থিত।বাগেরহাট জেলা জুড়ে।
বাগেরহাট জেলার দর্শনীয় স্থান
মসজিদের শহর,ষাট গম্ভুজ মসজিদ
খানজাহান আলী সমাধি
কোদলা মঠ
ঠান্ডা পীরের মসজিদ
সুন্দরবন
ঢাংমারী বন্যপ্রাণ অভয়ারণ্য
মাঝেরচর
শরণখোলা
চাঁদপাই বন্যপ্রাণ অভয়ারণ্য
দুধমুখী বন্যপ্রাণী অভয়ারণ্য
সুন্দরবন পূর্ব বন্যপ্রাণ অভয়ারণ্য
দুবলার চর
কটকা সমুদ্র সৈকত
টাইগার পয়েন্ট
মংলা বন্দর
সুন্দরবন রিসোর্ট
চন্দ্রমহল রনজিতপুর
বাগেরহাট জাদুঘর
ডিসি পার্ক সহ বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে বাগেরহাটে।
পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন
আপনার জন্য আরো কিছু পোস্ট
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন