ব্লগবিডি.কম
https://www.vlogbd.com/2022/08/narail-district.html
নড়াইল জেলার দর্শনীয় স্থান
Narail District বাংলাদেশের অন্যতম খুলনা বিভাগের প্রশাসনিক অঞ্চল।
নড়াইল জেলার ইতিহাস,নড়াইল জেলার ইতিহাস ও ঐতিহ্যে ভরপুর।নড়াইল ১৮৬১সালে যশোর জেলার
অধীনে ছিল,নড়াইল মহকুমা প্রতিষ্টিত হয়।পরবর্তীতে ১৯৮৪সালে মহকুমা ভেঙ্গে জেলায় রুপান্তর
করা হয়।নড়াইল জেলায় বেশ কিছু নদ-নদী,হাওর-বাউর রয়েছে।
নড়াইল জেলার দর্শনীয় স্থান, নড়াইল জমিদারবাড়ি,হাটবাড়িয়া জমিদারবাড়ি।
এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়।নলদীতে গাজীর দরগা,
উজিরপুর রাজা কেশব রায়ের বাড়ি,লক্ষীপাশার কালিবাড়ি।
চিত্রা রিসোর্ট,নিরিবিলি পিকনিক বোর্ড,স্বপ্নবিথী,বাঁধাঘাট,চিত্রা নদী।
পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন
আপনার জন্য আরো কিছু পোস্ট
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন