ময়মনসিংহ জেলা
বাংলাদেশের চতুর্থ বৃহত্তর শহর ময়মনসিংহ,পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত।ময়মনসিংহ জেলা(mymensingh zilla) জেলার বুক দিয়ে ছোট বড় অসংখ্য নদী বয়ে চলেছে,কাঁচামাটিয়া,,মঘা,
সোয়াই নদী সহ বেশ কিছু নদী এ জেলায় অবস্থিত।বাংলাদেশের একমাত্র মৎসগবেষণা ইন্সটিটিউট ময়মনসিংহে অবস্থিত।বাংলাদেশের উল্লেখযোগ্য গারো পাহাড় ময়মনসিংহ জেলায়।
mymensing district |
বাংলাদেশের বেশ কিছু উল্ল্যেখযোগ্য টুরিস্ট স্পর্ট (mymensingh historical place)।
ময়মনসিংহ জেলার পর্যটন স্পর্ট গুলো হল।
মুক্তাগাছা জমিদার বাড়ি,আলেকজান্ডার ক্যাসেল,শশী লজ,ময়মনসিংহ জাদুঘর,শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালা,ময়মনসিংহ সার্কিট হাউজ,সিলভার ক্যাসেল,বিপিন পার্ক,কাদিগড় জাতীয়উদ্যান,বোটানিক্যাল গার্ডেন,গৌরীপুর লজ,কেল্লা তাজপুর,আলাদীন্স পার্ক,তেপান্তর সুটিং স্পর্ট,কুমির খামার,গারো পাহাড়,
চীনা মাটির টিলা,কালো শাহ দিঘী,রাজ রাজেশ্বর ওয়াটার টাওয়ার,গৌরীপুর জমিদার বাড়ি,
আঠারো বাড়ি জমিদার বাড়ি,
রাজিবপুর জমিদার বাড়ি।
ময়মনসিংহ জেলায় যাতায়াত করা খুব সহজ,সড়ক পথ,ট্রেন পথ দিয়ে সহজে যাতায়াত করা যায় রাজধানী ঢাকা থেকে।
watching video