ব্লগবিডি.কম https://www.vlogbd.com/2022/04/mymensingh-division.html

ময়মনসিংহ বিভাগ


বাংলাদেশের পুরুনো জনপদের নাম ময়মনসিংহ, ঐতিহাসিক স্থান হিসেবে নাম রয়েছে।অঞ্চলটি বারভূঁইয়ারা  শাসন করত,হাওর বাওর বৈষ্টিত, জনপদটি. দেশের সেরা বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে।


বৃহত্তর ময়মনসিংহ বর্তমানে বাংলাদেশের আট টি বিভাগের অন্যতম একটি বিভাগ।

মোট চারটি জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত হয়।

জেলা গুলো হল:

ময়মনসিংহ জেলা

জামালপুর জেলা

শেরপুর জেলা 

নেত্রকোনা জেলা


দর্শনীয় স্থান:

চারটি জেলায় জমিদারবাড়ি,হাওর,নদী,পাহাড়,লেক,রিসোর্ট পর্যটন স্পর্ট রয়েছে।বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ময়মনসিংহ বিভাগের সৌন্দর্য্য উপভোগ করতে ছুটে আসে।


উল্ল্যেখযোগ্য স্থান গুলো হল,বিরিশিরি,গারু পাহাড়,মায়াবিলেক, চিনামাটির পাহাড়,গারু ক্যালচারাল একাডেমি সহ অনেক গুলো উলেখ্যযোগ পর্যটনকেন্দ্র রয়েছ।


যাতায়াত: ময়মনসিংহ বিভাগের জেলা গুলোতে যাতায়তের সহজ মাধ্যম বাস,ট্রেইন,লঞ্চ দিয়ে যাতায়াত করা যায়। হাওর বৈষ্টিত ময়মনসিংহ শিক্ষা নগরী হিসেবে খ্যাত। সময় পেলে ময়মনসিংহের পর্যটনকেন্দ্রগুলো ঘুরে আসতে পারেন।


পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

অর্ডিনারি আইটি কী?