বর্ষিজোড়া ইকোপার্ক মৌলভীবাজার

মৌলভীবাজার শহরের দক্ষিন পাশে ২ কিলোমিটার দুরে অবস্থিত বর্ষিজোড়া ইকোপার্ক।ছোট বড় অনেক টিলা ঘিরে ইকোপার্ক গঠিত হয়েছে।


সংরক্ষিত বনাঞ্চল হিসেবে পরিচিত।পুর্বে নাম ছিল লাউডগা রিজাভ ফরেস্ট।
২০০৬সালে ৮৮৭ একর বনাঞ্চলের জায়গা কে ইকোপার্ক ঘোষনা করেন।
বিভিন্ন জাতের গাছ-পালা,বন্যপ্রাণী সমৃদ্ধ বর্ষীজোড়া ইকোপার্ক।
বনের প্রধান  উদ্ভিদ,গরান,শাল,লোহাকাঠ,জারুল,তেলসুন্দর,চিকরাশি সহ আরও অনেক ধরনের গাছপালা রয়েছে।
বর্ষিজোড়া ইকোপার্কের মধ্যে বিভিন্ন  প্রজাতির বন্যপ্রানীর দেখা মিলে।
যেসব প্রাণীগুলো রয়েছে, মায়াহরিন,বানর,হনুমান,কাঠবিড়াল,
মেচোবাঘ,গুইসাপ,সজারু,বনরুই.
বর্ষীজোড়ায় বন্যপ্রাণী কি আছে? শালিক,পেঁচা,বনমোরগ,দোয়েল ইত্যাদি পাখির দেখা মিলে ইকোপার্কে।
পার্কের মধ্যে দুইটি কটেজ রয়েছে, কটেজ গুলো গেইটের ১০০হাত দুরে অবস্থিত, কটেজের দিকে ঘুরতে গেলে ঘন জঙ্গলের দেখা মিলে,যেখানে লতা পাতা পাখির কলকাতনি শোনা যায়।
বর্ষিজোড়া ইকোপার্কের মধ্যে ১কিলোমিটার রয়েছে,রাস্তাটি গ্রামের ভিতরে গিয়ে শেষ হয়েছে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ইকোপার্কের বড় বড় গাছে দেখা মিলে।
বর্ষিজোড়া ইকোপার্কটি ঘুরতে গেলে প্রাকৃতিক পরিবেশের সাথে কিছু সময় ব্যয় করতে পারবেন সেখানে রয়েছে প্রকৃতি উপভোগের সুযোগ সুবিধা, সুযোগ পেলে ঘুরে আসতে পারেন ইকোপার্ক থেকে।
কিভাবে যাবেন:
ঢাকা হতে সায়েদাবাদ,মহাখালী,ফকিরাপুল থেকে বাসে করে মৌলভীবাজার শহরে আসতে হবে।
ভাড়া.৩০০/৪০০ টাকা নিবে.
ট্রেনযুগে:
ঢাকার কমলাপুর হতে ট্রেন যোগে শ্রীমঙ্গল/কুলাউড়া রেল স্টেশনে নামতে হবে.
ভাড়া.২৫০/৩৫০ টাকা নিবে.

মৌলভীবাজার শহর থেকে ২ কিলোমিটার দুরে  সিএন জি অথবা টমটমে যাতায়াত করা যায় সোনামপুর বর্ষিজোড়া ইকোপার্কে।
ভাড়া: জনপ্রতি. ৩০/৫০ টাকা

কোথায় থাকবেন: মৌলভীবাজার শহরে ভালো মানের হোটেল আছে সেখানে থাকতে পারবেন.
কোথায় খাবেন: মৌলভীবাজার শহরে  ভালো হোটেল আছে সেখানে সুস্বাদু খাবার খেতে পারবেন.

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪