পাথারিয়া পাহাড় মৌলভীবাজার

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় পাথারিয়া পাহাড়ের অবস্থান,পূর্বে পাহাড়ের নাম ছিল (আদম আইল)পাহাড়.পাথারিয়া পাহাড়ের উপর থেকে জন্ম নিয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় জলপ্রপাত মাধবকুন্ড.১০০০ হাজার বছরে পূর্বে পাহাড়টিতে পাথারিয়া নাগা আদিবাসী সম্প্রদায়ের লোক বসবাস ছিল।আদিবাসী সম্প্রদায়ের লোকের নাম অনুসারে পাথারিয়া পাহাড়ের নাম করন করা হয়েছে।


পাথারিয়া পাহাড় এক সময় গহীন অরন্যে ভরপুর ছিল,সেখানে কমলা লেবুও বিভিন্ন ফলমুল চাষাবাদ করা হত।বর্তমান সময়ে বন উজার হওয়াতে সেখানে পর্যটন নগরী হিসেবে মৌলভীবাজার জেলা প্রশাসক কতৃক স্থাপন করেন,ইকোপার্ক।


পাথারিয়া পাহাড়ে দুটি জল প্রপাত রয়েছে, একটি গহীন বনে, পরিকুন্ড জলপ্রপাত নামে পরিচিত,আরেকটি জলপ্রপাত হল মাধবকুন্ড জলপ্রপাত যা বাংলাদেশের সবচেয়ে বড় জলপ্রপাত হিসেবে পরিচিত।এখানে রয়েছে পাথারিয়া পাহাড়ে অনেক ধরনের গাছপালা রয়েছে,এর মধ্যে উল্লেখযোগ্য হল,আগরগাছ,নাগকেশর গাছ,পালান গাছ,বাঁশ গাছ, কমলা লেবুর গাছ  রয়েছে পাথারিয়া পাহাড়ে।


কিভাবে যাবেন:ঢাকা হতে সায়েদাবাদ,মহাখালী,ফকিরাপুল থেকে বাসে করে মৌলভীবাজার হয়ে মাইজগাঁও আসতে হবে.
ভাড়া.৩০০/৪০০ টাকা নিবে.
ট্রেনযুগে:
ঢাকার কমলাপুর থেকে ট্রেন যোগে কুলাউড়া অথবা মাইজগাঁও রেল স্টেশনে নামতে হবে.
ভাড়া.২৫০/৩৫০ টাকা নিবে.
কিভাবে যাবেন: মাইজগাঁও রেলস্টেশন হতে সিএনজি যোগে মাধবকুন্ড জলপ্রপাতে সিএন জি দিয়ে যাতায়ত করা যায়।
ভাড়া: জনপ্রতি. ৩০/৫০ টাকা


কোথায় থাকবেন: মাধবকুন্ড জলপ্রপাতের কাছে জেলাপ্রশাসক কর্তৃক রেস্ট হাইজ আছে, আগে বুকিং দিলে সেখানে রাতে থাকা যাবে / অথবা মাইজগাঁও টাউনে থাকার যায়গা আছে।
কোথায় খাবেন: মাইজগাঁও টাউনে অনেক  ভালো মানের হোটেল আছে সেখানে খাবার খেতে পারবেন.






এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪