হাইল হাওর মৌলভীবাজার

হাইল-হাওড়-মৌলভীবাজার-moulvibazar

মৌলভীবাজার জেলার অন্যতম হাইল হাওর শ্রীমঙ্গলও হবিগঞ্জের বাহুবল উপজেলার কিছু অংশ নিয়ে গঠিত হাইল হাওর।

হাওর দুটি জেলার সীমানার মধ্যবর্তী অবস্থানে,পর্যটকরা ছুটে চলে আসে হাওরের সৌন্দর্য্য উপভোগ করতে।
হাওরে মোট১৪টি ছোট বড় বিল এবং পানি নিস্কাশনের জন্য রয়েছে ১৩টি নালা।
প্রায় ১০ হাজার হেক্টর জমি নিয়ে হাওর গঠিত, ৪ হাজার হেক্টর জমি প্লাবন ভূমি,৪হাজার ৫১৭হেক্টর ভূমি, ১হাজার৪হেক্টর বিল,এবং৫০হেক্টর নদী।
হাইল হাওরে বিভিন্ন প্রজাতির পশু-পাখিও অন্যান্য পাণীর দেখা মিলে। বক,শালিক,পাতিহাঁস,ময়না,কড়ুইপাখি,টিয়া পাখি,
প্রাণীদের মধ্য উল্ল্যেখযোগ্য সাপ,ব্যাঙ্গ,
গুইসাপ,কেকশেয়াল,মেচোবাঘ,ইত্যাদি।
হাওরে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে এর মধ্যে অন্যতম রুই,কাতলা, চিতল,কই,পাবদা,রিটা,নাফতানি,বাইম,
মাগুড়মাছ,ল্যাইটটা,তিতপুটি,নাপিত কই মাছের দেখা মিলে।

পর্যটকরা কি দেখতে পাবেন?
হাইল হাওরে বর্ষায় সময় পানিতে টলমল করে নৌকা দিয়ে হাওরে ঘুরে হাওরের সৌন্দর্য্য উপভোগ করতে পারবেন।
হাইল হাওরে শীতের সময় ভ্রমণ করা  উপযুক্ত সময় তখন বিলের পানি কম থাকার ফলে এখানে অথিতি পাখির বসতি স্থাপন করে তিন মাসের জন্য।
তখনকার সময়ে হাওরের মাছ গুলো কম পানিতে খেলা করে।
হাওরের কিছু কটেজ আছে সেখানে পর্যটকরা থাকার ব্যবস্থা রয়েছে।রাত যাপন করে হাওর বিলাস করতে পারবেন।

কিভাবে যাবেনঃ
ঢাকা থেকে সায়েদাবাদ,মহাখালী,
ফকিরাপুল বাসে করে শ্রীমঙ্গল শহরে আসতে হবে।
ভাড়া.৩০০/৪০০ টাকা নিবে.
ট্রেনযুগে:
ঢাকার কমলাপুর হতে শ্রীমঙ্গল স্টেশনে নামতে হবে।
ভাড়া.২৫০/৩৫০ টাকা নিবে.
হাইল হাওরে কিভাবে যাবেন:
শ্রীমঙ্গল শহর থেকে ৩কিলোমিটার দুরে বরুনা গ্রামে যেতে হলে উপজেলা ভূমি অফিসের অপর দিকে উকিল পাড়া রাস্তা দিয়ে যেতে হবে।
যাতায়ত: টম টম /রিক্সা.
ভাড়া: জনপ্রতি. ৫০ টাকা

কোথায় থাকবেন: হাইল হাওরে রাতে থাকার জন্য কটেজ আছে সেখানে থাকতে পারবেন.অথবা শ্রীমঙ্গল টাউনে অনেক ভালো মানের হোটেল আছে সেখানে থাকতে পারবেন।
কোথায় খাবেন: হাইল হাওরের পাশে কিছু রেস্টুরেন্ট আছে সেখানে খেতে পারবেন অথবা শহরে ভালো হোটেল আছে খেতে পারবেন। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪