মাধবকুণ্ড জল্প্রপাত মৌলভীবাজার




বাংলাদেশের অন্যতম পর্যটন বিভাগ হিসেবে পরিচিত সিলেট। এখানে রয়েছ চা-বাগান,পাহাড়, নদী,হাওর বেষ্টিত দর্শনীয় স্থান।মাধবকুণ্ড জলপ্রপাত বাংলাদেশের প্রথম ও একমাত্র বড় জলপ্রপাত, জলপ্রপাতটি পাহাড়ের চুড়া থেকে জন্ম।


ঝর্না দিয়ে অবিরত পানি ঝড়ছে, শত শত পর্যটক প্রতিদিন ঝর্ণা  দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ছুটে আসে প্রকৃতির সৌন্দর্য্য উপভোগ করতে।
মাধবকুন্ড ঝর্নাটি কোথায় অবস্থিত?
মৌলভীবাজার জেলার পাথারিয়া পাহাড়ে,ঝর্নাটির অবস্থান।উচ্চতা প্রায় ১৬২ফুঁট. উপর থেকে পানি নিচে পড়ে পাশের মাধবছড়া হয়ে হাকালকি হাওরে মিশে যায়।
জলপ্রপাতটি বর্ষায় সবচেয়ে বেশি পানির গতি লক্ষ্য করা যায়।
কিভাবে যাবেন
ঢাকা থেকে কিভাবে আসবেন:
সায়েদাবাদ,মহাখালী,ফকিরাপুল থেকে বাসে করে মৌলভীবাজার হয়ে মাইজগাও আসতে হবে।
ভাড়া.৩০০/৪০০ টাকা নিবে.
ট্রেনযুগে:
ঢাকার কমলাপুর থেকে ট্রেন যোগে কুলাউড়া অথবা মাইজগাঁও রেল স্টেশনে নামতে হবে.
ভাড়া.২৫০/৩৫০ টাকা নিবে.
কিভাবে যাবেন: মাইজগাঁও রেলস্টেশন হতে সিএনজি যোগে মাধবকুন্ড জলপ্রপাতে সিএনজি দিয়ে যাতায়ত করা যায়।
ভাড়া: জনপ্রতি. ৩০/৫০ টাকা
কোথায় থাকবেন: মাধবকুন্ড জলপ্রপাতের কাছে জেলাপ্রশাসক কর্তৃক রেস্ট হাইজ আছে, আগে বুকিং দিলে সেখানে থাকা যাবে। অথবা মাইজগাঁও টাউনে ভালো মানের হোটেল আছে থাকতে পারবেন।
কোথায় খাবেন: মাইজগাঁও টাউনে অনেক  ভালো মানের খাবার হোটেল আছে সেখানে খাবার খেতে পারবেন।




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪