লরেল হিলস পার্ক মোলভীবাজার

লরেল হিলস পার্ক



মৌলভীবাজার জেলার আশেপাশের অনেক দর্শনীয়স্থান রয়েছে।শহর কেন্দ্রীক কোনটি আবার  পাহাড় কে ঘিরে গড়ে উঠেছে পর্যটন এরিয়া।

লরেল হিলস পার্ক মৌলভীবাজার শহরের কাছে,সোনাপুরে অবস্থিত। অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্মলিত লরেল হিলস পার্ক। শহরের কাছে হওয়াতে যাতায়ত করা যায় খুব সহযে। পার্কটিতে
শিশু-কিশোর সব বয়সের দর্শনার্থীদের  জন্য বিনোদন উপভোগ করার সু-ব্যবস্থা রয়েছে।
লরেল হিলস পার্কে কি আছে?
পার্কে প্রবেশ করার সময় রাস্তার দু পাশে গাছ-পালা বেষ্টনী চোখে পড়বে,একটু সামনে এগিয়ে গেলে  জিরাফের একটি ভাস্কর্য দেখতে পাবেন।
পাশেই মেরিগো হুইল অবস্থিত।
পার্ক দুটি অংশে বিভক্ত ।একটি ছড়া পার্কের মধ্যে দিয়ে বয়ে চলেছে।ছড়ার এক পাশ থেকে অন্য পাশে যাতায়াত করতে দুটি ব্রীজ নির্মান করা হয়েছে।একটি ঝুলন্ত ব্রীজ অন্যটি রড দিয়ে বানানো,
পুরো পার্কটি পরিপাটি করে সাজানো হয়েছে দর্শনার্থীদের জন্য।
কি কি রাইড আছে? কিডসজোন,মেরিগো রাইডস,রোলার কোস্টার,দুলনা।
এখানে অত্যাধুনিক সাজে সজ্জিত সুইমিংপুল রয়েছে,পাহাড়ের নিচু টিলার মধ্যে নির্মান করা হয়েছে পাশেই একটি টিলা অবস্থিত। সুইমিংপুলের স্বচ্ছ সুন্দর পানি দেখে সাতাঁর কাটতে মন চাইবে।
পার্কের মধ্যে একটি ক্যান্টিন রয়েছে এখানে শুকনো খাবার চা,কফি পাওয়া যায়। ফ্যামিলি নিয়ে সময় কাটানোর উপযুক্ত দর্শনীয় স্থান।
এখানে রয়েছে পিকনিক স্পট, বিনোদন উপভোগ করার সব ধরনের সুযোগ সুবিধা সম্মলিত লরেল হিলস পার্কটি সাজানো হয়েছে।
প্রবেশমূল্য:৬০ টাকা।
কিভাবে যাবেন:
ঢাকা হতে সায়েদাবাদ,মহাখালী,
ফকিরাপুল হতে  বাসযোগে মৌলভীবাজার শহরে আসতে হবে।
ভাড়া.৩০০/৪০০ টাকা নিবে.
ট্রেনযুগে:
ঢাকার কমলাপুর হতে ট্রেনযোগে শ্রীমঙ্গল/কুলাউড়া রেলস্টেশনে নামতে হবে।
ভাড়া.২৫০/৩৫০ টাকা নিবে.
সোনমপুর থেকে পার্কে সিএন জি অথবা টমটমে যাতায়ত করা যায়।
ভাড়া: জনপ্রতি৩০/৫০ টাকা.

কোথায় থাকবেনঃমৌলভীবাজার শহরে ভালো মানের আবাসিক হোটেল আছে সেখানে থাকতে পারবেন.
কোথায় খাবেন: মৌলভীবাজার শহরে ভালো মানের হোটেল আছে সেখানে সুস্বাদু খাবার খেতে পারবেন.

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪