চট্টগ্রাম বিভাগ
বাংলাদেশের অন্যতম বিভাগ চট্রগ্রাম। ১০০টির উপরে পর্যটন কেন্দ্র রয়েছে। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটক
কক্সবাজার সমুদ্র সৈকত |
রা ছুটে আসে চট্রগাম বিভাগের লুকিয়ে থাকা পর্যটন স্পট গুলো দেখতে।বাংলাদেশ সরকার পর্যটন শিল্প থেকে প্রতি বছর কোটি টাকা রাজস্ব আয় করে থাকে। যার ফলে ক্রমান্বয়ে পর্যটন শিল্প বিকাশ হচ্ছে।চট্রগামের পার্বত্য জেলা গুলো খাগড়াছড়ি,রাঙ্গামাটি, বান্দরবন,এখানে রয়েছে বাংলাদেশের অনেক উঁচু নিচু পাহাড়, গুহা ইত্যাদি।
চট্রগ্রামে রয়েছে বিশ্বের সর্বোচ্চ লম্বা সমুদ্র, কক্সবাজার সমুদ্র সৈকত।সেন্টমার্টিন,সহ অনেক সমুদ্র সৈকত। যারা ট্রাভেলার চট্রগাম কে পর্যটকদের স্বর্গরাজ্য হিসেবে তুলনা করে থাকে।
চট্রগামের উল্লেখ্যযোগ্য কয়েক টি পর্যটন স্থানের নাম.
কক্সবাজার
আলুটিলা গুহা
সেন্টমার্টিন
সাজেক ভ্যালি
ক্রাউকাডাং
আলুটিলা পাহাড়
ইকো পার্ক ও রয়েছে চট্রগ্রামে।
যারা ট্রাভেলা করতে পছন্দ করেন অবশ্যই চট্রগামের পর্যটন এরিয়া গুলো সময় পেলে ঘুরে আসতে পারেন।
ধন্যবাদ ব্লগ বিডির পক্ষ থেকে আপনাকে।
যারা ট্রাভেলা করতে পছন্দ করেন অবশ্যই চট্রগামের পর্যটন এরিয়া গুলো সময় পেলে ঘুরে আসতে পারেন।
ধন্যবাদ ব্লগ বিডির পক্ষ থেকে আপনাকে।