সিলেবাস

 গোড়ান আদর্শ উচ্চ বিদ্যালয় 

অর্ধ বার্ষিক পরীক্ষা -২০১৭ইং

শ্রেনী ঃ অষ্টম

বিষয় ঃ বাংলা ২য় পত্র

বিষয় কোডঃ ১০২

সময় ঃ ২০ মিনিট                   পূর্নমান -২০ 

বহুনির্বাচনী প্রশ্ন (২০টি)

[বিশেষ দ্রষ্টব্যঃ সরবরাহকৃত বহুনির্বাচনী অভীক্ষার উত্তর পত্রের ক্রমিক নম্বরের বিপরীতে সঠিক উত্তরের বর্ণে কালো কালির বল পয়েন্ট কলম দ্বারা টিক (√) চিহ্ন দাও। প্রতিটি প্রশ্নের মান-১]



১. লিঙ্গ শব্দের অর্থ কী? 

    ক) বিভক্তি যোগ     খ) প্রত্যয় যোগ 

    গ) চিহ্ন বা লক্ষন     গ) মিলন 

২. প্রত্যয়যোগে গঠিত স্ত্রী বাচক শব্দ কোনটি? 

    ক) কান     খ) রানী 

    গ) নদী     ঘ) পতœী 

৩. কোনটি “আনী” প্রত্যয়যোগে গঠিত স্ত্রী লিঙ্গ? 

    ক) গুনবতী    খ) কপোতী 

    গ) ঠাকুরানী     ঘ) জেলেনী 

৪.    বচন অর্থ কী? 

    ক) সংখ্যার ধারনা     খ) গননার ধারনা 

    গ) ক্রমের ধারনা     ঘ) পরিমানের ধারনা 

৫.    কোনটি বিশেষ্যের একবচন নিদেশ করে? 

    ক) টি     খ) গুলি 

    গ) বা     ঘ) পাল 

৬. “বৃন্দ” এর সঠিক প্রয়োগ হবে কোনটিতে/ 

    ক) পক্ষী     খ) টাকা 

    গ) ছাত্র     ঘ) পর্বত 

৭. কোনটি সঠিক বহুবচন?

    ক) সুধীদল     খ) সুধীগত 

    গ) সুধী মন্ডলী     ঘ) সুধী সব 

৮. ‘বহর’ কোন শ্রেনির বিশেষ্য 

    ক) নাম বাচক     খ) সমষ্টি বাচক 

    গ) জাতি বাচক     ঘ) ভাববাচক 

৯. ‘সততা’ কোন পদের উদাহরন 

    ক) অব্যয়     খ) ক্রিয়া 

    গ) ভাব বাচক বিশেষ্য     ঘ) গুনবাচক বিশেষ্য 

১০. সর্বনামের প্রতিনিধি স্থানীয় কোনটি? 

    ক) বিশেষ্য     খ) বিশেষন 

    গ) অভ্যয়     ঘ) ক্রিয়া 

১১. বাংলা ব্যাকরনে পুরুষ কত প্রকার? 

    ক) তিন     খ) চার 

    গ) পাঁচ     ঘ) ছয় 

১২. ‘তিনি’ কোন পুরুষের কোন রূপ? 

    ক) মধ্য পুরুষের সাধারন রুপ 

    খ) নাম পুরুষের সাধারন রুপ 

    গ) মধ্যম পুরুষের সম্ভ্রমাতœক রুপ 

    ঘ) নাম পুরুষের সমভ্রাতœক রুপ 


১৩. ‘যতœ করলে রতœ মিলে’ - ‘করলে’ কোন ক্রিয়ার উদাহরন 

    ক) অকর্মক     খ) সমাপিকা 

    গ) দ্বিকর্মক     ঘ) অসমাপিকা 

১৪. ধাতুর পরে কী যুক্ত হলে তা ক্রিয়াপদ হয়? 

    ক) উপসর্গ     খ) অনুসর্গ 

    গ) প্রত্যয়     ঘ) বিভক্তি 

১৫. প্রপাকৃতের মাধ্যমে কোন ধাতু আমাদের ভাষায় এসে গেছে? 

    ক) সংস্কৃত ধাতু     খ) মৌলিক ধাতু 

    গ) সাধিত ধাতু     ঘ) খাঁটি বাংলা ধাতু 

১৬. কোন বাক্যটির ক্রিয়া সকর্মক 

    ক) সন্ধ্যা আলো     

    খ) আকাশে চাঁদ দেখা যায় 

    গ) আকাশে চাঁদ যে মাটিতে নেমেছে 

    ঘ) শিমুটি কাঁদে 

১৭. কাল কাকে বলে? 

    ক) ক্রিয়া সংগঠনের সময়কে 

    খ) যে কোন সময়কে 

    গ) কর্ত যা করে তাকে 

    ঘ) ক্রিয়ার কালকে 

১৮. অপু ভাত খেয়েছে - কোন কাল 

    ক) সাধারন অতীত     খ) ঘটমান অতীত 

    গ) পুরাঘটিত বর্তমান     ঘ) পুরাঘটিত অতীত 

১৯. কোন কালে অনুজ্ঞার ব্যবহার নেই? 

    ক) বর্তমান কালে     খ) অতীত কালে 

    গ) ভবিষ্যৎ কালে     ঘ) ঘটমান অতীত কালে 

২০. দয়া করে কাল এসো- বাব্যস্থিত ক্রিয়াটি কোন কাল নির্দেশ করে।     ক) সাধারন ভবিষ্যৎ     খ) ঘটমান ভবিষ্যৎ 

    গ) পুরাঘটিত ভবিষ্যৎ     ঘ) ভবিষ্যৎ অনুজ্ঞা 






গোড়ান আদর্শ উচ্চ বিদ্যালয় 

অর্ধ বার্ষিক পরীক্ষা -২০১৭ইং

শ্রেনী ঃ অষ্টম

বিষয় ঃ বাংলা ২য় পত্র

বিষয় কোডঃ ১০২

সময় ঃ ২০ মিনিট                   পূর্নমান -২০ 

বহুনির্বাচনী প্রশ্ন (২০টি)

[বিশেষ দ্রষ্টব্যঃ সরবরাহকৃত বহুনির্বাচনী অভীক্ষার উত্তর পত্রের ক্রমিক নম্বরের বিপরীতে সঠিক উত্তরের বর্ণে কালো কালির বল পয়েন্ট কলম দ্বারা টিক (√) চিহ্ন দাও। প্রতিটি প্রশ্নের মান-১]



১. লিঙ্গ শব্দের অর্থ কী? 

    ক) বিভক্তি যোগ     খ) প্রত্যয় যোগ 

    গ) চিহ্ন বা লক্ষন     গ) মিলন 

২. প্রত্যয়যোগে গঠিত স্ত্রী বাচক শব্দ কোনটি? 

    ক) কান     খ) রানী 

    গ) নদী     ঘ) পতœী 

৩. কোনটি “আনী” প্রত্যয়যোগে গঠিত স্ত্রী লিঙ্গ? 

    ক) গুনবতী    খ) কপোতী 

    গ) ঠাকুরানী     ঘ) জেলেনী 

৪.    বচন অর্থ কী? 

    ক) সংখ্যার ধারনা     খ) গননার ধারনা 

    গ) ক্রমের ধারনা     ঘ) পরিমানের ধারনা 

৫.    কোনটি বিশেষ্যের একবচন নিদেশ করে? 

    ক) টি     খ) গুলি 

    গ) বা     ঘ) পাল 

৬. “বৃন্দ” এর সঠিক প্রয়োগ হবে কোনটিতে/ 

    ক) পক্ষী     খ) টাকা 

    গ) ছাত্র     ঘ) পর্বত 

৭. কোনটি সঠিক বহুবচন?

    ক) সুধীদল     খ) সুধীগত 

    গ) সুধী মন্ডলী     ঘ) সুধী সব 

৮. ‘বহর’ কোন শ্রেনির বিশেষ্য 

    ক) নাম বাচক     খ) সমষ্টি বাচক 

    গ) জাতি বাচক     ঘ) ভাববাচক 

৯. ‘সততা’ কোন পদের উদাহরন 

    ক) অব্যয়     খ) ক্রিয়া 

    গ) ভাব বাচক বিশেষ্য     ঘ) গুনবাচক বিশেষ্য 

১০. সর্বনামের প্রতিনিধি স্থানীয় কোনটি? 

    ক) বিশেষ্য     খ) বিশেষন 

    গ) অভ্যয়     ঘ) ক্রিয়া 

১১. বাংলা ব্যাকরনে পুরুষ কত প্রকার? 

    ক) তিন     খ) চার 

    গ) পাঁচ     ঘ) ছয় 

১২. ‘তিনি’ কোন পুরুষের কোন রূপ? 

    ক) মধ্য পুরুষের সাধারন রুপ 

    খ) নাম পুরুষের সাধারন রুপ 

    গ) মধ্যম পুরুষের সম্ভ্রমাতœক রুপ 

    ঘ) নাম পুরুষের সমভ্রাতœক রুপ 


১৩. ‘যতœ করলে রতœ মিলে’ - ‘করলে’ কোন ক্রিয়ার উদাহরন 

    ক) অকর্মক     খ) সমাপিকা 

    গ) দ্বিকর্মক     ঘ) অসমাপিকা 

১৪. ধাতুর পরে কী যুক্ত হলে তা ক্রিয়াপদ হয়? 

    ক) উপসর্গ     খ) অনুসর্গ 

    গ) প্রত্যয়     ঘ) বিভক্তি 

১৫. প্রপাকৃতের মাধ্যমে কোন ধাতু আমাদের ভাষায় এসে গেছে? 

    ক) সংস্কৃত ধাতু     খ) মৌলিক ধাতু 

    গ) সাধিত ধাতু     ঘ) খাঁটি বাংলা ধাতু 

১৬. কোন বাক্যটির ক্রিয়া সকর্মক 

    ক) সন্ধ্যা আলো     

    খ) আকাশে চাঁদ দেখা যায় 

    গ) আকাশে চাঁদ যে মাটিতে নেমেছে 

    ঘ) শিমুটি কাঁদে 

১৭. কাল কাকে বলে? 

    ক) ক্রিয়া সংগঠনের সময়কে 

    খ) যে কোন সময়কে 

    গ) কর্ত যা করে তাকে 

    ঘ) ক্রিয়ার কালকে 

১৮. অপু ভাত খেয়েছে - কোন কাল 

    ক) সাধারন অতীত     খ) ঘটমান অতীত 

    গ) পুরাঘটিত বর্তমান     ঘ) পুরাঘটিত অতীত 

১৯. কোন কালে অনুজ্ঞার ব্যবহার নেই? 

    ক) বর্তমান কালে     খ) অতীত কালে 

    গ) ভবিষ্যৎ কালে     ঘ) ঘটমান অতীত কালে 

২০. দয়া করে কাল এসো- বাব্যস্থিত ক্রিয়াটি কোন কাল নির্দেশ করে।     ক) সাধারন ভবিষ্যৎ     খ) ঘটমান ভবিষ্যৎ 

    গ) পুরাঘটিত ভবিষ্যৎ     ঘ) ভবিষ্যৎ অনুজ্ঞা 











 গোড়ান আদর্শ উচ্চ বিদ্যালয় 

অর্ধ বার্ষিক পরীক্ষা -২০১৭ইং

শ্রেনী ঃ অষ্টম

বিষয় ঃ বাংলা ২য় পত্র

বিষয় কোডঃ ১০২

সময় ঃ ২০ মিনিট                   পূর্নমান -২০ 

বহুনির্বাচনী প্রশ্ন (২০টি)

[বিশেষ দ্রষ্টব্যঃ সরবরাহকৃত বহুনির্বাচনী অভীক্ষার উত্তর পত্রের ক্রমিক নম্বরের বিপরীতে সঠিক উত্তরের বর্ণে কালো কালির বল পয়েন্ট কলম দ্বারা টিক (√) চিহ্ন দাও। প্রতিটি প্রশ্নের মান-১]



১. লিঙ্গ শব্দের অর্থ কী? 

    ক) বিভক্তি যোগ     খ) প্রত্যয় যোগ 

    গ) চিহ্ন বা লক্ষন     গ) মিলন 

২. প্রত্যয়যোগে গঠিত স্ত্রী বাচক শব্দ কোনটি? 

    ক) কান     খ) রানী 

    গ) নদী     ঘ) পতœী 

৩. কোনটি “আনী” প্রত্যয়যোগে গঠিত স্ত্রী লিঙ্গ? 

    ক) গুনবতী    খ) কপোতী 

    গ) ঠাকুরানী     ঘ) জেলেনী 

৪.    বচন অর্থ কী? 

    ক) সংখ্যার ধারনা     খ) গননার ধারনা 

    গ) ক্রমের ধারনা     ঘ) পরিমানের ধারনা 

৫.    কোনটি বিশেষ্যের একবচন নিদেশ করে? 

    ক) টি     খ) গুলি 

    গ) বা     ঘ) পাল 

৬. “বৃন্দ” এর সঠিক প্রয়োগ হবে কোনটিতে/ 

    ক) পক্ষী     খ) টাকা 

    গ) ছাত্র     ঘ) পর্বত 

৭. কোনটি সঠিক বহুবচন?

    ক) সুধীদল     খ) সুধীগত 

    গ) সুধী মন্ডলী     ঘ) সুধী সব 

৮. ‘বহর’ কোন শ্রেনির বিশেষ্য 

    ক) নাম বাচক     খ) সমষ্টি বাচক 

    গ) জাতি বাচক     ঘ) ভাববাচক 

৯. ‘সততা’ কোন পদের উদাহরন 

    ক) অব্যয়     খ) ক্রিয়া 

    গ) ভাব বাচক বিশেষ্য     ঘ) গুনবাচক বিশেষ্য 

১০. সর্বনামের প্রতিনিধি স্থানীয় কোনটি? 

    ক) বিশেষ্য     খ) বিশেষন 

    গ) অভ্যয়     ঘ) ক্রিয়া 

১১. বাংলা ব্যাকরনে পুরুষ কত প্রকার? 

    ক) তিন     খ) চার 

    গ) পাঁচ     ঘ) ছয় 

১২. ‘তিনি’ কোন পুরুষের কোন রূপ? 

    ক) মধ্য পুরুষের সাধারন রুপ 

    খ) নাম পুরুষের সাধারন রুপ 

    গ) মধ্যম পুরুষের সম্ভ্রমাতœক রুপ 

    ঘ) নাম পুরুষের সমভ্রাতœক রুপ 


১৩. ‘যতœ করলে রতœ মিলে’ - ‘করলে’ কোন ক্রিয়ার উদাহরন 

    ক) অকর্মক     খ) সমাপিকা 

    গ) দ্বিকর্মক     ঘ) অসমাপিকা 

১৪. ধাতুর পরে কী যুক্ত হলে তা ক্রিয়াপদ হয়? 

    ক) উপসর্গ     খ) অনুসর্গ 

    গ) প্রত্যয়     ঘ) বিভক্তি 

১৫. প্রপাকৃতের মাধ্যমে কোন ধাতু আমাদের ভাষায় এসে গেছে? 

    ক) সংস্কৃত ধাতু     খ) মৌলিক ধাতু 

    গ) সাধিত ধাতু     ঘ) খাঁটি বাংলা ধাতু 

১৬. কোন বাক্যটির ক্রিয়া সকর্মক 

    ক) সন্ধ্যা আলো     

    খ) আকাশে চাঁদ দেখা যায় 

    গ) আকাশে চাঁদ যে মাটিতে নেমেছে 

    ঘ) শিমুটি কাঁদে 

১৭. কাল কাকে বলে? 

    ক) ক্রিয়া সংগঠনের সময়কে 

    খ) যে কোন সময়কে 

    গ) কর্ত যা করে তাকে 

    ঘ) ক্রিয়ার কালকে 

১৮. অপু ভাত খেয়েছে - কোন কাল 

    ক) সাধারন অতীত     খ) ঘটমান অতীত 

    গ) পুরাঘটিত বর্তমান     ঘ) পুরাঘটিত অতীত 

১৯. কোন কালে অনুজ্ঞার ব্যবহার নেই? 

    ক) বর্তমান কালে     খ) অতীত কালে 

    গ) ভবিষ্যৎ কালে     ঘ) ঘটমান অতীত কালে 

২০. দয়া করে কাল এসো- বাব্যস্থিত ক্রিয়াটি কোন কাল নির্দেশ করে।     ক) সাধারন ভবিষ্যৎ     খ) ঘটমান ভবিষ্যৎ 

    গ) পুরাঘটিত ভবিষ্যৎ     ঘ) ভবিষ্যৎ অনুজ্ঞা 











 

সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসা

বার্ষিক পরীক্ষা-২০২০ইং 

প্রবেশপত্র 

নাম    ঃ মোঃ তামজিদ হাওলাদার

রোল     ঃ ২৭         শ্রেণীঃ ৫ম

বিভাগ     ঃ ক্বারিয়ানা


তারিখঃ ০৫/১১/২০২০           প্রধান শিক্ষকের স্বাক্ষর



সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসা

বার্ষিক পরীক্ষা-২০২০ইং 

প্রবেশপত্র 

নাম    ঃ মোঃ শরীফ হুছাইন (৩)

রোল     ঃ ১৯         শ্রেণীঃ ১ম

বিভাগ     ঃ ক্বারিয়ানা


তারিখঃ ০৫/১১/২০২০          প্রধান শিক্ষকের স্বাক্ষর







সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসা

বার্ষিক পরীক্ষা-২০২০ইং 

প্রবেশপত্র 

নাম    ঃ মোঃ ছায়িমুল ইসলাম ছিয়াম 

রোল     ঃ ৫         শ্রেণীঃ ৪র্থ

বিভাগ     ঃ ক্বারীয়ানা


তারিখঃ ০৫/১১/২০২০         প্রধান শিক্ষকের স্বাক্ষর



সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসা

বার্ষিক পরীক্ষা-২০২০ইং 

প্রবেশপত্র 

নাম    ঃ মোঃ হা-মীম

রোল     ঃ ৪         শ্রেণীঃ ৩য়

বিভাগ     ঃ ক্বারীয়ানা


তারিখঃ ০৫/১১/২০২০          প্রধান শিক্ষকের স্বাক্ষর







সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসা

বার্ষিক পরীক্ষা-২০২০ইং 

প্রবেশপত্র 

নাম    ঃ মোঃ রুমান রহমান ইয়াছিন 

রোল     ঃ ৬         শ্রেণীঃ ২য়

বিভাগ     ঃ ক্বারিয়ানা


তারিখঃ ০৫/১১/২০২০           প্রধান শিক্ষকের স্বাক্ষর



সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসা

বার্ষিক পরীক্ষা-২০২০ইং 

প্রবেশপত্র 

নাম    ঃ মোঃ ফারহান আহমাদ  

রোল     ঃ ৭         শ্রেণীঃ ১ম

বিভাগ     ঃ ক্বারিয়ানা


তারিখঃ ০৫/১১/২০২০    প্রধান শিক্ষকের স্বাক্ষর







হানাফিয়া চাঁন মিয়া সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসা

বার্ষিক পরীক্ষা-২০২০ইং 

প্রবেশপত্র 

নাম    ঃ মোঃ রনি (২) 

রোল     ঃ ৩১         শ্রেণীঃ ২য়

বিভাগ     ঃ ক্বারিয়ানা


তারিখঃ ০৫/১১/২০২০         প্রধান শিক্ষকের স্বাক্ষর



হানাফিয়া চাঁন মিয়া সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসা

বার্ষিক পরীক্ষা-২০২০ইং 

প্রবেশপত্র 

নাম    ঃ মোঃ ছিয়াম (৩) 

রোল     ঃ ২৩         শ্রেণীঃ ৩য়

বিভাগ     ঃ ক্বারিয়ানা


তারিখঃ ০৫/১১/২০২০          প্রধান শিক্ষকের স্বাক্ষর



গোড়ান আদর্শ উচ্চ বিদ্যালয় 

অর্ধবার্ষিক পরীক্ষা -২০১৭ইং

শ্রেনী ঃ ৯ম শ্রেণী 

বিষয় ঃ নৈতিক ও ইসলাম শিক্ষা 

সময় ঃ ৩০ মিঃ     পূর্নমান - ৩০দ্ধ১= ৩০ 

বহুনির্বাচনী প্রশ্ন (৩০টি)

(সকল প্রশ্নের উত্তর দিবে, প্রতিটি প্রশ্নের মান-১)



সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখঃ        ৩০দ্ধ১=৩০

১। “তার আবাস স্থল তো জাহান্নাম” Ñ কোন সূরার অন্তর্গত?  

ক) সূরা মারিয়ত      খ) সূরা আন্কাবুত 

গ) র্আ রাহমান     ঘ) আল মারিদা  

২। খ্রিষ্টানরা ঈসা (আ) কে খোদার পুত্র বলেনÑ এটি কোন ধরণের অপরাধ 

ক) ইমানদার      খ) মুনাফিক 

গ) নবুওয়তে বিশ্বাসী    ঘ) নবুয়তে অবিশ্বাসী

৩। সবচেয়ে বেশী সহিফা কার ওপর অবতীর্ণ হয়েছে? 

ক) আদম (আ)      খ) শিস (আ) 

গ) ইবরাহিত (আ)     ঘ) ইদরিস (আ) 

৪। কালিমা তাইয়্যবাতে ঘোষণা দেওয়া হয়েছেÑ

র) তাওহিদ,  রর) খাতমে নবুয়তের,  ররর) রিমালাদের 

নিচের কোনটি সঠিক? 

ক) র ও রর    খ) র ও ররর    গ) রর ও ররর    ঘ) র, রর ও ররর

৫। মক্কায় অবতীর্ণ সূরার সংখ্যা কত?  

ক) ৫টি     খ) ৭টি     গ) ৮৬ টি    ঘ) ২৮টি 

৬। “তাজবীদ” সহকারে কুরœান তিলাওয়াত Ñ 

ক) সুন্নত      খ) ওয়াজিব 

গ) আবশ্যক     ঘ) মুস্তাহাব 

৭। “আমার উম্মতের সর্বাধিক ফজিলতপূর্ণ ইবাদত হচ্ছে কুরআন পাঠ”Ñএটি কোন হাদিস গ্রন্থে উল্লেখ আছে? 

ক) বুখারী     খ) মুসলিম    গ) তিরমিযী    ঘ) বায়হাকী 

৮। ‘শান’Ñ শব্দের অর্থ কী? 

ক) অবস্থা     খ) অবতরণ    গ) নাযিল    ঘ) বিষয় 

৯। সূরা শামস কুরআনের কততম সূরা? 

ক) ৯০     খ) ৯১    গ) ৯৩    ঘ) ৯৯ 

১০। সূরা আদ্-দুহায় কয়টি আয়াত আছে?  

ক) নয়টি     খ) বারটি    গ) এগারোটি    ঘ) ছয়টি  

১১। সাওয়ামের ফারসি প্রতিশব্দ কী? 

ক) নাময     খ) রোজা     গ) ইতিকাফ     ঘ) সাদকা 

১২। পূর্ববর্তী সকল উম্মতের ওপর কোন ইবাদত ফরয ছিল? 

ক) জিহাদ    খ) কুরবানি    গ) যাকাত    ঘ) সাওম   

১৩। সমাজে কয়টি অর্থনৈতিক শ্রেণি রয়েছে? 

ক) ২    খ) ৩    গ) ৪    ঘ) ৫   

১৪। যাকাত আদায় করা কী? 

ক) সুন্নাত      খ) ওয়াজিব     গ) মুস্তাহাব     ঘ) ফরজ  

১৫। “আপনি তাদের ধনসম্পদ থেকে সাদকা গ্রহণ করুন।” কোন সূরার অংশ। 

ক) সূরা মায়িদা,     খ) সূরা ইয়াছিন, 

গ) সূরা আরাক,     ঘ) সুরা তাওবা  

 

১৬। ‘মুরতাদ’ অর্থ কী? 

ক) ইসলামচ‚্যত      খ) কাফির

গ) মুশরিক     ঘ) মুনাফিক 

১৭। হজ্বের ওয়াজিব কয়টি? 

ক) ৫    খ) ৭    গ) ৯    ঘ) ১১   

১৮। হজ্ব অস্বীকারকারীকে কী বলে? 

ক) ফাসিক     খ) কাফির    গ) মুশরিক     ঘ) মুনাফিক   

১৯। জিলহাজ্জ মাসের কত তারিখে হাজিগণ আরাফার মাঠে সমবেত হন।

ক) ৭ তারিখ     খ) ৮ তারিখ    গ) ৯ তারিখ     ঘ) ১০ তারিখ   

২০। পণ্য উৎপাদনে মূলধনের সাথে আর কিসের প্রয়োজন? 

ক) আন্তরিকতার, খ) অর্থের,  গ) নিষ্ঠার     ঘ) শ্রমের    

২২। তাকুয়াপূর্ণ জীবন যাপনের প্রধান বৈশিষ্ট্য 

ক) ফাসিক     খ) কাফির    গ) মুশরিক     ঘ) মুনাফিক  

২৩। সত্যবাদিতার আরবি প্রতিশব্দ কোনটি? 

ক) সিদ্দিকীন      খ) সালেহীন     গ) সিদক     ঘ) সাদিক  

২৪। আবু বকর (রাঃ)-এর উপাধী কী ছিল?  

ক) সিদ্দীক          খ) জুননুরাইল     

গ) ফারুক         ঘ) আল-আমিন 

২৫। পূণ্য কোন পথে পরিচালিকত করে?

ক) হাসরের পথে     খ) ন্যায়ের পথে 

গ) আলাøহর পথে     ঘ) জান্নাতের পথে  

২৬। ইসলামি সমাজব্যবস্থার মূল ভিত্তি কী?  

ক) দানশীলতা      খ) শালীনতা

গ) সত্যবাদিতা     ঘ) সংযম

২৭। মিজান গরিব হলেও প্রতিশ্রæতি মোতাবেক চালের দোকানে বাকি টাকা সঠিক সময় দিয়ে দেয়। তার এ কাজিটি 

র) আহদ

রর) ওয়াদা পালন 

ররর) সিদক  

নিচের কোনটি সঠিক? 

ক) র ও রর    খ) র ও ররর    গ) রর ও ররর    ঘ) র, রর ও ররর

২৮। মহানবি (স) ব্যবসার উদ্দেশ্যে কোন দেশে গিয়েছিলেন?

ক) মিসর     খ) ইরাক    গ) আবিসিনিয়া,  ঘ) সিরিয়া  

২৯। প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু করলে কারা মুহাম্মদ (স) এর বিরোধিতা আরম্ভ করল? 

ক) কাফিররা     খ) মুসরিকরা,  গ) কুরাইশরা,  ঘ) মূর্তিপূজারিরা

৩০। মদিনা সরদের ধারা সংখ্যা কত? 

ক) ৪০    খ) ৪৫    গ) ৪৭    ঘ) ৪৯   

  



গোড়ান আদর্শ উচ্চ বিদ্যালয় 

অর্ধবার্ষিক পরীক্ষা -২০১৭ইং

শ্রেনী ঃ ৯ম শ্রেণী 

বিষয় ঃ হিন্দু ধর্ম 

সময় ঃ ৩০ মিঃ     পূর্নমান - ৩০দ্ধ১= ৩০ 

বহুনির্বাচনী প্রশ্ন (৩০টি)

(সকল প্রশ্নের উত্তর দিবে, প্রতিটি প্রশ্নের মান-১)


সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখঃ        ৩০দ্ধ১=৩০

১। অবতার শব্দটি কী শব্দ?  

ক) তৎসম      খ) অর্ধতৎসম  

গ) দেশী    ঘ) বিদেশী  

২। কৃপা বলতে যা বোঝায়?  

ক) দয়া       খ) আদর  

গ) সাক্ষাৎ     ঘ) ভালবাসা   

৩। কিষ্ণুর তৃতীয় অবতার কোনটি?  

ক) বরাহ       খ) বামন  

গ) রাম     ঘ) কর্ম 

৪। ঈশ্বর কয়টি প্রধান ক্রিয়া সম্পাদন করেন? 

ক) ২টি     খ) ৩টি     গ) ৪টি    ঘ) ৫টি

৫। ব্রক্ষা কিসের দেবতা? 

ক) সৃষ্টির      খ) ধ্বংসের      গ) রক্ষার     ঘ) প্রতিপালনের 

৬। কোনটি মনের দৃঢ়তা বৃদ্ধি করে? 

ক) ধ্যান       খ) শিক্ষা      গ) উপাসনা      ঘ) নৈতিকতা 

৭। সিদ্ধি বা সফলতার দেবতা কে?  

ক) কার্তিক       খ) গনেশ      গ) শিব      ঘ) বিষ্ণু

৮। অবতার শব্দের অর্থ কী?  

ক) নিচে থেকে উপরে ওঠা      খ) ডান থেকে বামে যাওয়া 

গ) উপর থেকে নিচে নামা       ঘ) সামনে থেকে পিছনে যাওয়া 

৯। ‘গীতগোবিন্দ’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?   

ক) দেবরাজ       খ) জয়দেব      গ) কালাদেব      ঘ) দেবদত্ত 

১০। হিন্দু ধর্মের কয়েকটি দিক প্রত্যক্ষ করা যায়?   

ক) দুইটি       খ) তিনটি      গ) চারটি      ঘ) পাঁচটি

১১। যা থেকে নিশ্চিত মঙ্গল লাভ হয় তার নাম কী?   

ক) কর্ম       খ) ধর্ম       গ) যোগ       ঘ) জ্ঞান 

১২। যা দ্বারা ইন্দ্রিয়গুলোকে অন্তমুর্খী করা যায়? 

র) দৃঢ় সংকল্প     রর) অভ্যাস     ররর) পান্ডিত্য   

নিচের কোনটি সঠিক? 

ক) র ও রর    খ) র ও ররর    গ) রর ও ররর    ঘ) র, রর ও ররর

১৩। ভক্তিবাদে সমৃদ্ধ কোনটি?   

ক) বিষ্ণু পুরাণ  খ) শৈব পুরাণ   গ) বেদ      ঘ) গীতা

১৪। এ পর্যন্ত কত এর অধিক উপনিষদের পরিচয় পাওয়া যায়? 

ক) ১৫০     খ) ২০০     গ) ৩০০    ঘ) ৩৫০

১৫। সৎসঙ্গের মূলনীতি কয়টি? 

ক) ২টি     খ) ৩টি     গ) ৪টি    ঘ) ৫টি

১৬। ‘নবান্ন’ উৎসবে কোন দেবীর পূজা করা হয়? 

ক) সরস্বতি     খ) ল²ী     গ) দূর্গা     ঘ) মনসা 


১৭। শিব পুজার অপর নাম কী?  

ক) নীল পূজা     খ) লাল পূজা   গ) সাদা পূজা   ঘ) হলদে পূজা

১৮। রথযাত্রা উপলক্ষে কয়দিন ব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও মেলা অনুষ্ঠিত হয়? 

ক) ৭দিন     খ) ৯ দিন   গ) ১১ দিন   ঘ) ১৩দিন

১৯। রথের সময় ভগবান কার কাছে নেমে আসেন? 

ক) পুরোহিত     খ) ভক্ত   গ) সাধারণ মানুষ   ঘ) ধার্মিক 

২০। রথ বলতে যা বোঝায়ÑÑ  

ক) জলযান     খ) আকাশযান   গ) সকলযান   ঘ) একটিও না

২১। রথে কয় জন দেবতা অধিষ্ঠিত থাকেন? 

ক) ২জন    খ) ৩জন     গ) ৪জন    ঘ) ৫জন

২২। রমায়নে কোন যুগের কাহিনী বর্ণিত হয়েছে? 

ক) সত্য     খ) ছাপর      গ) ত্রেতা        ঘ) কলি 

২৩। রাজা রনি Íবর্মা কার ভক্ত ছিলেন? 

ক) কৃষ্ণের     খ) শিবের      গ) রামের       ঘ) লক্ষণের 

২৪। সীতাকে হরণ করেন কে? 

ক) রাম    খ) লক্ষণ     গ) মেঘনাদ       ঘ) রাবন 

২৫। ধর্মের আজ্ঞা কোনটি? 

ক) ক্রোধ    খ) ভয়     গ) হিংসা     ঘ) মানবতা  

নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৬ ও ২৭নঙ প্রশ্নের উত্তর দাওÑÑ 

কালিনগর গ্রামের একজন কৃষ্ণভক্ত ধনাঢ্য ব্যক্তি ছিলেন। তিনি সবকিছু ছেড়ে অযাচক বৃত্তি গ্রহণ করে আগের দৃষ্টান্ত স্থাপন করেন। তার মতো মানুষ একালে খুব কমই দেখা যায়। 

২৬। উদ্দীপকে ‘অযাচক’ শব্দটি দ্বরা কী বোঝায়? 

ক) পেট পুরে খাওয়া    খ) উপবাস থাকা 

গ) খাবার বিলান         ঘ) লোকের ইচ্ছায় জীবনযাপন 

২৭। নিজে না খেয়ে অন্যকে খাওয়ানোর মধ্য দিয়ে প্রকাশ পায়ÑÑ 

র) মানবতাবোধ     রর) অযাচক বৃত্তি     ররর) তৃপ্তিসহকারে খাওয়া   

নিচের কোনটি সঠিক? 

ক) র    খ) র ও রর    গ) রর ও ররর    ঘ) র, রর ও ররর

২৮। মানুষ মঙ্গলের জন্য কী বরণ করেছে?   

ক) সুখ       খ) দুঃখ      গ) আনন্দ        ঘ) উল্লাস 

২৯। বিভীষনের পুত্রের নাম কী?   

ক) লক্ষণ       খ) বীরবাহু     গ) মেঘনাদ       ঘ) তরণীসেন  

৩০। মানুষের একটি সহজাত প্রবত্তি হলোÑÑ  

ক) কাজ করা         খ) উপর্জন করা  

গ) ব্যয় করা          ঘ) হিংসা-দ্বেষ করা 

 




গোড়ান আদর্শ উচ্চ বিদ্যালয়

১ম মিডটার্ম পরীক্ষা -২০১৮ইং

শ্রেনী ঃ ৫ম

বিষয় ঃ বাংলা 

সময় ঃ ১ঘন্টা ৩০ মিনিট।       পূর্নমান - ৪০

প্রদত্ত অনুচ্ছেদ (পাঠ্যবই থেকে) পড়ে ১ থেকে ৪ ক্রমিক পর্যন্ত প্রশ্নের উত্তর লিখঃ 

দোয়েল কেপায়েল ময়না কোকিল/ সবার আছে গান

পাখির গানে পাখির সুরে/ মুগ্ধ সবার প্রাণ। 

মায়ের সুখের মধুর ভাষায় / মনের কথা কই। 

বাংলা আমার মায়ের ভাষা/ শহিদ ছেলে দান 

আমার ভাইয়ের রক্তে লেখা/ ফেব্রæয়ারির গান।

১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখঃ      ১দ্ধ৫= ০৫

১। অনুচ্ছেদটি কি বিষয়ে লেখ? 

(ক) বঙ্গ ভঙ্গ      (খ) একুশে ফেব্রæয়ারী (গ) স্বাধিকার আন্দোলন (ঘ) স্বাধীনতা  

২। কার গানে সবার প্রাণ মুদ্ধ? 

(ক) মৌমাছির    (খ) প্রজাপতিরর     (গ) পাখির     (ঘ) মশার। 

৩। মনের কতা যে ভাষায় বলা হয়--   

(ক) মধুর ভায়ায়    (খ) মনের ভাষায়    (গ) মেয়ের ভাষায়    (ঘ) অসুরের ভাষায় 

৪। পাখির গানে সবার প্রাণ মুগ্ধ হয় কেন? 

(ক) পাখির সুরেলা কন্ঠ শুণে     (খ) এ গান কেউ গাইতে পারে না বলে 

(গ) পাখির তৈরী গান বলে    (ঘ) সবচেয়ে মিষ্টি গান বলে। 

৫। ‘শহিদ ছেলের দান’- উক্তটি কোনটির সাথে সম্পৃক্ত?   

(ক) পাখির গান      (খ) স্বাধীন দেশ      (গ) বাংলা ভাষা     (ঘ) ঝরনার গান।  

২। নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখ            ০৩

(ক) পাখির গানে সবার প্রাণ কী হয়? 

(খ) কোন ভাষায় আমরা মনের কথা বলি?

(গ) মায়ের ভাষা বলতে কি বোঝায়? দু’টি বাক্যে লেখ। 

৩। নিচের শব্দগুলোর অর্থ লেখঃ            ০৪

মুগ্ধ, শহিদ, দান, প্রাণ 

৪। প্রদত্ত অনুচ্ছেদটির মূলভাব লেখ।             ০৩







৫। নিচের ৩টি প্রশ্নের উত্তর দাওঃ            ৩দ্ধ৫= ১৫

(ক) পদ কাকে বলে? পদ কত প্রকার ও কি কি? 

(খ) নিচের পদ গুলোর কোনটি কোন শ্রেণির বিশেষ্য তা নির্ণয় করঃ  

ঢাকা, চেয়ার, সততা, সভা, মানুষ। 

(গ) এক কথায় প্রকাশ করঃ

অলংকারের ধ্বনী, আকাশগামী, আতশবাজি, উপকার করার ইচ্ছা, 

একই সময়ে বর্তমান, একই গুরুর শিষ্য।  

৬।  যেকোন ১টি রচনা খিলঃ (২০০ শব্দের মধ্যে)         ১০

(ক) শিক্ষাগুরুর মর্যাদা: (সংকেতঃ ভূমিকা, শিক্ষক- শিক্ষিকা, আমাদের জ্ঞান দাতা, শিক্ষক শিক্ষিকার প্রতি শ্রদ্ধা, শিক্ষকের প্রতি আনুগত্য, উপসংহার)।   

(খ) প্রিয় ঋতু: (সংকেতঃ ভূমিকা, ঋতুর পরিচয়, প্রিয় ঋতু কেন, রূপ বৈচিত্র, জীবনের বর্তা, উপসংহার)।   

  









গোড়ান আদর্শ উচ্চ বিদ্যালয়

১ম মিডটার্ম পরীক্ষা -২০১৮ইং

শ্রেনী ঃ ৫ম

বিষয় ঃ ইসলাম ও নৈতিক শিক্ষা 

সময় ঃ ১ঘন্টা ৩০ মিনিট।       পূর্নমান - ৪০

(১) সঠিক উত্তরে টিক (✓) চিহ্ন দাওঃ      ১দ্ধ১৫= ১৫

১। সমীউন শব্দের অর্থ কি? 

(ক) সব শোনেন      (খ) সব দেখেন      (গ) সব জানেন     (ঘ) অতিসহনশীল  

২। বিমান দুর্ঘনায় একজন যাত্রী প্রাণে বেঁচে গেল কারণ আল্লাহ-- 

(ক) খালিক    (খ) সর্ব শক্তিমান     (গ) সহনশীল     (ঘ) সর্ব¯্রােতা। 

৩। আল্লাহর বিধান কোনটি?  

(ক) মুসলিম শরিফ    (খ) কুরআন মজিদ     

(গ) বুখারি শরিফ      (ঘ) হাদীস। 

৪। আল্লাহ “সর্বদ্রষ্টা”- এটি আল্লাহর কোন নামের অর্থ 

(ক) আল্লাহু কারীমুন     (খ) আল্লাহু আলীমুন 

(গ) আল্লাহু বাসীরুণ    (ঘ) আল্লাহু হালীমুন 

৫। মিযান শব্দের অর্থ- 

(ক) পরিমাপ যন্ত্র      (খ) বাদ্যযন্ত্র      (গ) কিয়ামত     (ঘ) হাসর 

৬। আল øাহর অনুগত বান্দা হয়ে গড়ে ওঠার জন্য প্রথমেই তোমার হওয়া উচিত--  

(ক) বিশ্বাসী (খ) সত্যবাদী  (গ) ইমানদার (ঘ) দেশপ্রেম 

৭। পাঁচ ওয়াক্ত সালাতে কত রাকআত ফরজ?  

(ক) পাঁচ রাকাআত (খ) দশ রাকাআত  (গ) বারো রাকাআত (ঘ) সতেরো রাকাআত   

৮। কোন কাজটি নিয়মিত পালন করলে মানুযষের পাপের আশংকা থাকে না।   

(ক) শুধু জুমআর নামায      (খ) জানাযার নামাজ 

(গ) সালাত          (ঘ) কুরবানি 

৯। একজন মুসলমান বাসা থেকে কত মাইল দুরে গেলে সালাত সংক্ষিপ্ত করবে?  

(ক) ৩০ কি. মি.    (খ) ৩৮ কি. মি.     (গ) ৪০ কি. মি.   (ঘ) ৪৮ কি. মি. 

১০। মানুষের অধিকারকে কী বলা হয়?  

(ক) মানবতা     (খ) মানবাধিকার      (গ) মানব ধর্ম     (ঘ) মানবজাতি 

১১। বোরহান ও তার ভাইয়েরা মিলে বন্যায় ক্ষতিগ্রস্থ লোকদের সাহায্যের জন্য ত্রাণ বিতরণ কাজে অংশ গ্রহণ করে তাদের একাজটি যে ধরণের কাজ-- 

(ক) ভাল কাজে সহযোগিতা করা     (খ) মন্দ কাজে বাঁধা দেওয়া

(গ) ত্রাণ বিতরণ করা     (ঘ) শ্রমের মর্যাদা উপলব্ধি করা।  








১২। অন্যের দ্বারা ক্ষতিগ্রস্থ হলে মুসলমান হিসেবে তোমার করণীয়-- 

(ক) জমিরামানা আদায়     (খ) শাস্তি প্রদান 

(গ) এড়িয়ে যাওয়া      (ঘ) সহিষ্ণু হওয়া

১৩। কোনটি মানুষকে মুক্তি দেয়?

(ক) শক্তি ও সাহস     (খ) আদর্শ ও নীতি 

(গ) ধন-সম্পদ ও টাকা পয়সা     (ঘ) সুন্দর আখলাক ও নৈতিক মূল্যবোধ

১৪। পাপ ও অন্যায় কাজের প্রতি মনে মনে ঘৃণা পোষণ করা-- 

(ক) ডবল ইমানের পরিচয়       (খ) মহৎ গুণের পরিচয়

(গ) দুর্বল ইমানের পরিচয়     (ঘ) সততার পরিচয়

১৫।  তোমার সহপাঠী কেউ পেনসিল কুড়িয়ে পেলা-- 

(ক) দাবি জানাবে       (খ) মালিককে খুঁজবে

(গ) ফেলে দিবে         (ঘ) কিছুই করবে না। 

সৃজনশীল

১। নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লিখঃ        ৫দ্ধ২=১০

ক) সারা বিশ্বের পালন কর্তা কে? 

খ) ইমান শব্দের অর্থ কি? 

গ) আল্লাহর পথে কাদের যাকাত দিতে হবে?

ঘ)  একজন মুসলমানের চরিত্র কেমন হওয়া উচিত?

ঙ) ইসলামের রুকন কয়টি?

২। যে কোন ৩টি প্রশ্নের উত্তর দাওঃ        ৩দ্ধ৫=১৫

ক) একজন মুসলমানের চরিত্র কেমন হওয়া উচিত এসম্পর্কে ৭টি বাক্য লেখ।

খ) আখিরাত জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কী কী?  

গ) সালাতের গুরুত্ব বর্ণনা কর। 

ঘ) আমারা কিভাবে মানুষের সেব করব? 

ঙ) ক্ষমাশীল ব্যক্তি কে? আমরা পিতামাতার সাথে কীরূপ ব্যবহার করব?

গোড়ান আদর্শ উচ্চ বিদ্যালয়

১ম মিডটার্ম পরীক্ষা -২০১৮ইং

শ্রেনী ঃ ৫ম

বিষয় ঃ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 

সময় ঃ ১ঘন্টা ৩০ মিনিট।       পূর্নমান - ৪০

(১) সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখঃ     ১দ্ধ১৫= ১৫

১। মুক্তিযদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?  

(ক) ৯     (খ) ১০    (গ) ১১    (ঘ) ১২ 

২। ‘ক’ দেশের মুক্তিযুদ্ধে খ দেশ নানাভাবে সাহায্য করেছে। এ ‘ক’ দেশ যদি বাংলাদেশ হয় তবে ‘খ’ দেশ কোনটি? 

(ক) পাকিস্তান     (খ) ভারত      (গ) চীন      (ঘ) ভূটান  

৩। ভাষা আন্দোলন কত সালে সালে সংঘটিত হয়? 

(ক) ৯     (খ) ১০    (গ) ১১    (ঘ) ১২ 

৪।  কত সালের নির্বাচনে আওয়ামীলীগ নিরঙ্কুশভাবে জয় লাভ করে? 

(ক) ১৯৬৬     (খ) ১৯৬৯    (গ) ১৯৭০    (ঘ) ১৯৭১ 

৫। ১৯৭১ সালের কত তারিখে পাকিস্তানী বাহিনী  আত্মসর্ম্পণ করেন? 

(ক) রেসকোর্স ময়দানে      (খ) পল্টন ময়দানে

(গ) জাতীয় প্যারেড গ্রাইন্ডে     (ঘ) জাতীয় ঈদগাহ ময়দানে 

৬। পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 

(ক) ১৮৫৭    (খ) ১৯৪৭      (গ) ১৯১৪    (ঘ) ১৭৫৭  

৭। কত সালে ভারতবর্ষ স্বাধীন হয়? 

(ক) ১৯৪৫      (খ) ১৯৪৭     (গ) ১৯৪৯     (ঘ) ১৯৫০  

৮। বঙ্গভঙ্গ কবে হয়- 

(ক) ১৯০৫       (খ) ১৯০৬     (গ) ১৯১১     (ঘ) ১৯১২ 

৯। নারী জাগরণের অগ্রদূত কাকে বলা হয়? 

(ক) প্রীতিলতা       (খ) বেগম নুরজাহান (গ) বেগম রোকেয়া (ঘ) সুফিয়া কামাল 

১০। মহাস্থান গর কোন নদীর তীরে অবস্থিত? 

(ক) ঢাকা     (খ) করতোয়া     (গ) বুড়িগঙ্গা    (ঘ) কুশিয়ারা। 

১১।  সোমপুর মহাবিহারের উচ্চতা কত? 

(ক) ২৪ মি:      (খ) ২৫ মি:।     (গ) ২৬ মি:      (ঘ) ২৭মি:

১২। পানাম নগর বিখ্যাত কেন?

(ক) তুলা বাণিজ্য কেন্দ্র       (খ) সুতা বাণিজ্য কেন্দ্র     

(গ) তামাক ব্যবসার জন্য     (ঘ) অস্ত্র কারখানার জন্য 






১৩। আমাদের প্রধান খাদ্য-শষ্য কোনটি?

(ক) ধান       (খ) গম     (গ) ডাল     (ঘ) ভূট্টা

১৪।  সোনালী আঁশ কাকে বলে? 

(ক) ধান       (খ) চাল     (গ) পাট     (ঘ) চা 

১৫। কয়েক মাস আগে বাংলাদেশ কত টন খাদ্য আমদানি করত বলে তুমি মনে কর?

(ক) প্রায় ২০ লাখ       (খ) প্রায় ২৫ লাখ     

(গ) প্রায় ৩০ লাখ     (ঘ) প্রায় ৩৫ লাখ

(২) সংক্ষেপে উত্তর দাওঃ     ১দ্ধ৫= ৫

ক) মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় উপাধিগুলো কী কী? 

খ) বাংলার নবজাগরণে কারা অবদান রেখেছে? 

গ) দুইটি প্রাচীন নিদর্শণের নাম লিখ। 

ঘ) বাংলাদেশের তিনটি কুটির শিল্পের নাম লেখ। 

ঙ) অপারেশন সার্চ লাইট কি? 

(৩) ক ও খ সহ ৪টি প্রশ্নের উত্তর দাওঃ        ৪দ্ধ৫=২০

ক) মুক্তিযুদ্ধ বলতে কি বুঝ? বুদ্ধিজীবীদের কারা হত্যা করে ছিল?  

খ) পলাশীর যুদ্ধের ফলাফল ৫টি বাক্যে লিখ।  

গ) ঐতিহাসিক নিদর্শণগুলো আমাদের সংরক্ষণ করা উচিত কেন? ৫টি বাক্যে লিখ। 

ঘ) বৈদেশিক মুদ্রা অর্জণে কৃষি আমাদের কিভাবে সাহায্য করে তা ৫টি বাক্যে লিখ।

ঙ) সিপাহী বিদ্রোহের ৫টি কিারণ লেখ। 



এড়ৎধহ অফধৎংযধ ঐরময ঝপযড়ড়ষ

১ংঃ গরফ ঞবৎস ঊীধস-২০১৮

ঈষধংং-ঠ 

ঝঁনলবপঃ- ঊহমষরংয 

ঞরসব: ১.৩০ যড়ঁৎং     ঋঁষষ গধৎশং: ৪০

জবধফ ঃযব ঢ়ধংংধমব ধহফ ধহংবিৎ ঃযব য়ঁবংঃরড়হং:

ঝরসধ রং ধঃ যড়সব ঃড়ফধু. ঝযব ফরফহ’ঃ মড় ঃড় ংপযড়ড়ষ নবপধঁংব ংযব রং রষষ. ঝযব যধং ধ পড়ঁময ধহফ ধ ংড়ৎব ঃযৎড়ধঃ. ঝযব ধষংড় ভববষং াবৎু ধিৎস নবপধঁংব ংযব যধং ধ ভবাবৎ. ঝযব যধং ঃযব ভষঁ. ঞযব ফড়পঃড়ৎ ারংরঃবফ ঝরসধ ঃড়ফধু. ঝযব হববফং ংড়সব সবফরপরহব. ঐব ধষংড় ঃড়ষফ যবৎ যিধঃ ঃড় ফড় রহ ড়ৎফবৎ ঃড় মবঃ বিষষ ংড়ড়হ.


ঞযব ফড়পঃড়ৎ’ং ধফারপব

ঊধঃ ভড়ড়ফ ঃযধঃ মরাবং ুড়ঁৎ নড়ফু বহবৎমু

ঝঃধু ধঃ যড়সব 

উৎরহশ ধ ষড়ঃ ড়ভ ধিঃবৎ ড়ৎ লঁরপব.

ডধংয ুড়ঁৎ যধহফং ৎবমঁষধৎষু.

টংব ুড়ঁৎ ড়হি ঢ়ষধঃব, মষধংং ধহফ পঁঢ়. ঙঃযবৎ ঢ়বড়ঢ়ষব পধহ পধঃপয ুড়ঁৎ রষষহবংং ভৎড়স ঃযবংব ঃযরহমং.

১. অহংবিৎ ঃযব ভড়ষষড়রিহম য়ঁবংঃরড়হং:     ২দ্ধ৫=১০

    ধ) ডযু ফরফহ’ঃ ঝরসধ মড় ঃড় ংপযড়ড়ষ? 

    ন) ডযধঃ ফরফ ঃযব ফড়পঃড়ৎ ধফারংব যবৎ ৎবমধৎফরহম ঁঃবহংরষং? 

    প) ডযু রং ঝরসধ ংঃধুরহম ধঃ যড়সব?     

    ফ) ডযু ফরফ ঃযব ফড়পঃড়ৎ মরাব যবৎ ংঁপয ধফারপব. 

    ব) ডযধঃ ফরফ ঝরসধ ফড় ফঁৎরহম যবৎ রষষহবং? 

২. জবধৎৎধহমব ধহফ ৎবৎিরঃব ঃযব ভড়ষষড়রিহম ষবঃঃবৎং ধহফ ড়িৎফং ঃড় সধশব ংবহংব.     ০৫

    ধ) হধসব রং যিধঃ ুড়ঁৎ? 

    ন) ঙষফ ধৎব যড়ি ুড়ঁ? 

    প) ডযবহ ফড় নৎবধশভধংঃ যধাব ুড়ঁ? 

    ফ) ঞযরং বধঃ সধহমড়. 

    ব) ঞযব ারংরঃবফ বি ুড়ড়. 

৩. ওসধমরহব ঃযধঃ ুড়ঁ ধৎব অশধংয ঐড়ংংধরহ ুড়ঁৎ ভধঃযবৎ’ং হধসব রং গফ. ইবষধষ ঐড়ংংধরহ ধহফ ুড়ঁৎ সড়ঃযবৎ হধসব রং গজং. ঐবষবহধ ইধহঁ. ণড়ঁ ষরাব ধঃ ১/৩ ঝঃধঃরড়হ জড়ধফ, ইড়মৎধ. ণড়ঁৎ ফধঃব ড়ভ নরৎঃয রং ১১ঃয ঝবঢ়ঃবসনবৎ ২০০১. ণড়ঁ ধিহঃ ঃড় নব ধ সবসনবৎ ড়ভ ুড়ঁঃয পষঁন. 

ঘড়ি ভরষষ ঁঢ় ঃযব ভড়ৎস ঁংরহম ঃযব ধনড়াব রহভড়ৎসধঃরড়হ.     ০৪

ণড়ঁঃয ঐবধষঃয ঈষঁন

ঝঃধঃরড়হ জড়ধফ, ইড়মৎধ 

ধ) ঘধসব     : 

ন) ঋধঃযবৎ’ং ঘধসব     : 

প) গড়ঃযবৎ’ং ঘধসব     : 

ফ) ঐড়সব অফফৎবংং     : 

ব) উধঃব ড়ভ ইরৎঃয     : 

ভ) ঈড়হঃধপঃ ঘড়     : 


৪. গধশব ভরাব রিঃ য়ঁবংঃরড়হং ভৎড়স ঃযব মরাবহ ংঃধঃবসবহঃ.     ২দ্ধ৫=১০

    ধ) ঋৎরবহফং ধহফ াবমধঃনষবং যধাব ারঃধসরহ. 

    ন) ঞযবু যবষঢ় ড়ঁৎ বুবং ধহফ যবধষঃয. 

    প) ঞযবৎব ধৎব ভরংয, সবধঃ, ধহফ ফধরৎু ঢ়ৎড়ফঁপঃং. 

    ফ) চৎড়ঃবরহ ধহফ ফধৎরু সধশব ঁং ংঃৎড়হম. 

    প) ও বধঃ ঢ়রহবধঢ়ঢ়ষব ধহফ নধহধহধং. 

৫. জবধফ ঃযব ংঁমমবংঃরড়হং ধনড়ঁঃ বধঃরহম/যধারহম ফবংংবৎঃং. ঞযবহ ধহংবিৎ ঃযব য়ঁবংঃরড়হং.     ১+২+৩= ৬ 

ঐড়ি ঃড়  বধঃ/যধাব ফবংংবৎঃং

ডধংয ুড়ঁৎ যধহফং, শহরভব ধহফ ঢ়ষধঃবং. 

ঊধংঃ ঢ়রপবং ড়ভ ঢ়রহবধঢ়ঢ়ষব ধং ুড়ঁ হববফ. 

ঈযবি রিষষ ভড়ৎ বধংু ফরমংঃরড়হং. 

ঊধঃরহম ঃযব ঢ়রপবং ধিংয ুড়ঁৎ যধহফং ধহফ পষবধহ ুড়ঁৎ ঃববঃয. 

উধু ুড়ঁৎ যধহফং ধহফ ষরঢ়ং রিঃয পষবধহ ঃড়বিষ. 


ডযধঃ ফড় ুড়ঁ বধঃ ধঃ ফবংংবৎঃং? 

ডযু ফড় ুড়ঁ ধিংয ুড়ঁৎ যধহফং, শহরভব, ংঢ়ড়ড়হ ধহফ ঢ়ষধঃব? 

ঐড়ি ফড় ুড়ঁ বধঃ ঢ়রহবধঢ়ঢ়ষবং ধঃ ফবংংবঃং? 

৬. ঋরষষ রহ ঃযব মধঢ়ং নু ৎিরঃরহম ঃযব ঃরসব ড়ভ ংধরশধঃং বাবহরহম ধপঃরারঃু.     ৫ 

    ঝধরশধঃ ঃধশবং ংহধশং ধহফ ঃবধঃ ধঃ ধ)থথথথ. ঐব ংরঃং ঃড় ষবধৎহ যরং ষবংংড়হ ধঃ ন)থথথথ. ওঃ পড়হঃরহঁবং ঃরষষ প)থথথথ ঐব ধিঃপযবং ঞঠ পধৎঃড়ড়হ ভৎড়স ফ) থথথথ ঐব বধঃং ফরহহবৎ ধঃ ব) থথথথথ. 

গোড়ান আদর্শ উচ্চ বিদ্যালয় 

১ম মিডটার্ম পরীক্ষা -২০১৮ইং

শ্রেনী ঃ প ম

বিষয় ঃ গণিত 

সময় ঃ ১.৩০ মিনিট        পূর্নমান ৪০

১. সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখঃ     ১দ্ধ১০=১০

১) ৫+৩-২  ৫+৫ - ২, খালি ঘরে সঠিক প্রতীক বসাও 

ক) <     খ) >    গ) =    ঘ) 

২) বন্ধনী প্রতীক কয়টি? 

    ক) ৪টি    খ) ৩টি     গ) ১টি     ঘ) ৫টি 

৩) ৬ এর  =  কত? 

    ক)     খ)     গ) ১    ঘ) ৬ 

৪) ২০স্ট২ = কত? 

    ক) ২    খ) ৮    গ) ৪০    ঘ) ৫০

৫) ২.৫৪দ্ধ১০০=কত? 

    ক) ২৫.৪০০    খ) ২.৫৪০০    গ) ২৫৪০০    ঘ) ২৫৪.০০

৬) ৬টি বইয়ের ওজন ৯২৪ গ্রাম। বইগুলোর গড় ওজন কত গ্রাম? 

    ক) ১৫    খ) ১৫৪    গ) ৯২৪    ঘ) ৫৫৪৪

৭) ২০, ১৫ ও ২৫ সংখ্যাগুলোর গড় কত? 

    ক) ১৫    খ) ২০    গ) ২৫    ঘ) ৩০

৮) সরল অঙ্কে প্রথমে কোনটির কাজ আগে করতে হয়?     

    ক) গুনের     খ) ভাগের     গ) বন্ধনীর     ঘ) যোগের 

৯) ৩৬ এর গুণনীয়ক কয়টি? 

    ক) ৯টি     খ) ৮টি     গ) ৭টি     ঘ) ৬টি 

১০) কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১২, ১৮, ২৪ কে নিঃশেষ ভাগ করা যায়?

    ক) ২    খ) ৩    গ) ৪    ঘ) ৬ 





২। সংক্ষেপে উত্তর দাওঃ                 ১দ্ধ৬=৬ 

    ক) ৭দ্ধ(৮-ক) = ৬৩ হলে ক এর মান কত? 

    খ) গাণিতিক বাক্যে প্রকাশ করঃ ১২০ কে ৪০ দ্বারা ভাগ করলে ভাগফল ৩ হয়। 

    গ) ল.সা.গু এর পূর্ণরুপ লেখ। 

    ঘ) ১৮ এর তিনটি গুণিতক লেখ। 

    ঙ) প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে কোনটি বড়? 

    চ) গড় নির্ণয়ের সূত্রটি লেখ। 

৩। যেকোনো ৩টি প্রশ্নের উত্তর দাওঃ             ৩দ্ধ৮=২৪ 

    (১) একটি গ্রামে ১২৬টি আম, ২৩১টি লিচু ও ৩৫৭টি কাঁঠাল গাছের চারা বিতরণ করা হলো। 

    ক) সর্বাধিক কতজন গ্রামবাসীর মধ্যে চারাগুলো সমানভাবে ভাগ করে দেওয়া যাবে?     ৫ 

    খ) প্রত্যেক কয়টি আম, কয়টি লিচু ও কয়টি কাঁঠাল গাছের চারা পাবে?         ৩ 

    (২) একটি লাঠির মাটিতে, পানিতে এবং অবশিষ্ট অংশ, পানির উপরে আছে। পানির 

    উপরের অংশের র্দৈঘ্য ২ মিটার। লাঠির কত মিটার পানিতে আছে?         ৮ 

    (৩) একটি আয়তকার জমির ক্ষেত্রফল ৭২৯ বর্গমিটার। এর প্রস্থ ২২.৫ মিটার হলে, দৈর্ঘ্য 

    নির্ণয় কর।                 ৮ 

    (৪) পিতা ও তিন পুত্রের বয়সের গড় ২১ বছর। মাতা ও তিন পুত্রের বয়সের গড় ১৮ বছর। 

    মাতার বয়স ৩৬ বছর। 

    ক) তিন পুত্রের বয়সের গড় কত?             ৩

    খ) পিতার বয়স কত?                 ২ 

    গ) পিতা, মাতা ও তিন পুত্রের বয়সের গড় কত?             ৩ 






 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪