চাকুরী থেকে অব্যবহিত দেওয়ার দরকাস্ত

চাকুরী থেকে অব্যবহিত দেওয়ার দরকাস্ত 

তারিখঃ 



বরাবর

হেড অফ ট্রেড মার্কেটিং এন্ড ডিষ্ট্রিবিউশন

ড্যানিশ কনডেন্স মিল্ক বাংলাদেশ লিঃ 

৬৮, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। 



বিষয়ঃ চাকুরী হইতে অব্যহতি চেয়ে আবেদন। 


জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি মোঃ জাফর আহমেদ আপনার প্রতিষ্ঠানের একজন “বিক্রয় প্রতিনিধি” হিসাবে কর্মরত আছি। আমি অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে, আমার ব্যক্তিগত সমস্যার কারনে আগামী ....................ইং তারিখের পর থেকে আর চাকুরী করা সম্ভব হচ্ছে না। তাই আমি আগামী ....................ইং তারিখ চাকুরী হইতে অব্যহতি নিতে ইচ্ছুক। 


অতএব, মহোদয় সমীপে প্রার্থনা এই যে, আমি আন্তরিকভাবে দুঃখিত উক্ত .................ইংতারিখ হইতে চাকুরী থেকে আমাকে অব্যাহতি দিতে মর্জি হয়। 



বিনীত নিবেদক,
টাউন: মাদারটেক ডিষ্ট্রিবিউশন পয়েন্ট



মোঃ জাফর আহমেদ

আইডি নং: ২৩০০৬৬৩৫

ঢাকা-১২১৯।



 

তারিখঃ 

বরাবর
পরিচালক 
এ. এম. এফ গোলাবাল ফ্যাশন লিঃ
উত্তর মাদারটেক
সবুজবাগ, ঢাকা। 
বিষয়ঃ পদত্যাগপত্র গ্রহণ প্রসংগে। 
জনাব,
যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী আপনার অধীনে “অপারেটর” হিসাবে কর্মরত আছি। আমার কার্ডং নং ৩৩। আমার পারিবারিক সমস্যার কারনে আমি আমার চাকুরী থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম। 
অতএব, মহোদয় সমীপে প্রার্থনা আমার পদত্যাগপত্র গ্রহণ পূর্বক বর্তমান চাকুরী থেকে অব্যাহতি দিয়ে বাধিত করবেন। 

বিনীত নিবেদিকা, 

(নিপা) 
ই-৬৬, দক্ষিণ বনশ্রী, 
খিলগাঁও, ঢাকা। 
মোবাইলঃ ০১৬৮৬৯৬৩৪৩৬ 
 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪